College এর Admission ইতিমধ্যে শুরু হয়ে গেছে দেশজুড়ে। লাখ লাখ ছাত্র-ছাত্রীদের এই বয়সন্ধিকাল তাদের জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়। প্রায়শই দেখা যায় ছাত্র-ছাত্রীদের তাদের পছন্দের College বাছাই করতে অথবা সঠিক Subject বেছে নিতে সমস্যা হয় এবং এর অন্যতম গুরুত্বপূর্ণ কারণ সঠিক তথ্যের অভাব । সেই নিরিখে এই নিবন্ধের মাধ্যমে আমরা আলোচনা করেছি আপনাদের নিকটস্থ কোন কোন College রয়েছে এবং সেই College গুলিতে কোন কোন Subject পড়ানো হয়, সাথে Admission Process সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য ।
আপনাদের সুবধার্থে কেউ কোনো College এর সম্বন্ধে বিস্তারিত তথ্য জানতে চাইলে উক্ত College এর সম্বন্ধে সংক্ষিপ্ত তথ্য আমাদের জানাতে পারো Social Media হ্যান্ডেল গুলিতে অথবা Comment Section এর মাধ্যমে । আমরা আপনাদের সমস্ত সমস্যার সমাধানের যথাসম্ভব চেষ্টা করব ।
উত্তরবঙ্গের এক প্রাচীন শহর Balurghat, আর এই বালুরঘাট শহর ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল । এই শহরের অন্যতম বৃহত্তম College হলো Balurghat College যা অনুষ্ঠিত হয়েছিল 1948 সলে । শহরের মাঝে অবস্থিত Balurghat College মালদা জেলার University of Gour Banga এর অন্তর্গত যা ছাত্রছাত্রীদের বিভিন্ন Steam এ Undergraduate ও Postgraduate Degree Course এ পড়ার সুযোগ প্রদান করে থাকে । বাকি সমস্ত তথ্য আপনারা নিম্নে এই আর্টিকেলের মাধ্যমেই জানতে পারবেন ।
Balurghat College Admission 2022 Overview:-
Name of College | Balurghat College |
Affiliated University | University of Gour Banga |
College Type | Govt. Aided |
Course | Undergraduate , Post Graduate |
Admission Criteria | Merit Based |
Steam | Science, Arts, Commerce |
Degree | General, B.A, B.Sc, B.Com |
Counselling | Institute Based |
Scholarship | Yes |
Campus Area | 9.5 Acres |
Facilities | Library,Hostel,Students Union,Historical Museum |
Official website | https://balurghatcollege.ac.in/ |
Balurghat College Admission 2022 Important Dates:-
Under Graduate Course 1st Year Admission | |
Online Application Starting for UG Courses | 18/07/2022 |
Online Application Closing for UG Courses | 05/08/2022 |
Online Merit List Releasing | 16/08/2022 |
UG Courses Admission Closing | 15/09/2022 |
UG Courses 1st Semester Starting | 19/09/2022 |
Post Graduate Course 1st Year Admission | |
UG Courses Final Result Declaration | 31/08/2022 |
Online Application Starting for PG Courses | 01/09/2022 |
Online Application Closing for PG Courses | 15/09/2022 |
Online Merit List Releasing | 20/09/2022 |
PG Courses Admission Closing | 21/10/2022 |
PG Courses 1st Semester Starting | 01/11/2022 |
বিশেষ দ্রষ্টব্য:- Merit List Publishing এর সম্বন্ধে জানার জন্য নিবন্ধের নিচের দিকে Link Section দেওয়া Link থেকে Official Website ভিসিট করুন ।
Balurghat College Course:-
Balurghat College Science, Arts, Commerce এই তিনটি Steam এ পড়ার সুযোগ প্রদান করে। General Degree সহ আরো 18 টি Subject এ ছাত্র-ছাত্রীদের Under Graduate Honours Degree তে পড়ার সুযোগ রয়েছে । Specialization সহ Course এর সম্বন্ধে বিস্তারিত জানার জন্য নিম্নে প্রদান করা চার্টটি দেখুন:
Course | Specialise Degree |
B.A | Bengali |
Economics | |
Education | |
English | |
Geography | |
History | |
Philosophy | |
Political Science | |
Sanskrit | |
Physical Education | |
B.Sc | Botany |
Chemistry | |
Computer Science | |
Mathematics | |
Physics | |
Zoology | |
Food & Nutrition | |
B.Com | Commerce |
বিশেষ দ্রষ্টব্য: ছাত্রছাত্রীরা সমস্ত বিষয় নিয়েই Pass Degree তে ভর্তি হতে পারবেন । এই বিষয়ে বিস্তারিত জানার জন্য কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন । নিম্নে কলেজ কর্তৃপক্ষের যোগাযোগের সমস্ত বিবরন প্রদান করা হয়েছে ।
Balurghat College Admission 2022 Eligibility:-
Honours নিয়ে ভর্তি হওয়ার ক্ষেত্রে আবেদনকারী ছাত্র/ছাত্রীকে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Best Five Subject এ মোট নম্বর 45% এর বেশী হতে হবে । Pass Degree এর ক্ষেত্রে নম্বরের তেমন কোনো উর্ধ্বসীমা নেই । Honours Degree তে Admission এর জন্য কত নম্বর প্রয়োজন অর্থাৎ Cut-off কত হতে পারে তা Merit List অনুযায়ী নির্ধারিত হবে । তবে কিছুটা ধারণার অবশ্যই একবার কলেজ প্রতিপক্ষের সঙ্গে কথা বলতে পারেন ।
Balurghat College Admission 2022 Application Process:-
যদিও পূর্বে এই College এর Admission এর জন্য Form Fill Up Offline College থেকেই করা যেতো কিন্তু গত কয়েক বছর থেকে ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে Admission Process টি সম্পূর্ণরূপে Online প্রক্রিয়ার মাধ্যমে চলছে । Balurghat College Admission Process সম্বন্ধে বিস্তারিত নিম্নে প্রদান করা হয়েছে ।
- College এ Admission এর আগে একবার অবশ্যই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য সমূহ জেনে নিন । জানার পর ভিসিট করুন College এর Official Admission Portal এ । (আপনাদের সুবিধার্থে Admission এর Direct Link নিম্নে প্রদান করা হয়েছে)
- উক্ত লিংকে Student Log In Area তে থাকা “Click Here To Register Option” এ ক্লিক করুন ।
- তারপর, Name, Mobile Number, Email ID, HS Registration Number, ID এর সঙ্গে নির্দিষ্ট Captcha Code প্রদান করুন ।
- তারপর, আপনার দেওয়া Mobile Number এ প্রাপ্ত OTP টি প্রদান করে Verify করে নিন ।
- Mobile Number Verification এর পরেই আপনি পেয়ে যাবেন একটি Application ID ও Password ।
- এরপর, অবার সেই Page এ থাকা “Log In” অপশনে ক্লিক করুন ।
- তারপর, প্রদান করুন আপনার Personal Details, Address Details ও Others Details ।
- এখন “Save and Proceed” অপশনে ক্লিক করুন ।
- এবার পরবর্তী সেকশনে আপনাকে আপনার Academic Details প্রদান করে আবার সঙ্গে থাকা “Save and Proceed” অপশনে ক্লিক করতে হবে ।
- পরবর্তী সেকশনে এখন আবেদনকারীকে Upload করতে হবে Important Documents গুলি ও পাশে থাকা Save and Preview বাটনে ক্লিক করে দেখে নিতে হবে ।
- Documents upload করা হয়ে গেলে পরের Page আবেদনকারীকে Select করতে হবে Course অর্থাৎ আবেদনকারী যেই বিষয় নিয়ে পড়তে চায় (যা Honours/Pass উভয় হতে পারে)।
- Subject Combination Set হয়ে গেলে এখন পাশে থাকা “Print Application Form” অপশনে ক্লিক করতে হবে ।
- আপনার সামনে আপনার Application Form এর PDF কপি চলে আসবে সেটি অবশ্যই Download সহ Print Out কপি বের করে রাখুন ।
Balurghat College Admission 2022 Fees:-
প্রতিবছর Application Fees কমবেশি বৃদ্ধি পায়। General Degree Course এর ক্ষেত্রে Course Fees 2150 টাকা থেকে শুরু হবে এবং Honours এর Course Fees 2500 টাকার মতো তবে যা Science ও Geography Honours এর ক্ষেত্রে 4,500 টাকা পর্যন্ত যেতে পারে । আবেদনকারীরা মাথায় রাখবেন যে এই Course Fees কিন্তু আপনাকে Application এর সময় লাগবে না । এই Fees আপনাকে প্রদান করতে হবে উক্ত College এ Documents Verification এর পর ।
Balurghat College Scholarship:-
ছাত্র-ছাত্রীদের বরাবরই প্রশ্ন থাকে Scholarship এর সম্বন্ধে । যদিও কোন কোন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের কিছু কিছু বিশেষ রকমের Scholarship প্রদান করা হয় না কিন্তু Balurghat College এর ক্ষেত্রে এমনটা নয় । Balurghat College এ পাঠরত যেকোন ছাত্র-ছাত্রী নিজের ইচ্ছামতো যেকোনো সরকারি এবং বেসরকারি Scholarship এর জন্য আবেদন করতে পারবেন ।
কলেজ ছাত্রছাত্রীদের জন্য প্রদত্ত বিভিন্ন স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে নিম্নে দেওয়া লিংকে ক্লিক করুন:
Balurghat College Facility:-
- College Faculty- ছাত্র-ছাত্রীদের পাঠদানের জন্য 100 জন এরও বেশি উচ্চশিক্ষিত এবং ছাত্র দরদী College Faculty এর সম্পূর্ণ দায়িত্ব রয়েছে ।
- Library:- Library প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ । Balurghat College এর Library তে প্রচুর বই রয়েছে যা Library Card এর মাধ্যমে প্রত্যেক ছাত্র-ছাত্রী Library এর পূর্ণ সুবিধা লাভ করতে সক্ষম হবে ।
- Sports Facilities:- আলাদা করে Sports Complex এর সঙ্গে ছাত্রছাত্রীরা নিজের ইচ্ছামত Indoor ও Outdoor Sports এ অংশগ্রহণ করতে পারবেন ।
- Hostel:- College এর কাছাকাছি অবস্থিত Hostel । প্রয়োজনীয় পরিবেশ এবং পরিকাঠামো উভয় বর্তমান এই Hostel এ ।
Balurghat College Contact Details:-
Phone Number:- (123)-456-7890
Email ID:- balurghatcollege.ac.in
Balurghat College Admission 2022 Important Links:-
Balurghat College Admission 2022 Direct Link | Click Here |
Balurghat College Official Website | Click Here |
Google News | Follow Us |
Join Us on Telegram | Click Here |
FAQ:-
1. Balurghat College 2022 UG Degree Admission Starting Date কি?
ANS:- 18/07/2022
2. Balurghat College 2022 UG Degree Admission Last Date কি?
ANS:- 15/09/2022
3. Balurghat College 2022 PG Degree Admission Starting Date কি?
ANS:- 01/09/2022
4. Balurghat College 2022 PG Degree Admission Last Date কি?
ANS:- 21/10/2022
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।