অনেক সময় Foreign University বাইরের দেশের শিক্ষার্থীদের নিজের দেশে আকর্ষিত করার উদ্দেশ্যে প্রদান করে Scholarship। অনেকেরই ইচ্ছে থাকে বিদেশে পড়াশোনা করেন সেক্ষেত্রে সেই স্বপ্ন পূরণ হতে পারে এই ধরনের Scholarship এর মাধ্যমে । পূর্বে আমরা আলোচনা করেছি বেশ কয়েকটি Foreign Institution কর্তৃক প্রদত্ত Scholarship আজ আমরা অপর এক Scholarship AC Rayner Memorial Scholarship যার মাধ্যমে আপনি সুযোগ পেতে পারেন New Zealand এ পড়াশোনা করার।
A C Rayner Memorial Scholarship কী ?
যেসমস্ত ছাত্রছাত্রীরা স্নাতকোত্তর Degree এর জন্য New Zealand এ অবস্থিত কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হবে তাদের জন্য একটি অন্যতম Scholarship প্রকল্প হল Lincoln University, A C Rayner Memorial Scholarship। New Zealand এর Lincoln University এই Scholarship প্রদান করে থাকে। যেসমস্ত ছাত্রছাত্রীরা New Zealand এর কোন শিক্ষা প্রতিষ্ঠানে অর্থনৈতিক নীতি সহ অর্থনীতির যেকোনো ক্ষেত্রে Post Graduation Degree তে ভর্তি হবে তারা এই Scholarship এর জন্য আবেদন করতে পারবে। যে সমস্ত শিক্ষার্থীরা এই Scholarship এর জন্য নির্বাচিত হবে তাদের মধ্যে যে কোন একজন এককালীন NZ$1200 জিতে নেওয়ার একটি সুযোগ পাবে।
A C Rayner Memorial Scholarship প্রদানের উদ্দেশ্য কী?
এই Scholarship প্রদানের প্রধান উদ্দেশ্য হলো New Zealand এর বিভিন্ন University তে Post Graduation Degree তে ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান করা সঙ্গে সঙ্গে বিশ্বের সমস্ত ছাত্র-ছাত্রীদের কাছে New Zealand কে শিক্ষার পীঠস্থান হিসাবে তুলে ধরা অন্যতম উদ্দেশ্য।
Daily GK এবং Current Affair এর MCQ প্রশ্ন Practice করার জন্য ক্লিক করুন
A C Rayner Memorial Scholarship এর জন্য কারা আবেদন করতে পারবেন ?
New Zealand এর স্থায়ী বাসিন্দা অথবা New Zealand এ স্থায়ীভাবে বসবাসকারী অন্য কোন দেশের ছাত্র ছাত্রী যারা অর্থনৈতিক নীতি সহ অর্থনীতির যেকোনো ক্ষেত্রে Post Graduation Degree এর জন্য New Zealand এর কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হবে তারা এই Scholarship এর জন্য আবেদন করতে পারবে।
A C Rayner Memorial Scholarship এর Important Dates :-
A C Rayner Memorial Scholarship Online Application Starting | * |
A C Rayner Memorial Scholarship Online Application Closing | 31/03/2022 |
A C Rayner Memorial Scholarship এর Selection Process:-
এই Scholarship এর জন্য যোগ্য শিক্ষার্থীদের নির্বাচনী প্রক্রিয়া পর্যালোচনা করবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান গুলি। Application Form জমা করা শেষ হলে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ শিক্ষার্থীদের Application Form গুলি এবং শিক্ষার্থীদের দ্বারা আপলোড করা Documents গুলি বিচার বিবেচনা করবে। পরবর্তীতে Scholarship এর জন্য নির্বাচিত হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান গুলি শিক্ষার্থীদের জানিয়ে দেবে।
Swami Vivekananda Scholarship 2021 এর Eligibility Criteria, Scholarship Amount, Last Date?
A C Rayner Memorial Scholarship এর Distribution Process:-
যে সমস্ত শিক্ষার্থীরা এই প্রকল্পের জন্য নির্বাচিত হবে তাদের মধ্যে শুধুমাত্র একজন শিক্ষার্থীকে এই Scholarship প্রদান করা হবে। Scholarship এর জন্য নির্বাচিত হলে সরাসরি শিক্ষার্থীদের Bank Account এ Scholarship এর টাকা প্রদান করা হবে।
A C Rayner Memorial Scholarship এর Scholarship Amount :-
যেসমস্ত ছাত্রছাত্রীরা এই Scholarship এর জন্য নির্বাচিত হবে তারা এককালীন NZ$1200জিতে নেওয়ার একটি সুযোগ পাবে। যার বর্তমান মূল্য ভারতীয় টাকায় দাঁড়ায় 60656.77 টাকা । মনে রাখবেন এই অর্থের পরিমান সময় সময়ে কম বেশি হতে পারে।
A C Rayner Memorial Scholarship এর Eligibility:-
- New Zealand এর স্থায়ী বাসিন্দা অথবা আন্তর্জাতিক ছাত্ররা এই Scholarship এর জন্য আবেদনের যোগ্য।
- Full Time বা Part Time উভয় Course এর ছাত্র-ছাত্রীরা এই Scholarship এর জন্য আবেদন করতে পারবে।
Aikyashree Scholarship (ঐক্যশ্রী প্রকল্প 2021) কি ,তারিখ, যোগ্যতা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য
A C Rayner Memorial Scholarship এর Application Process:-
- এই Scholarship এর আবেদন করার জন্য প্রথমে নিম্নলিখিত লিংকটিতে ক্লিক করুন –
” https://www.lincoln.ac.nz/study/scholarships/search-scholarships/ac-rayner-memorial-scholarship/ “
- প্রয়োজনীয় তথ্যগুলি প্রদান করে Application Form টি পূরণ করুন,
- উপরে প্রদান করা লিংকে ক্লিক করলে আপনার সামনে Application Form Download এর Link টি Open হবে। আপনাদের সুবিধার্থে Application Form টি আমরা নিম্নে প্রদান করেছি।
- Application Form টি Download করে Print Out কপি বের করুন।
- Application Form টি পূরণ করুন যথাযথ তথ্য সহকারে ।
- প্রয়োজনীয় Documents গুলি অ্যাটাচ করুন সঙ্গে।
- এইবার Application Form টি Hard Copy নিম্নলিখিত ঠিকানায় পোস্ট করুন।
Lincoln University Scholarships Office
George Forbes Building
PO Box 94, Lincoln,
Canterbury, New Zealand
OASIS Scholarship for ST, SC & OBC (2021-22) এর জন্য কেমন করে আবেদন করবেন ?
A C Rayner Memorial Scholarship এর Important Documents:-
Application Form এর সঙ্গে যে সমস্ত Documents গুলি এটাচ করতে হবে সেগুলি হলো –
- শিক্ষার্থীদের দ্বারা অর্জিত সমস্ত Degree Certificate ।
- শিক্ষার্থীদের প্রস্তাবিত গবেষণার গুণমান সম্পর্কে মন্তব্য করতে পারে এমন একজনের কাছ থেকে একটি Academic Reference ।
A C Rayner Memorial Scholarship এর Renewal:-
এই Scholarship এর ক্ষেত্রে Scholarship Renew করার কোন প্রয়োজন নেই। Scholarship এর টাকা টি নির্বাচিত প্রার্থীদের মধ্যে এককালীন প্রদেয় অর্থ হিসাবে প্রদান করা হবে।
A C Rayner Memorial Scholarship এর টাকা কখন (Duration) দেওয়া হয় ?
যে সমস্ত শিক্ষার্থীরা এই প্রকল্পের জন্য নির্বাচিত হবে তাদের মধ্যে শুধুমাত্র একজন শিক্ষার্থীকে এই Scholarship প্রদান করা হবে। Scholarship এর জন্য নির্বাচিত হলে সরাসরি শিক্ষার্থীদের Bank Account এ Scholarship এর টাকা প্রদান করা হবে। এই Scholarship এর মেয়াদ রয়েছে 1 বছর। যে সমস্ত শিক্ষার্থীরা এই Scholarship এর জন্য নির্বাচিত হবে তারা তাদের Degree Course এর প্রথম বর্ষে NZ $1200 Scholarship পাবে।
CSIR Young Scientist Awards 2022: Now get 25 Lakh, Learn More
A C Rayner Memorial Scholarship এর Bank Account Details :-
এই Scholarship পাওয়ার জন্য শিক্ষার্থীদের নিজেদের নামে একটি Savings Bank Account থাকতে হবে এবং অবশ্যই Bank Account টি Aadhar Number এর সঙ্গে সংযুক্ত থাকতে হবে।
A C Rayner Memorial Scholarship এর Contact Details:-
এই Scholarship প্রকল্প সম্বন্ধে যদি কারোর কোন তথ্য জানার থাকে তবে তারা নিম্নলিখিত যোগাযোগ মাধ্যমগুলির দ্বারা যোগাযোগ করতে পারে –
Lincoln University, Ellesmere Junction,
FAQ:-
1. A C Rayner Memorial Scholarship এর মাধ্যমে আপনি কোন দেশে পড়ার সুযোগ পেতে পারেন?
ANS:- New Zealand এ।
2. কত টাকা পেতে পারেন AC Rayner Memorial Scholarship এর মাধ্যমে?
ANS:- NZ$1200 যার ভারত ভারতীয় টাকায় মূল্য হতে পারে 60000 এর বেশী।
3. A C Rayner Memorial Scholarshipআবেদনের Last Date কি?
ANS:- 31/03/2022
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।