রাজ্যে Asha Recruitment এর যেনো হিড়িক লেগে গেছে। কিছুদিন আগে আমরা আলোচনা করেছি Uttar Dinajpur, Purulia , Alipurduar , Nadia জেলার Asha Recruitment এর সম্বন্ধে বিস্তারিত এবং এই Vacancy এর গুলির আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাবে কিছুদিনর মধ্যেই। আজ আমরা পশ্চিমবঙ্গের অপর এক জেলা Bankura Asha Recruitment 2022 এর সম্বন্ধে বিস্তারিত আলোচনা করতে চলেছি , আপনাদের জানিয়ে রাখি বছরের শুরুতেই Bankura জেলায় Asha Recruitment আনা হয়েছিল যার সমন্ধে আমরা আগেই আলোচনা করেছি ।
Bankura Asha Karmi Recruitment 2022 Overview:-
Recruiting Organisation | Bankura District |
Post Name | Asha Karmi |
Vacancies | 40+ |
Salary | 4500+ |
Job Location | Bankura |
Last Date | 27/09/2022 |
Mode of Application | Offline |
Official Website | https://bankura.gov.in/ |
Bankura Asha Karmi Recruitment 2022 Important Dates:-
Bankura Asha Karmi Recruitment 2022 Online Application Starting | 19/09/2022 |
Bankura Asha Karmi Recruitment 2022 Online Application Closing | 27/09/2022 |
Bankura Asha Karmi Recruitment 2022 Vacancy সংখ্যা:-
এই Recruitment এর মাধ্যমে Bankura জেলার খাতরা , হিরবাঁধ, রানিবাঁধ, রাইপুর ,সারেঙ্গা ,শিমলাপাল, ইন্দপুর ,তালডাংরা ব্লকে মোট 40 জন এর ও বেশী Asha Karmi নিয়োগ হতে চলেছে বিস্তারিত জানার জন্য Download সেকশনের প্রদান করা Official Notice টি দেখুন।
Bankura Asha Karmi Recruitment 2022 Eligibility:-
- শুধুমাত্র বিবাহিত , বিধবা এবং Legal Divorce প্রাপ্ত মহিলারা আবেদন করতে পারবেন।
- উদ্বিগ্ন গ্রামের স্থায়ী বাসিন্দা যেখানে প্রার্থী আবেদন করেছিলেন তাকে সেখানে নিয়োগ করা হবে ।
- স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম Madhyamik পাশ হতে হবে।
- স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে।
Bankura Asha Karmi Recruitment 2022 এ আবেদনের জন্য Age Limit:-
- 01/01/2022 এর হিসাব অনুসারে আবেদনকারীর নূন্যতম বয়স হতে হবে 30 বছর এবং সর্বোচ্চ বয়স হতে পারে 40 বছর।
- ST/SC অন্তর্ভুক্ত আবেদনকারী দের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স 22 এবং সর্বোচ্চ বয়স 40 বছর হতে পরে।
Bankura Asha Karmi Recruitment 2022 এর Salary:-
মাসিক বেতন হতে পারে 4500 সহ অন্যান্য ভাতা পাবেন ।
Bankura Asha Karmi Recruitment 2022 Application Fees:-
কোনো রকমের Application Fees নেওয়া হবে না।
Bankura Asha Karmi Recruitment 2022 এর Application Process:-
- Asha Recruitment এর জন্য আপনাকে Offline এ আবেদন করতে হবে।
- সর্বপ্রথম Download সেকশন এ প্রদান করা Application Form টি Download করুন।
- এইবার Form টির Print Out কপি বের করুন।
- খুব ভালোভাবে সমস্ত তথ্য প্রদান করুন এবং সঙ্গে অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলি অ্যাটাচ করে BDO অফিসে জমা দিন 27/09/2022 এর মধ্যে।
Bankura Asha Karmi Recruitment 2022 এ আবেদনের জন্য Important Documents:-
- আবেদনকারীর বয়সের প্রমাণপত্র। (Birth Certificate/Madhyamik Admit Card)
- আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
- আপনি যেই সংশ্লিষ্ট স্থানের স্থায়ী বাসিন্দা তার প্রমান পত্র (Voter Card/Ration Card)
- আবেদনকারীর স্বাক্ষর করা সাম্প্রতিক সময়ে তোলা দুই কপি Passport Size Photo ।
- আবেদনকারী যে বিধবা/বিবাহিত তার প্রমাণপত্র । বিবাহিতদের ক্ষেত্রে স্বামীর পরিচয় পত্র যেমন- Marriage Certificate, Voter Card, Aadhar Card, Ration Card ইত্যাদি। বিধবা আবেদনকারীদের ক্ষেত্রে স্বামীর Death Certificate ও আবেদনকারী Divorce প্রাপ্ত হয়ে থাকলে তার প্রমান পত্র।
- আবেদনকারী যে কোন গোষ্ঠীর সদস্য তার প্রমাণ পত্র।
Bankura Asha Karmi Recruitment 2022 এর Selection Process:-
আবেদনকারীদের উপরে উল্লিখিত শিক্ষাগত যোগ্যতা অর্জন করলে Interview এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।
Bankura Asha Karmi Recruitment 2022 Important Links:-
Bankura Asha Recruitment Notification Download Link | Click Here |
Bankura Application Form | Click Here |
Official Website | Click Here |
Google News | Follow Us |
Join Us on Telegram | Click Here |
FAQ:-
ANS:- 19/09/2022 ANS:- 27/09/2022 ANS:- 40 এর ও বেশি ।1. Bankura Asha Karmi Recruitment 2022 কবে থেকে শুরু হয়েছে ?
2. Bankura Asha Karmi Recruitment 2022 এর জন্য আবেদনের Last Date কি ?
3. Bankura Asha Karmi Recruitment Vacancy কি ?
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।