কিছুদিন আগে আমরা আলোচনা করেছেন ভারতের Defence বিভাগ সংক্রান্ত CDS ও NDA Job Vacancy সম্বন্ধে আলোচনা করেছি। আজ আমরা Army সংক্রান্ত আরো একটি গুরুত্বপূর্ণ Vacancy Army Welfare Education Society বা AWES Recruitment 2022 এর সম্বন্ধে বিস্তারিত আলোচনা করতে চলেছি।আপনি যদি ইতিমধ্যে D.El.Ed , B.Ed সহ Graduation পাস করে থাকলেন , তাহলে আপনি এই Recruitment এর জন্য আবেদন করতে পারবেন বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।
AWES Recruitment 2022 Important Dates:-
AWES Recruitment 2022 Online Application Starting Date | 07/01/2022 |
AWES Recruitment 2022 Online Application Closing Date | 28/01/2022 |
AWES Recruitment 2022 Admit Card Download | 10/02/2022 |
AWES Recruitment 2022 Exam Date | 19-20/02/2022 |
AWES Recruitment 2022 Result Publishing | 28/02/2022 |
Daily GK এবং Current Affair এর MCQ প্রশ্ন Practice করার জন্য ক্লিক করুন
AWES Recruitment 2022 এর Vacancy সংখ্যা:-
AWES Recruitment 2022 এর মাধ্যমে সমগ্র দেশের 137 টি Army Public School এ প্রাথমিক শিক্ষক (PRT) , স্নাতক প্রশিক্ষিত শিক্ষক (TGT) এবং Graduation শিক্ষক (PGT ) নিয়োগ করা হবে । এই Vacancy এর মাধ্যমে 8700 টি Vacancy তে নিয়োগ করা হবে।
AWES Recruitment 2022 এর Eligibility:-
- PGT Recruitment এর জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে ন্যূনতম BE/B. Tech,B.Ed অন্ততপক্ষে 50% নম্বর পাস সহ Post Graduation পাশ হতে হবে।
- TGT Recruitment এর জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে ন্যূনতম Graduation পাস সহ 50% নম্বর সহকারে B.Ed পাস হতে হবে ।
- PRT Recruitment এর জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে ন্যূনতম Graduation পাস সহ 50% সহকারে D.El.Ed ও B.Ed পাস হতে হবে।
AWES Recruitment 2022 এ আবেদনের জন্য Age Limit:-
- Fresh Applicant দের জন্য বয়স সর্বোচ্চ হতে পারে 40 বছর এই Recruitment এর জন্য।
- Experienced Applicant দের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স 57 ।
AWES Recruitment 2022 এর Salary:-
- PGT Recruitment এর ক্ষেত্রে আপনার Salary হতে পারে 9300 থেকে 48,000 এর মধ্যে।
- TGT Recruitment এর ক্ষেত্রে আপনার Salary হতে পারে 9300 থেকে 48,000 এর মধ্যে।
- PRT Recruitment এর ক্ষেত্রে আপনার Salary হতে পারে 9300 থেকে 42,000 এর মধ্যে।
AWES Recruitment 2022 Application Fees:-
Credit Card,Debit Card,Net Banking এর মাধ্যমে আপনি Application Fees প্রদান করতে পারবেন। General /OBC/SC/ST আবেদনকারীদের 385 টাকা প্রদান করতে হবে উপরে উল্লেখ্য Payment Method এর মাধ্যমে।
NDA Recruitment 2022 : Application Form (Released), Exam Dates (Out), Pattern, Eligibility etc.
AWES Recruitment 2022 Application Process:-
- আবেদনকারী Online এ আবেদন করতে পারবেন।
- https://register.cbtexams.in/AWES/Registration/Applicant/Register এ ক্লিক করুন।
- কোন্ Couse এর জন্য আবেদন করবেন Click করুন।
- Subject,Name, Email Address, Mobile Number ,Gender, Nationality, Aadhar Number ,Date of Birth, Age প্রদান করুন এবং Continue বাটনে ক্লিক করুন।
- পরের Windows থেকে আপনার Register ID ও Password Generate করুন।
- প্রাপ্ত Register ID ও Password প্রদান করে প্রয়োজনীয় Documents গুলি Upload করুন।
- এইবার আপনার Application Process সম্পন্ন হয়ে গেছে , প্রয়োজনে আপনার Application Form এর Print Out কপি বের করুন।
Coochbehar Asha Recruitment 2022 | শতাধিক Asha Karmi নিয়োগ শেষ হচ্ছে এই মাসেই !
AWES Recruitment 2022 এর Selection Process:-
আবেদনকারীর সাক্ষাৎকার নেওয়া হবে এবং Online বাছাই পরীক্ষার পর শিক্ষাদানের ক্ষমতা মূল্যায়ন করা হবে। প্রয়াগরাজ, কানপুর, আগ্রা, বারাণসী, গোরখপুর, লখনউ, মিরাট, বেরেলি, নয়ডা, দিল্লিতে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। , ঝাঁসি, দেরাদুন, জয়পুর, জবলপুর, ভোপাল। নির্বাচন প্রক্রিয়া 3টি ধাপ নিয়ে গঠিত:
- Online Exam: Online Exam টি AWES সদর দফতরের নামে একটি সংস্থা দ্বারা পরিচালিত হয় এবং এটি তিন বছরের জন্য বৈধ।
- Interview :-স্কুলগুলি স্থানীয় সংবাদপত্রে চাকরির শূন্যপদ প্রকাশ করে যার জন্য OST শংসাপত্র সহ প্রার্থীদের Interview নেওয়া হবে। স্থানীয় প্রশাসনের বিবেচনার ভিত্তিতে অন্যান্য স্কুলগুলির একটিতে একটি উপযুক্ত স্থানে সাক্ষাত্কারগুলি স্থান এ সংঘটিত হতে পারে বা নাও হতে পারে৷
- Teaching Skills Assessment: Interview এর পরে, শিক্ষাদানের দক্ষতা মূল্যায়ন করা হবে এবং ভাষা শিক্ষকদের প্রতিটি 15 পয়েন্টের প্রবন্ধ এবং বোধগম্যতার লিখিত পরীক্ষা দিতে হতে পারে। প্রয়োজনে সিলেকশন কমিটি কম্পিউটার পারদর্শিতা পরীক্ষা নিতে পারে।
AWES Recruitment 2022 এর Important Links:-
AWES Recruitment 2022 Official Notice Download | Click Here |
Apply Now | Click Here |
FAQ:-
1.AWES Recruitment 2022 Online আবেদনের Last Date কি ?
ANS:- 28/01/2022
2. AWES Recruitment 2022 এর মাধ্যমে কত গুলো পোষ্ট এর জন্য Recruitment বের করেছে?
ANS:- 8700 টি পোষ্ট এ নিয়োগ করা হবে।
3. AWES Teacher Exam Date কি ?
ANS:- 19 & 20 February, 2022
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।