বেগম হযরত মহল বৃত্তি এর জন্য আবেদন করবেন কেমন করে? | Begum Hazrat Mahal Scholarship Scheme 2022 Eligibility, Last Date , Process and more!

Begum Hazrat Mahal Scholarship Scheme for Minorities | NSP Begum Hazrat Mahal Scholarship | National Scholarship Portal  | Begum Hazrat Mahal Scholarship 2022 Last Date 

পূর্বে আমরা আলোচনা করেছিলাম পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক বিভিন্ন Scholarship এর সম্বন্ধে। আজ আজ আমরা আলোচনা করব কেন্দ্র সরকার কর্তৃক প্রদত্ত বিভিন্ন Scholarship সম্বন্ধে। Scholarship অর্থাৎ (বৃত্তি) সকল ছাত্র-ছাত্রীদের কাছে একটি উৎসাহদায়ক বিষয় শুধু শিক্ষার্থী নয় শিক্ষার্থীর পরিবারের কাছেও এটি একটি সরকার কর্তৃক সাহায্যের মাধ্যম। আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের পড়াশোনা চালানো ও পড়াশোনার মান বৃদ্ধিতে ভারত সরকার সর্বদা সচেষ্ট। ভারতের সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের জন্য ভারত সরকারের এরকম একটি প্রকল্পের নাম হলো National Scholarship for Minority Community । আশা করি ভারত সরকারের এই প্রকল্পের মাধ্যমে সংখ্যালঘু পরিবারের মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষাগত দিক থেকে উন্নতি সাধন হবে ।  এই নিবন্ধের মাধ্যমে আপনারা জানতে পারবেন Begum Hazrat Mahal Scholarship সম্বন্ধে এবং কারা আবেদন করতে পারবে এই Scholarship এর জন্য। তাই শেষ পর্যন্ত নিবন্ধটি খুব মনোযোগ দিয়ে পড়ুন । এই Scholarship সম্বন্ধে তোমাদের মনে যদি কোন প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো ।

Begum Hazrat Mahal Scholarship Scheme কী?

2006 সালের জুন মাসে তৎকালীন প্রধানমন্ত্রী ভারতে অবস্থিত সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণের স্বার্থে একটি 15 দফা কর্মসূচির সূচনা করেন। এই প্রকল্পের মাধ্যমে সংখ্যালঘু পরিবারের মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য একটি প্রাক মাধ্যমিক স্কলারশিপ প্রদানের ঘোষণা করা হয়। এই প্রকল্পের মাধ্যমে ভারতবর্ষের সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুলে পাঠরত সংখ্যালঘু সম্প্রদায়ের সমস্ত ছাত্র-ছাত্রীদের প্রাক মাধ্যমিক স্তরে বৃত্তি প্রদানের ব্যবস্থা করা হয়। এই স্কলারশিপটি পরিচালনা করে থাকে National Scholarship Portal এর অন্তর্গত Ministry of Minority Affairs। এই Scholarship  পোর্টাল এ বিভিন্ন Scholarship  প্রদান করা হয়ে থাকে । আজ আমরা জানতে চলেছি Pre Matric Scholarships Scheme এর সমন্ধে বিস্তারিত তথ্য সমূহ ।

Begum Hazrat Mahal Scholarship Scheme 2022 প্রদানের  উদ্দেশ্য কী?

এই Begum Hazrat Mahal Scholarships Scheme প্রদানের প্রধান উদ্দেশ্য হলো সংখ্যালঘু পরিবারের স্কুল ছুট ছাত্র-ছাত্রীদের পঠন পাঠনের জন্য বিদ্যালয়ে পাঠানো। এছাড়া সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের শিক্ষালাভে ইচ্ছুক করে তোলা এবং শিক্ষা সংক্রান্ত খারচগুলি সরকারি মাধ্যমে বহন করার উদ্দেশ্যে এই Scholarship টি চালু করা হয়েছে। এই Scholarship টি ছাত্র-ছাত্রীদের শিক্ষার ভিত্তি তৈরি করবে এবং আধুনিক প্রতিযোগিতামূলক কর্মসংস্থানের ক্ষেত্রগুলিতে তাদের যোগ্য করে তুলবে। শিক্ষার মাধ্যমে ক্ষমতায়ন – যা এই প্রকল্পের একটি অন্যতম উদ্দেশ্য। ভারতের সংখ্যালঘু সম্প্রদায়গুলোর আর্থসামাজিক দিকগুলো এই প্রকল্পের মাধ্যমে উন্নত হবে।

Begum Hazrat Mahal Scholarship Scheme 2022 Important Dates:-

Begum Hazrat Mahal Scholarships Scheme 2022 Online Application Starting 30/09/2022
Begum Hazrat Mahal Scholarships Scheme 2022 Online Application Closing  16/10/2022

Begum Hazrat Mahal Scholarship Scheme 2022 এর জন্য কারা আবেদন করতে পারবেন ?

ভারতবর্ষের যে কোন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বসবাসকারী প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শুধুমাত্র সংখ্যালঘু পরিবারের (মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন এবং পার্সি) ছাত্র ছাত্রীরা এই Scholarship এর জন্য আবেদন করতে পারবে।

Begum Hazrat Mahal Scholarship Scheme 2022 Eligibility:-

Educational Qualification : –

  • ছাত্রছাত্রীরা তাদের পূর্ববর্তী পরীক্ষায় 50% নম্বর নিয়ে উত্তীর্ণ হলে তারা এই Scholarship এর জন্য আবেদন করতে পারবে।
  • আবেদনকারী ছাত্র বা ছাত্রী কে সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে Class 9থেকে 12 এর মধ্যে পড়তে হবে । 

Family Income  :- 

প্রার্থীদের বার্ষিক পারিবারিক আয় 2 লক্ষ টাকার কম হতে হবে।

Begum Hazrat Mahal Scholarship Scheme 2022 Selection Process:- 

এই Scholarship টি প্রত্যেক বছরের জন্য নির্দিষ্ট এবং সীমিত ছাত্র-ছাত্রীদের দেওয়া হয়। মোট নির্বাচিত প্রার্থীদের মধ্যে 30% স্থান মেয়েদের জন্য সংরক্ষিত থাকে। কোন কারণে মেয়ে ছাত্রীদের সংখ্যা কম হলে সেই স্থানগুলি ছেলে ছাত্রদের দিয়ে পূরণ করা হয়। এখানে পরীক্ষায় প্রাপ্ত নম্বর এর চাইতে শিক্ষার্থীদের পারিবারিক আয়কে বেশি গুরুত্ব দেওয়া হয়। তাই সকলের জন্যই আবেদনের সময় বার্ষিক Income Certificate  প্রদান আবশ্যক। একাধিক ছাত্রছাত্রীদের মধ্যে সমান আয়ের ক্ষেত্রে জন্ম তারিখের ওপর ভিত্তি করে মেরিট লিস্ট প্রকাশ করা হবে। ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্গত যেসমস্ত ছাত্রছাত্রীরা তাদের পুরো পরীক্ষাতে 50% নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছে এবং যাদের পরিবারের Annual Income 2 Lakh টাকার কম তারা সকলেই এই Scholarship এর জন্য আবেদন করতে পারবে।

Begum Hazrat Mahal Scholarship Scheme 2022 Distribution Process:-

National Commission for Minorities Act, 1992 এর দ্বিতীয় বিভাগে ভারতবর্ষের মধ্যে মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন এবং পার্সি এই ৬ টি  ধর্ম সম্প্রদায় কে সংখ্যালঘু হিসেবে চিহ্নিত করা হয়েছে। রেনুয়াল দরখাস্ত ছাড়াও নতুন করে আরও 30 লক্ষ সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের এই স্কলারশিপ প্রকল্পের আওতায় আনা হবে বলে জানানো হয় উক্ত আইনে। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের যে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল গুলি উপরিউক্ত ধর্মসম্প্রদায়গুলি সংখ্যালঘু সেই সমস্ত পরিবারের সমস্ত ছাত্র-ছাত্রীদের কে এই স্কলারশিপের আওতায় নিয়ে আসা হবে।

Begum Hazrat Mahal Scholarship Scheme 2022 এর Scholarship Amount/ Benefits:-

এই Scholarship এর মাধ্যমে ছাত্র-ছাত্রীদের Admission /Tuition Fees এবং  রক্ষণাবেক্ষণের  জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রাথমিক বিদ্যালয় স্তরে যারা বাড়ি থেকে পড়াশোনা করছে তাদের প্রতি মাসে 100 টাকা করে এবং যারা হোস্টেলে থেকে পড়াশোনা করছে তাদের প্রতি মাসে 600টাকা করে দেওয়া হয়। পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল কে প্রতিমাসে 850 টাকা করে দেওয়া হয়। একাদশ শ্রেণি থেকে Phd  পর্যন্ত প্রতি বছরে 5000/6000 টাকা করে স্টাইপেন্ড দেওয়া হয়।

Admission Fees and Tuition Fees Amount  :-

  • Admission Fees বার্ষিক 500 টাকা করে VI থেকে Xশ্রেণী পর্যন্ত।
  • Tution Fees বার্ষিক 350 টাকা করে VI থেকে Xশ্রেণী পর্যন্ত।

Maintenance Fees : – 

  • প্রতি মাসে 100 টাকা করে I থেকে Vশ্রেণি পর্যন্ত।
  •  VI থেকে X – যারা বাড়ি থেকে পড়াশোনা করছে তাদের প্রতি মাসে 100 টাকা করে এবং যারা হোস্টেলে থেকে পড়াশোনা করছে তাদের প্রতি মাসে 600 টাকা করে।

Begum Hazrat Mahal Scholarship Scheme 2022 এর Application Process :- 

এই Scholarship এর জন্য আবেদন শুধুমাত্র Online এই করা যেতে পারে। নিম্নে Step by Step Application Process এর সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করা হলো।

  • National Scholarship Portal এর Official Website ভিসিট করুন।
  • First Time User হলে Fresh registration for academic year 2022-23” নামে একটি Registration Form  আসবে। প্রয়োজনীয় সমস্ত তথ্য গুলি সঠিকভাবে সঠিক জায়গায় পূরণ করে Form টি পূরণ করতে হবে।

  • Form টি পূরণ করা হয়ে গেলে “Register” অপশনটিতে ক্লিক করতে হবে ।

  • এরপরে প্রার্থীদের ব্যক্তিগত তথ্য, বিদ্যালয় সংক্রান্ত তথ্য পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট গুলি আপলোড করতে হবে।
  • একবার মিলিয়ে নিন সমস্ত প্রদয় তথ্য ঠিকঠাক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে নিম্নে থাকা Save and Submit বাটনে ক্লিক করুন।

Begum Hazrat Mahal Scholarship Scheme 2022 তে আবেদনের জন্য Important Documents:-

  • Educational Qualification সম্বন্ধিত Details বা Certificate। 
  • Bank Account সমন্বিত Details
  • আবেদনকালে নিজস্ব Bank Account সমন্বিত Details
  • Aadhar Card না থাকলে বিদ্যালয় থেকে প্রাপ্ত Bonafide Student Certificate । 

Begum Hazrat Mahal Scholarship Scheme 2022 এর Renewal:-  

Begum Hazrat Mahal Scholarship Scheme এর Renewal  প্রার্থীদের জন্য কোন প্রকার মেরিট লিস্ট প্রকাশ করা হবে না। যেসমস্ত ছাত্রছাত্রীরা তাদের গত পরীক্ষাতে 50% নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছে এবং সেই একই বিদ্যালয়ের পঠন পাঠন করছে তাদের আবেদনটি স্বয়ংক্রিয়ভাবেই অনুমোদিত হবে।

Begum Hazrat Mahal Scholarship Scheme 2022 Renewal Process :-

  • Scholarship টি  Renew করার জন্য উপরিউক্ত ওয়েবসাইটের লিঙ্কটিতে ক্লিক করতে হবে।
  • হোম পেজের উপরের দিকে থাকা ‘Login’ অপশনটিতে ক্লিক করতে হবে। ছাত্র-ছাত্রীরা যেই শিক্ষাবর্ষে Renew করতে চায় সেই বর্ষটি সিলেক্ট করতে হবে।
  • এরপরে ছাত্র-ছাত্রীদের নিজের নিজের Application Number এবং Password দিয়ে Log In করতে হবে।
  • এরপরে প্রয়োজনীয় সমস্ত Documents গুলো আপলোড করতে হবে।

Begum Hazrat Mahal Scholarship Scheme 2022 এর টাকা কখন  (Duration) এবং কোন সময়ের জন্য দেওয়া হয় :- 

ছাত্র-ছাত্রীরা বর্তমানে যে Course এ পড়ছে  সেই Course টি সম্পন্ন হওয়া পর্যন্ত বৃত্তি প্রদান করা হবে। সাধারণত আবেদনের কয়েক মাসের মধ্যেই Scholarship Amount Distribute করা হয়ে থাকে।

Begum Hazrat Mahal Scholarship Scheme 2022 আবেদনের জন্য Bank Account সমন্বিত Details:-

  • প্রথমে ব্যাংকের শাখার নামটি সাবধানে সিলেক্ট করে নিতে হবে।
  • এরপরে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটি সঠিক ভাবে দিতে হবে। ব্যাংকের শাখার নাম এবং IFSC কোড টি ব্যাংক কর্তৃপক্ষের থেকে যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে বোর্ড।
  • আবেদনকারীরা ব্যাংক থেকে ‘Know your Customer’ (KYC) এর স্ট্যাটাস চেক করতে পারে। সহজ ট্রানজাকশন এর জন্য ব্যাংক থেকে নিজেদের KYC করে নেওয়ার পরামর্শও দিয়েছে বোর্ড।
  • ছাত্র-ছাত্রীদের ব্যাংক একাউন্টটি অবশ্যই চালু থাকতে হবে।
  • ব্যাংক একাউন্টে টাকা ট্রান্সফারের কোন লিমিট না থাকলে ভালো হয়।
  • ছাত্র-ছাত্রীদের নিজেদের নামে ব্যাংক একাউন্ট অথবা পরিবারের কারও সঙ্গে জয়েন্ট একাউন্ট থাকলেও তারা আবেদন করতে পারবে।
  • ব্যাংক একাউন্ট সংক্রান্ত কোনো তথ্য ভুল হলে স্কলারশিপের আবেদনটি ব্যর্থ হতে পারে।

Begum Hazrat Mahal Scholarship Scheme 2022 Contact Details:-

Email ID:- helpdesk[at]nsp[dot]gov[dot]in 

Phone Number:-0120 – 6619540

Official Website:-https://scholarships.gov.in/

Begum Hazrat Mahal Scholarship Scheme 2022 Important Links:-

Begum Hazrat Mahal Scholarships Scheme 2022 Official Notification Download Link Click Here
Apply Now Click Here
Google News Follow Us
Join Us on Telegram Click Here

FAQ:

1. Minority Scholarship Scheme কী ?

ANS:- এই Scholarship প্রদানের উদ্দেশ্য হল সংখ্যালঘু সম্প্রদায়ের অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদান করা যাতে তারা উচ্চশিক্ষার জন্য আরও ভালো সুযোগ প্রদান করে, উচ্চশিক্ষায় তাদের অর্জনের হার বৃদ্ধি পায় এবং তাদের কর্মসংস্থান বৃদ্ধি পায় ।

2. কোন কোন সম্প্রদায়গুলি সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে পড়ে ?

ANS:- মুসলিম,  শিক, খ্রিস্টান, বৌদ্ধ ,জৈন এবং পার্শি এই 6 টি ধর্মসম্প্রদায় কে  মূলত সংখ্যালঘু হিসেবে চিহ্নিত করা হয়েছে। 

3. NSP Begum Hazrat Mahal Scholarship 2022-23 এ আবেদনের Last Date কবে ?

ANS:– 15/11/2022

4. NSP Begum Hazrat Mahal Scholarships Scheme 2022 Fresh Application গ্রহণ  কবে থেকে শুরু হয়েছে?

ANS:- 31/10/2022

5. Begum Hazrat Mahal Scholarships Scheme 2022 আবেদনের জন্য Official Website কোনটি?

ANS:- https://scholarships.gov.in/ 

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 821

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *