Bharat Electronics Limited (BEL) , Gaziabad সম্প্রতি Apprentice পদের জন্য Recruitment প্রকাশ করেছে। Apprentice Act 1961 অনুসারে Apprenticeships পদে নিয়োগ হতে চলেছে। এই আর্টিকেলে আপনারা জানতে চলেছেন BEL Diploma Apprentice Recruitment এর সম্বন্ধে বিস্তারিত তথ্য সমূহ।
সূচি
BEL Diploma Apprentice Recruitment 2021 Important Dates:-
BEL Diploma Apprentice Recruitment 2021 Application Starting Date | 23/10/2021 |
BEL Diploma Apprentice Recruitment 2021 Application Closing Date | 27/12/2021 |
Daily GK এবং Current Affair এর MCQ প্রশ্ন Practice করার জন্য ক্লিক করুন
BEL Diploma Apprentice Recruitment 2021 এর Vacancy সংখ্যা :-
Post Name | Vacancy |
Mechanical engineering and more | 20 |
Computer science, computer science and more | 20 |
Electronics and Communication Engineering and more | 20 |
Modern office management and secretarial practice | 20 |
BEL Diploma Apprentice Recruitment 2021 এর Education Qualifications :-
প্রার্থীকে অবশ্যই 30 নভেম্বর, 2018 তারিখে বা তার পরে AICTE বা ভারত সরকার কর্তৃক স্বীকৃত সংশ্লিষ্ট শাখায় তাদের ডিপ্লোমা কোর্স পাস করতে হবে।
BEL Diploma Apprentice Recruitment 2021 এ আবেদনের জন্য Age Limit:-
আবেদনকারীর সর্বোচ্চ বয়স 23 বছর হতে পরে। ST,SC,OBC,PWD,PH কেন্দ্র সরকারের নিয়ম অনুসারে ছাড় পাবেন।
Indian Army TGC 135 Recruitment | Application Started From 6th December, Learn more !
BEL Diploma Apprentice Recruitment 2021 এর Salary:-
বিজ্ঞপ্তি অনুসারে, নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে উপবৃত্তি হিসাবে 10,400 টাকা পাবেন।
BEL Diploma Apprentice Recruitment 2021 এর Application Fees:-
Nil
BEL Diploma Apprentice Recruitment 2021 এর Application Process:-
https://bel-india.in/Documentviews.aspx?fileName=Application-form-08-12-2021.pdf থেকে Application Form টি Fill Up করুন এবং Official Address এ পাঠিয়ে দিন ।
BEL Diploma Apprentice Recruitment 2021 এর Selection Process:-
প্রার্থীদের বাছাই করা হবে তাদের ডিপ্লোমায় প্রাপ্ত নম্বরের চূড়ান্ত শতাংশের মেধার ভিত্তিতে।
SBI CBO Recruitment 2021 | 1262 পদে নিয়োগ Apply Online Circle Based Officer পদের জন্য !
BEL Diploma Apprentice Recruitment 2021 এর Important Links:-
Download Official Notification | Click Here |
Apply Now | Click Here |
FAQ:-
BEL Diploma Apprentice Recruitment 2021 এর জন্য আবেদনের Last Date কি?
ANS:- 27/12/2021
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।