স্টাফ সিলেকশন কমিশন SCC সম্পর্কে যেসকল ছেলেমেয়েরা চাকরিরত অথবা চাকরির জন্য নিয়মিত প্রস্তুতি চালিয়ে যাচ্ছে তাদের কাছে নতুন কোন বিষয় নয় । তারা প্রায় সবাই জানে যে SCC একটি চাকরির নিয়োগের এক বৃহত্তম সংস্থা এবং সবার কাছে এটাও জানা যে, SSC প্রতিবছর CGL, CHSL, STENO C & D, JE, CAPF, CONSTABLE – GD, JHT এবং আন্যান্য আরও বিভিন্ন পরীক্ষার মাধ্যমে হাজার হাজার ছাত্রছাত্রীকে চাকরিতে নিয়োগ করেন ।আজ আমরা আলোচনা করব SSC CGL পরীক্ষার সম্বন্ধিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য সমূহ।
সূচি
CGL পরীক্ষার মাধ্যমে নিয়োগঃ
স্টাফ সিলেকশন কমিশন CGL পরীক্ষার মাধ্যমে সরকারের যেসমস্ত ডিপার্টমেন্টে চাকরির জন্য নিয়োগ করা হয় সেগুলির বিস্তারিত তালিকা পোস্ট এবং বেতন ভিত্তিক নিম্নে প্রদান করা হল –
ক্রমিক নং | ডিপার্টমেন্টের নাম | পদগুলির নাম | বেতন |
AFHQ (Ministry of Defence) | Assistant/Assistant Section Officer | 44900 – 142400 | |
2. | Bureau of Police Research & Development | Assistant /Assistant Supdt. | 35400 – 112400 |
3. | Central Secretariat Service (DOPT) | Assistant Section Officer | 44900 – 142400 |
4. | Central Vigilance Commission | Assistant Section Officer | 44900 – 142400 |
5. | Central Administrative Tribunal | Assistant Section Officer | 44900 – 142400 |
6. | Central Board of Direct Taxes (CBDT) | Inspector of Income Tax, Tax Assistant | 25500 – 142400 |
7. | Central Board of Indirect Taxes & Customs (CBIC) | Inspector, (Central Excise), Inspector (Examiner), Tax Assistant | 25500 – 142400 |
8. | Central Bureau of Narcotics | Sub-Inspector, Senior Secretariat Assistant/Upper Division Clerk | 25500 – 81100 |
9. | Central Bureau of Investigation | Sub Inspectors | 44900 – 142400 |
10. | Comptroller & Auditor General of India | Divisional Accountant, Auditor | 29200 – 112400 |
11. | Coast Guard Headquarters | Assistant /Assistant Supdt. | 35400 – 112400 |
12. | Controller General of Accounts | Accountant/Junior Accountant | 29200 – 92300 |
13. | Directorate General of Defence Estates (Ministry of Defence) | Senior Secretariat Assistant/Upper Division Clerk | 25500 – 81100 |
14. | D/o Agriculture, Co-operation and Farmers Welfare | Senior Secretariat Assistant/Upper Division Clerk | 25500 – 81100 |
15. | D/o Animal Husbandry, Dairying & Fisheries | Senior Secretariat Assistant/Upper Division Clerk | 25500 – 81100 |
16. | Election Commission | Assistant Section Officer | 44900 – 142400 |
17. | Enforcement Directorate (Deptt. of Revenue) | Asstt. Enforcement Officer | 44900 – 142400 |
18. | Indian Audit & Accounts Department under C&AG | Assistant Audit Officer Group ‘B’ Gazetted (Non Ministerial) | 47600 – 151100 |
19. | Intelligence Bureau | Assistant/Assistant Section Officer | 44900 – 142400 |
20. | Ministry of External Affairs | Assistant/Assistant Section Officer | 44900 – 142400 |
21. | Ministry of Electronics & Information Technology | Assistant/Assistant Section Officer | 44900 – 142400 |
22. | Ministry of Commerce & Industry (D/o Commerce) | Assistant /Assistant Supdt. | 35400 – 112400 |
23. | Ministry of Mines | Assistant | 35400 – 112400 |
24. | Ministry of Corporate Affairs | Assistant | 35400 – 112400 |
25. | Ministry of Communications (Department of Posts- SPN) | Inspector Post | 44900 – 142400 |
26. | Ministry of Statistics & Programme Implementation | Junior Statistical Officer | 35400 – 112400 |
27. | Offices under Controller General of Defence Accounts | Auditor | 29200 – 92300 |
28. | Ministry of Communication (D/o Post-Admn. & D/o Telecommunication O/o CGCA) | Accountant/Junior Accountant | 29200 – 92300 |
29. | Ministry of Textiles | Senior Secretariat Assistant/Upper Division Clerk | 25500 – 81100 |
30. | Ministry of Electronics & Information Technology (D/o Science & Technology) | Senior Secretariat Assistant/Upper Division Clerk | 25500 – 81100 |
31. | Ministry of Water Resources, River Development & Ganga Rejuvenation (Ministry of Jal Shakti) | Senior Secretariat Assistant/Upper Division Clerk | 25500 – 81100 |
32. | Ministry of Commerce & Industry (D/o Commerce) | Assistant | 35400 – 112400 |
33. | Ministry of External Affairs (Central Passport Offices) | Assistant Supdt. | 35400 – 112400 |
34. | National Technical Research Organisation | Auditor, Assistant/Assistant Section Officer | 29200– 142400 |
35. | Narcotics Control Bureau | Assistant /Assistant Supdt. | 35400 – 112400 |
36. | National Investigation Agency | Sub-Inspector (NIA) | 35400 – 112400 |
37. | Office of Development Commissioner (Micro, Small & Medium Enterprises) | Senior Secretariat Assistant/Upper Division Clerk | 25500 – 81100 |
উপরিউক্ত সম্পূর্ণ লিস্টটির PDF ডাউনলোড করার জন্য নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করুনঃ
CGL পরীক্ষা গ্রহনের পদ্ধতিঃ
CGL পরীক্ষাটি আগে মোট 3 টি পর্বে অনুষ্ঠিত হয়ে থাকতো, যথা – Tier-I এর মাধ্যমে প্রিলিমিনারি লিখিত পরীক্ষা, Tier-II এর মাধ্যমে মেইন লিখিত পরীক্ষার এবং Tier-III এর মাধ্যমে ইন্টারভিউ/ দক্ষতা পরীক্ষা/ শারীরিক সহনশীলতা পরীক্ষা (PET)/ মেডিক্যাল পরীক্ষা এবং ডকুমেন্ট ভেরিফিকেশন । কিন্তু বর্তমানে CGL পরীক্ষা পদ্ধতির মধ্যে কিছুটা পরিবর্তন আনা হয়েছে । বর্তমান CGL পরীক্ষা পদ্ধতির নিম্নরূপঃ
Tier-I | প্রথম পর্বে রয়েছে প্রিলিমিনারি কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBE) |
Tier-II | দ্বিতীয় পর্বে রয়েছে মেইন কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBE) |
Tier-III | তৃতীয় পর্বে রয়েছে বর্ণনামূলক লিখিত ইংরেজি/হিন্দি পরীক্ষা |
Tier-IV | ইন্টারভিউ কম্পিউটার দক্ষতা পরীক্ষার (CPT) মাধ্যমে/ দক্ষতা পরীক্ষা/ শারীরিক সহনশীলতা পরীক্ষা (PET)/ মেডিক্যাল পরীক্ষা এবং ডকুমেন্ট ভেরিফিকেশন |
Rupashree Prakalpa কি ? আপনি কি আবেদন করতে পারবেন জানুন সমস্ত তথ্য
CGL পরীক্ষার নাম্বার বিভাজনঃ
CGL– Tier-I, Tier-II এবং Tier-III পরীক্ষাগুলির নাম্বার বিভাজন নিম্নে পর পর ছকের মাধ্যমে বর্ণনা করা হলো –
CGL Tier-I পরীক্ষার নাম্বার বিভাজন
ক্রমিক নং | বিষয় | নাম্বার | সময় |
1 | সাধারণ বুদ্ধি এবং রিজনিং G.I & Reasoning | 50 | মোট সময় 2 ঘণ্টা, যা দুটি পিরিয়ডের মধ্যে হতে পারে (10.00 am থেকে 12.00 pm অথবা 2.00 pm থেকে 4.00 pm) |
2 | সাধারণ সচেতনতা General Awareness | 50 | |
3 | অংক Numerical Aptitude | 50 | |
4 | ইংরেজি English Comprehension | 50 | |
মোট | 200 |
CGL Tier-II পরীক্ষার নাম্বার বিভাজন :
ক্রমিক নং | পেপার | বিষয় | নাম্বার | সময় |
1 | I | ইংরেজি English Language & Comprehension | 200 | 2 ঘণ্টা |
2 | II | অংক Arithmetical Ability | 200 | 2 ঘণ্টা |
3 | III | কমার্স/ অর্থনীতি Commerce/ Economics | 200 | 2 ঘণ্টা |
CGL Tier-III পরীক্ষার নাম্বার বিভাজন :
ক্রমিক নং | পেপার | বিষয় | নাম্বার | সময় |
1 | বর্ণনামূলক পেপার (ইংরেজি/হিন্দি) | প্রবন্ধ, রচনা, চিঠি, আবেদন ইত্যাদি লেখা Writing of Essay/ Precis/ Letter/ Application etc. | 100 | 1 ঘণ্টা |
CGL পরীক্ষার সিলেবাসঃ
CGL Tier-I এবং Tier-II পরীক্ষার বিস্তারিত নিম্নে আলোচনা করা হলো –
CGL Tier-I পরীক্ষার সিলেবাস
বিষয় | অধ্যায় |
সাধারণ বুদ্ধি এবং রিজনিংGeneral Intelligence & Reasoning | ভারবাল, নন-ভারবাল, উপমা, মিল এবং পার্থক্য, স্থানিক দৃশ্যায়ন, স্থানিক অবস্থান, সমস্যা সমাধান, বিশ্লেষণ, রায়, সিদ্ধান্ত গ্রহণ, ভিজ্যুয়াল মেমরি, বৈষম্য, পর্যবেক্ষণ, সম্পর্কের ধারণা, গাণিতিক যুক্তি এবং আলংকারিক শ্রেণিবদ্ধকরণ, পাটিগণিত সংখ্যা সিরিজ, নন-ভারবাল সিরিজ, কোডিং এবং ডিকোডিং, বিবৃতি উপসংহার, পাঠ্যক্রমিক যুক্তি ইত্যাদি । |
সাধারণ সচেতনতাGeneral Awareness | আমাদের চারপাশের পরিবেশ এবং সমাজ সম্পর্কে সচেতনতা, বর্তমান ঘটনা সমূহ এবং প্রতিদিনের পর্যবেক্ষণ সমূহ, জাতীয় বিষয়গুলির জ্ঞান, বিজ্ঞান এবং প্রজুক্তির জ্ঞান, খেলাধুলা সম্পর্কিত ইতিহাস, ভারত এবং তার প্রতিবেশী দেশগুলি সম্পর্কিত তথ্য, ইতিহাস, সংস্কৃতি, ভূগোল, অর্থনীতি, ভারতের রাজনীতি, ভারতীয় সংবিধান, ভারতের বৈজ্ঞানিক গবেষণা ইত্যাদি । |
অংকNumerical Aptitute | সংখ্যার যথাযথ ব্যবহার এবং সংখ্যা জ্ঞান, সংখ্যার গণনা, দশমিক সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যার মধ্যে সম্পর্ক, এক সংখ্যার নাম থেকে অন্য নাম, সংজ্ঞা বা প্রস্থের ক্রম, অনুমান বা পূর্বাভাসের অনুবাদ করার ক্ষমতা, গণনার ফলাফল, বাস্তব জীবনের সমস্যার সমাধানের জন্য উপযুক্ত নির্বাচন এবং উত্তর খুঁজে পেতে বিকল্প গণনা পদ্ধতির জ্ঞান, গাণিতিক ধারণা এবং সংখ্যার মধ্যে সম্পর্ক এবং জটিল গাণিতিকের উপর ভিত্তি করে গণনা । (প্রশ্নের লেভেল 10 + 2 ক্লাসের হবে) |
ইংরেজি English Comprehension | Antonyms, Synonyms, Idioms, Sentence Making, Sentence Corrections, Articles and Prepositions, Error Corrections, Reading Comprehension, Word Formation, Right form of Verbs, Adjectives, One-word substitution, Unseen Passage, Voice and Narrations. |
CGL Tier-II পরীক্ষার সিলেবাস :
বিষয় | অধ্যায় |
পাটিগণিত Arithmetic Ability | নম্বর সিস্টেম, দশমিক এবং ভগ্নাংশের গণনা এবং সংখ্যাগুলির মধ্যে সম্পর্ক, মৌলিক গাণিতিক অপারেশন, শতাংশ, অনুপাত এবং সমানুপাত, গড়, সুদ, লাভ এবং ক্ষতি, ছাড়, টেবিল এবং গ্রাফের ব্যবহার, মেনুরেশন, সময় এবং দূরত্ব, ইত্যাদি । |
ইংরেজি English Language & Comprehension | Error recognition, fill in the blanks (using verbs, preposition, articles), Vocabulary, Spellings, Grammar, Sentence Structure, Synonyms, Antonyms, Sentence Completion, Phrases and Idiomatic use of Words etc. (The standard of the questions will be of 10+2 level). |
Statistics | সম্ভাবনা, সম্ভাবনা বিতরণ, দ্বিপদী, সংকলন, শ্রেণিবিন্যাস, পরিসংখ্যানের উপাত্তের সারণী, উপাত্তের গ্রাফিকাল উপস্থাপনা, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, ছত্রভঙ্গের ব্যবস্থা, সংঘবদ্ধকরণের ব্যবস্থা এবং জরুরী অবস্থা, ছড়িয়ে ছিটিয়ে থাকা ডায়াগ্রাম, পারস্পরিক সম্পর্ক সহগ, র্যাঙ্ক পারস্পরিক সম্পর্ক সহগ এবং লিনিয়ার রিগ্রেশন বিশ্লেষণ, জনসংখ্যার ধারণা । এলোমেলো নমুনা, পরামিতি, পরিসংখ্যান, x এর বৈশিষ্ট্যের নমুনা বিতরণ, মূল্যায়ন এবং আত্মবিশ্বাসের অন্তরগুলির অনুমান, সাধারণ নমুনা, এলোমেলো নমুনা, স্তরযুক্ত নমুনা, পদ্ধতিগত নমুনা, নমুনা এবং নমুনা বিহীন ত্রুটি, সূচক সংখ্যা, সময় সিরিজ বিশ্লেষণ – প্রকরণের উপাদান এবং তাদের অনুমান । ফ্রিকোয়েন্সি বিতরণ, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা, অসুস্থতা এবং কুর্তোসিস, এলোমেলো ভেরিয়েবল এবং বিতরণ ফাংশন, স্বতন্ত্র বিতরণ, দ্বিপদী এবং পোয়েসন বিতরণ, অবিচ্ছিন্ন বিতরণ, আয়তক্ষেত্রাকার, সাধারণ এবং তাত্পর্যপূর্ণ বিতরণ, ন্যূনতম স্কোয়ারের নীতি, গড় এবং অনুপাত । হাইপোথেসিস এর ধারনা (Z, t, F, 2 tests) |
বীজগণিত Math in Algebra | বীজগণিত: বীজগণিতিক সেট, সম্পর্ক এবং ফাংশান, কোনও ফাংশানের বিপরীত এবং সমতুল্য সম্পর্ক, জটিল সংখ্যার । De Moivere এর উপপাদ্য এবং সহজ অ্যাপ্লিকেশন, রুট এবং সহগের মধ্যে সম্পর্ক । বহুবর্ষীয় সমীকরণের – ঘনক এবং দ্বিদ্বৈত সমীকরণের মূলের প্রতিসাম্যিক কার্যকারিতা মূল্যায়ন । ম্যাট্রিক্সের বীজগণিত: নির্ধারক এবং নির্ধারকের সাধারণ বৈশিষ্ট্য, আদেশ নির্ধারকগুলির গুণক – দুই এবং তিন, একক এবং অ-একবচন ম্যাট্রিক্স । একটি ম্যাট্রিক্সের বিপরীতমুখী, ম্যাট্রিক্সের র্যাঙ্ক এবং প্রয়োগ, রৈখিক সমীকরণের সমাধান, ধারাবাহিক রূপান্তর এবং সিরিজ, ইতিবাচক পদগুলির সাথে সিরিজের রূপান্তর পরীক্ষা, অনুপাত । বিশ্লেষণাত্মক জ্যামিতি: স্ট্রেট লাইন, চেনাশোনা, চেনাশোনাগুলির সিস্টেম, প্যারাবোলা, উপবৃত্ত এবং স্ট্যান্ডার্ড আকারে হাইপারবোলা এবং তাদের প্রাথমিক বৈশিষ্ট্য, বক্ররেখার দ্বিতীয় শ্রেণির শ্রেণিবিন্যাস । ডিফারেনশিয়াল সমীকরণ: প্রথম আদেশ ডিফারেনশিয়াল সমীকরণ, দ্বিতীয় এবং উচ্চতর অর্ডার লিনিয়ার ডিফারেনশনের সমাধান, ধ্রুবক সহগ এবং সাধারণ অ্যাপ্লিকেশন সহ সমীকরণ । ডিফারেনশিয়াল এবং ইন্টিগ্রাল ক্যালকুলাস: সীমাবদ্ধতা, ধারাবাহিকতা এবং কার্যকারিতা পৃথকীকরণ, ধারাবাহিক পার্থক্য, স্ট্যান্ডার্ড ফাংশান, রোলের এবং গড়-মূল্য তত্ত্বগুলি, ম্যাক্লাউরিনস এবং টেলরের সিরিজগুলি ব্যতীত ডেরিভেটিভস এবং তাদের অ্যাপ্লিকেশনগুলি, ম্যাক্সিমা এবং এক এবং দুটি ভেরিয়েবলের ফাংশনগুলির মিনিমা স্পর্শকাতর এবং সাধারণ, বক্রতা, আংশিক পার্থক্য । Rolle এর উপপাদ্য, বক্ররেখা সনাক্তকরণ, । Riemann এর মৌলিক উপপাদ্যের সংজ্ঞা, Maclaurins এবং Taylor এর সিরিজ ইত্যাদি । |
কমার্স Commerce | হিসাবরক্ষণ: ধারণাগত কাঠামো, আয় পরিমাপ, চূড়ান্ত অ্যাকাউন্ট, অংশীদারিত্ব সংস্থাগুলির জন্য অ্যাকাউন্টিং, ভাড়া-ক্রয়ের অ্যাকাউন্টিং, কর্পোরেট অ্যাকাউন্টিং (ইস্যু, বাজেয়াপ্তকরণ এবং শেয়ার পুনরায় ইস্যু) । ব্যবসায় সংস্থা: ব্যবসায়ের উদ্দেশ্য, ব্যবসায়ের পরিবেশ, ব্যবসায় উদ্যোক্তা, অবস্থান, ব্যবসায়ের ধরণের পছন্দ এবং বৃদ্ধি কৌশল, অর্থ, উত্পাদন, বিপণন এবং মানবসম্পদ উন্নয়ন সহ ব্যবসায়িক ক্রিয়াকলাপ । পরিচালনা: পরিচালনার ধারণা, পরিকল্পনা, সংগঠন, নেতৃস্থানীয় ও নিয়ন্ত্রণকরণ । মাইক্রো-ইকোনমিক্স: দাম-প্রক্রিয়া, ভোক্তার আচরণের তত্ত্ব, চাহিদার স্থিতিস্থাপকতা, উত্পাদন ফাংশন, ব্যয়ের তত্ত্ব, বাজারের কাঠামো, নিখুঁত প্রতিযোগিতা এবং একচেটিয়া অধীনে দাম নির্ধারণ । ভারতীয় অর্থনীতি: অর্থনৈতিক বিকাশের পরিকল্পনার সাথে জড়িত ইস্যুগুলি, ভারতের বিভাগীয় বিশ্লেষণ কৃষি, শিল্প এবং বৈদেশিক বাণিজ্য সহ অর্থনীতি । ব্যবসায়ের পরিসংখ্যান: কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ জড়িত ইউনিভারিটেড তথ্য বিশ্লেষণ এবং বিচ্ছুরণ, পারস্পরিক সম্পর্ক এবং রিগ্রেশন বিশ্লেষণ, সূচক সংখ্যা, সময়-সিরিজের বিশ্লেষণ, সম্ভাবনার তত্ত্ব । ব্যবসায় আইন: 1872 এর ভারতীয় চুক্তি আইন, 1930 এর পণ্য বিক্রয় আইন, 1932 এর অংশীদারি আইন, এবং 1881 এর আলোচনা সাপেক্ষে উপকরণ আইন । কোম্পানির আইন: বিভিন্ন ধরণের সংস্থাগুলি, সংস্থার সাথে সম্পর্কিত বিষয়াদি, শেয়ার এবং শেয়ার মূলধন এবং শেয়ার ইস্যু এবং স্থানান্তর সম্পর্কিত বিষয়াদি, কোনও সংস্থার সদস্য, কোনও সংস্থার পরিচালনা, সভা এবং রেজোলিউশন ইত্যাদি । খরচের হিসাবরক্ষণ: ব্যয় অ্যাকাউন্টিং, প্রান্তিক ব্যয়, ব্যয়-আয়তনের মুনাফা বিশ্লেষণের সাথে জড়িত পদ্ধতিগুলি, বাজেটের নিয়ন্ত্রণ, ব্যয় এর মান । নিরীক্ষণ: নিরীক্ষণের অর্থ এবং বিষয়গুলি, নিরীক্ষণের প্রকারগুলি, নিরীক্ষার প্রক্রিয়া। আয়কর: প্রাথমিক ধারণা, আবাস এবং করের দায় আয়ের উৎস । |
অর্থনীতি Economics | সাধারণ অর্থনীতিঃ 1. চাহিদা এবং সরবরাহের আইন এবং ইন্টারঅ্যাকশন সহ চাহিদা ও সরবরাহ বিশ্লেষণ । 2. উত্পাদন ফাংশন এবং রিটার্ন আইন । ৩. পণ্য মূল্য নির্ধারণ – বিভিন্ন বাজার ফর্মের বৈশিষ্ট্য এবং এর অধীনে মূল্য নির্ধারণ বাজার ফর্ম । ৪. ফ্যাক্টর প্রাইসিংয়ের তত্ত্ব – ভাড়া, মজুরি, সুদ এবং লাভ । 5. কর্মসংস্থান তত্ত্ব – শাস্ত্রীয় এবং নব্য-শাস্ত্রীয় পদ্ধতির । 6. কর্মসংস্থানের Keynesian তত্ত্ব – কার্যকর চাহিদার নীতিমালা । অর্থ এবং গুরুত্ব বিনিয়োগ, সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে সম্পর্ক, গুণক প্রভাব এবং আয়ের প্রক্রিয়া জেনারেশন, পোস্ট কেনেসিয়ান বিকাশ । 7. অর্থের প্রকৃতি ও কার্যাবলী, অর্থের মূল্য, অর্থের মূল্যতে ওঠানামা – মূল্যস্ফীতি এবং ডিফ্লেশন, মুদ্রানীতি, সূচক সংখ্যা। 8. আন্তর্জাতিক বাণিজ্যমুক্ত বাণিজ্য ও সুরক্ষা, আন্তর্জাতিক বাণিজ্যের তত্ত্বসমূহ । 9. বৈদেশিক এক্সচেঞ্জ – এক্সচেঞ্জের হার নির্ধারণ – পাওয়ার প্যারিটি তত্ত্ব ক্রয় এবং পেমেন্ট থিওরির ভারসাম্য। 10. পাবলিক ফিনান্স – প্রকৃতি, সরকারী অর্থের সুযোগ এবং গুরুত্ব । 11. কর – অর্থ, শ্রেণিবদ্ধকরণ এবং করের মূলনীতি, করের ঘটনা । 12. ঘাটতি অর্থায়ন । 13. আর্থিক নীতি । ভারতীয় অর্থনীতি এবং সাধারণ পরিসংখ্যানঃ 1. পরিসংখ্যান তদন্ত – তদন্তের অর্থ এবং পরিকল্পনা । 2. ডেটা সংগ্রহ এবং ডেটা সম্পাদনা । 3. নমুনা প্রকারের । 4. তফসিল এবং প্রশ্নপত্র। 5. উপাত্তের উপস্থাপনা – শ্রেণিবিন্যাস, সারণী ইত্যাদি । 6. কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ । 7. জাতীয় আয় এবং হিসাবরক্ষণ – জাতীয় আয়ের অনুমান, জাতীয় আয়ের প্রবণতা, জাতীয় আয়ের তথ্য হিসাবে ভারতীয় অর্থনীতিতে কাঠামোগত পরিবর্তন । 8. কৃষি খাত – পরিকল্পনার সময়কালে কৃষি উন্নয়ন, গ্রামীণ ক্রেডিট, কৃষির মূল্য নীতি, পল্লী উন্নয়ন সমবায় এবং পঞ্চায়েতী রাজ । 9. শিল্প নীতি এবং শিল্প উন্নয়ন । 10. অর্থনৈতিক বিকাশের সমস্যা – ভারতীয় পরিকল্পনা – উদ্দেশ্য, কৌশল এবং এর বিবর্তন, পঞ্চবর্ষ পরিকল্পনা এবং জাতীয় উন্নয়ন কাউন্সিলের ভূমিকা । 11. মানব সম্পদের প্রোফাইল – জনসংখ্যা ও অর্থনৈতিক বিকাশ, ভারতের জনসংখ্যার প্রোফাইল, জনসংখ্যার সমস্যার প্রকৃতি – দারিদ্র্য, বৈষম্য, বেকার সমস্যা, শ্রম সমস্যা, জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং সরকারী নীতি । 12. নতুন অর্থনৈতিক নীতি ও কল্যাণমূলক প্রকল্প । 13. ভারতীয় সরকারী অর্থ – ভারতীয় রাজস্ব, বিদেশী সহায়তা । 14. ভারতীয় ব্যাংকিং ও মুদ্রা ব্যবস্থা । |
SSC CGL এই আমরা যেই সিলেবাস প্রদান করেছি শুধুমাত্র উক্ত বিষয় গুলি রপ্ত করতে পারলেই আপনি অনায়াসে পরীক্ষা পাশ করে যাবেন এর বাইরে তেমন কিছু পরীক্ষায় আসে না। ভারতবর্ষে খুব কমই SSC CGL এর মতো চাকরি রয়েছে যেখানে এত সম্মান ,বেতন এবং ন্যূনতম খাটনি এর প্রয়োজন হয় কিন্তু বর্তমানে দিনদিন এই পরীক্ষা খুব কঠিন হয়ে উঠছে। আরেকটি গুরুত্বপূর্ণ এই চাকরীর রিক্রুটমেন্ট প্রতিবছরই বের করা হয় এবং রিক্রুট ও করা হয় প্রতিবছর। যেখানে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন চাকরির সম্ভাবনা দিনদিন ক্ষীণতর হয়ে উঠছে এ ধরনের চাকরি আপনার জন্য ভাল বিকল্প হতে পারে। আশা করি আমাদের ক্ষুদ্র প্রয়াস আপনাদের কাজে দেবে। এই সম্পর্কিত কোন সমস্যা ,অভিযোগ বা কিছু জানার থাকলে আমাদের নিম্নে দেওয়া সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল গুলিতে বা অফিশিয়াল ওয়েবসাইটে জানাতে পারেন এই সম্বন্ধিত ভবিষ্যতে কোনো আপডেট আসলে সরাসরি আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন, ধন্যবাদ।
WBP (2021) এর যোগ্যতা, পরীক্ষা, সিলেবাস এবং প্রস্তুতি সহ আরও তথ্যসমূহ
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।