Bank of Baroda ভারতের ব্যাংকিং সেক্টরের একটি পরিচিত নাম। কয়েকদিন আগেই Bank of Baroda এক Recruitment প্রকাশ করেছে। এই Article এর মাধ্যমে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি Bank of Baroda Specialist Officer Recruitment 2022 এর সম্বন্ধে বিস্তারিত।
Bank of Baroda Specialist Officer Recruitment 2022 Important Dates :-
Bank of Baroda Specialist Officer Recruitment 2022 Online Application Starting | 04/03/2022 |
Bank of Baroda Specialist Officer Recruitment 2022 Online Application Closing | 24/03/2022 |
BEL Apprentice Recruitment 2022 : Application Started for 360 Vacancy, Learn more in Bengali !
Bank of Baroda Specialist Officer Recruitment 2022 Vacancy সংখ্যা :-
Bank of Baroda এর সাম্প্রতিক সময়ে প্রকাশিত Recruitment Notice এর মাধ্যমে Manager Digital Fraud (MMG/S II), Credit Officer (SMG/ S-IV) (MMG/S-III), Credit Export/Import Business (SMG/ S-IV), (MMG/ S-III) ও Forex Acquisition & Relationship Manager (MMG/ S-III), (MMG/ S-II) পদে নিয়োগ করা হবে। Post অনুসারে Vacancy সংখ্যা নিম্নে বর্ণনা করা হলো।
পদ | Vacancy সংখ্যা |
Manager Digital Fraud (MMG/S II) | 15 |
Credit Officer (SMG/ S-IV)
(MMG/S-III) | 15 |
25 | |
Credit Export/Import Business (SMG/ S-IV),
(MMG/ S-III) | 08 |
12 | |
Forex Acquisition & Relationship Manager (MMG/ S-III),
(MMG/ S-II) | 15 |
15 | |
Total | 105 |
Bank of Baroda Specialist Officer Recruitment 2022 Eligibility :-
- Manager Digital Fraud (MMG/S II):- Computer Science/IT/Data Science এ B.E./ B. Tech/ BSc/BCA/MCA পাস করতে হবে ।
- Credit Officer (SMG/ S-IV) (MMG/S-III):- যে কোনো বিভাগে Graduation পাস করলেই চলবে ( Management with Specialization in Finance / Banking/ Forex / Credit /CA / CMA / CFA তে Post-Graduation Degree/Diploma পাস করা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে) ।
- Credit Export/Import Business (SMG/ S-IV), (MMG/ S-III) :-যে কোনো বিভাগে Graduation পাস করলেই চলবে ( Management with Specialization in Finance / Banking/ Forex / Credit /CA / CMA / CFA তে Post-Graduation Degree/Diploma পাস করা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে)।
- Forex Acquisition & Relationship Manager (MMG/ S-III), (MMG/ S-II) :-যে কোনো বিভাগে Graduation পাস করলেই চলবে ( Marketing /Sales এ Diploma বা Post Graduation পাস করা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে)।
মনে রাখবেন এই Recruitment টি এ আবেদনের জন্য Previous Work Experience লাগবে তাই এই Recruitment টি নতুন চাকরি প্রার্থীদের জন্য নয়। Post অনুযায়ী Work Experience এ সম্বন্ধে বিস্তারিত জানার জন্য Download Section এ প্রদান করা Official Notice টি দেখুন।
Bank of Baroda Specialist Officer Recruitment 2022 এ আবেদনের জন্য Age Limit:-
- Manager Digital Fraud (MMG/S II):– 01/01/2022 এর হিসাব অনুযায়ী আবেদনকারীর বয়স হতে পারে 24 থেকে 34 এর মধ্যে।
- Credit Officer (SMG/ S-IV):- 01/01/2022 এর হিসাব অনুযায়ী আবেদনকারীর বয়স হতে পারে 28 থেকে 40 এর মধ্যে।
- Credit Officer (MMG/S-III):-01/01/2022 এর হিসাব অনুযায়ী আবেদনকারীর বয়স হতে পারে 25 থেকে 37 এর মধ্যে।
- Credit Export/Import Business (SMG/ S-IV):-01/01/2022 এর হিসাব অনুযায়ী আবেদনকারীর বয়স হতে পারে 28 থেকে 40 এর মধ্যে।
- Credit Export/Import Business (MMG/ S-III) :-01/01/2022 এর হিসাব অনুযায়ী আবেদনকারীর বয়স হতে পারে 25 থেকে 37 এর মধ্যে।
- Forex Acquisition & Relationship Manager (MMG/ S-III):-01/01/2022 এর হিসাব অনুযায়ী আবেদনকারীর বয়স হতে পারে 26 থেকে 40 এর মধ্যে।
- Forex Acquisition & Relationship Manager (MMG/ S-II) :-01/01/2022 এর হিসাব অনুযায়ী আবেদনকারীর বয়স হতে পারে 24 থেকে 35 এর মধ্যে।
Category অনুযায়ী Age Relaxation নিম্নে বর্ণনা করা হলো –
Category | Age Relaxation |
OBC | 3 |
ST | 5 |
SC | 5 |
PWD | 10 |
PWD+OBC | 13 |
PWD+SC | 15 |
PWD+ST | 15 |
Ex Serviceman | 3 |
JRF SRF Recruitment 2022 : JRF ও SRF পদে কাজ করার সুযোগ, Salary Upto 30000 টাকা !
Bank of Baroda Specialist Officer Recruitment 2022 এর Application Fees:-
Category | Application Fees in INR |
SC/ ST/ Persons with Disability (PWD)/Women | 100 |
GEN/ OBC /EWS | 600 |
Bank of Baroda Specialist Officer Recruitment 2022 এর Salary:-
- MMGS II : – 48,000 থেকে শুরু হতে পারে আপনার Salary যা 70,000 এর বেশী হতে পারে সময় এর সঙ্গে সঙ্গে।
- MMGS III :- 60,000 থেকে শুরু হতে পারে আপনার Salary যা 80,000 এর বেশী হতে পারে সময় এর সঙ্গে সঙ্গে।
- SMG/S-IV :-60,000 থেকে শুরু হতে পারে আপনার Salary যা 90,000 এর বেশী হতে পারে সময় এর সঙ্গে সঙ্গে।
Bank of Baroda Specialist Officer Recruitment 2022 এর Application Process:-
Bank of Baroda এর জন্য আবেদন শুধুমাত্র Online এ করা যেতে পারে। নিম্নে Step by Step Application Process বর্ণনা করা হলো।
- সর্বপ্রথম ভিজিট করুন Bank of Baroda এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.bankofbaroda.in/
- Homepage থেকে Career অপশনে Click করুন।
- Current Opportunities Option এ Click করে সামনে থাকা Recruitment of Specialist Officer in Bank of Baroda পাবেন, সেটিতে Click করুন।
- Next Page এ আপনি Apply Now অপশন পেয়ে যাবেন।
- আপনার Application Form টি IBPS এর Official Website এ Redirect হবে।
- 1st Time User হলে পরবর্তী প্রয়োজনীয় তথ্য সহ Registration সম্পন্ন করুন।
- Registration সম্পন্ন হয়ে গেলে Log In Details প্রদান করে আপনার Application Form এর Dashboard ওপেন করুন।
- প্রয়োজনীয় সমস্ত তথ্য ঠিকঠাক ভাবে প্রদান করুন।
- Application এর সমস্ত Details যথাযথ প্রদান করা হয়ে গেলে একবার দেখে নিন , সব কথা ঠিকঠাক প্রদান করা হয়েছে কিনা যদি হয়ে থাকে তাহলে Next অপশন এ Click করুন।
- এখন আপনাকে প্রদান করতে হবে আপনার প্রয়োজনীয় Application Fees ।
- এখন আপনার Application Form টি Submit করতে হবে।
- Application Form টির PDF File টি Download করুন এবং চাইলে ভবিষ্যতের জন্য Print Out কপি ও বের করে রাখতে পারেন।
Bankura Asha Recruitment 2022 : শুরু হয়ে গেছে Asha Karmi নিয়োগ, কেমন করে আবেদন করবেন ?
Bank of Baroda Specialist Officer Recruitment 2022 এর আবেদনের জন্য Important Documents:-
Bank of Baroda Specialist Officer Recruitment 2022 Online আবেদনের জন্য তেমন কোনো Documents এর প্রয়োজন পড়বে না। তবে Exam Centre ও Interview এর সময় আপনাকে বেশ কিছু Documents প্রদান করতে হবে। নিম্নে কিছু প্রয়োজনীয় Documents এর বর্ণনা দেওয়া হল।
- Candidate ID Proof
- Education Qualification
- Caste Certificate (If Applicable)
- PwD Certificate (If Applicable)
এই সম্পর্কে বিস্তারিত আপনারা জানতে পারবেন Download Section এ প্রদান করা Official Notice থেকে।
Bank of Baroda Specialist Officer Recruitment 2022 এর Selection Process:-
Bank of Baroda Specialist Officer Recruitment 2022 এ মূলত তিন টি পর্যায়ে সম্পন্ন হয়ে থাকে। যথা Online Test ,Personal Interview ও Documents Verification ।
Bank of Baroda Specialist Officer Recruitment 2022 Important Links:-
Bank of Baroda Specialist Officer Recruitment 2022 Official Notice Download | Click Here |
Apply Now | Click Here |
Google News | Follow Us |
DRDO GTRE Recruitment 2022 For 150 Graduate, Diploma And ITI Apprentice Posts Read more in Bengali !
FAQ:-
1. Bank of Baroda Specialist Officer Recruitment 2022 Official Website কি ?
2. Bank of Baroda Specialist Officer Recruitment 2022 এর জন্য আবেদন এর Starting Date কি ?
ANS:-04/03/2022
3. Bank of Baroda Specialist Officer Recruitment 2022 Last Date কি ?
ANS:- 24/03/2022
4. কতো গুলো Vacancy তে নিয়োগ করা হবে Bank of Baroda Specialist Officer Recruitment 2022 এর মাধ্যমে?
ANS:-105
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।