Indian Railways চাকরি প্রার্থীদের জন্য নিয়ে এলো সুখবর। এর আগে আমরা আলোচনা করেছিলাম East Coast Railway Apprentice Recruitment 2022 এর সম্বন্ধে বিস্তারিত। আজ আমরা আলোচনা করব Indian Railways কর্তৃক প্রকাশিত BLW Varanasi Apprentice Recruitment 2022 এর সম্বন্ধে বিস্তারিত।
BLW Varanasi Apprentice Recruitment 2022 Important Dates:-
BLW Varanasi Apprentice Recruitment 2022 Online Application Starting | 26/03/2022 |
BLW Varanasi Apprentice Recruitment 2022 Online Application Closing | 26/04/2022 |
BLW Varanasi Apprentice Recruitment 2022 Vacancy সংখ্যা:-
Trade এর নাম | Type | UR | EWS | OBC | SC | ST | Total |
Fitter | ITI | 43 | 11 | 29 | 16 | 08 | 107 |
Non ITI | 12 | 03 | 08 | 05 | 02 | 30 | |
Carpenter | ITI | 02 | 0 | 01 | 0 | 0 | 03 |
Painter | ITI | 02 | 01 | 02 | 01 | 01 | 07 |
Machinist | ITI | 27 | 07 | 18 | 10 | 05 | 67 |
Non ITI | 06 | 02 | 04 | 02 | 01 | 15 | |
Welder | ITI | 19 | 04 | 12 | 07 | 03 | 45 |
Non ITI | 04 | 01 | 03 | 02 | 01 | 11 | |
Electrician | ITI | 29 | 07 | 19 | 11 | 05 | 71 |
Non ITI | 07 | 02 | 05 | 03 | 01 | 18 |
BLW Varanasi Apprentice Recruitment 2022 Eligibility :-
- Non ITI Post গুলির ক্ষেত্রে আবেদনকারীকে ন্যূনতম 50% সহ Madhyamik বা সমমানের Exam পাস করতে হবে।
- ITI Post গুলির ক্ষেত্রে আবেদনকারীকে ন্যূনতম 50% সহ Madhyamik বা সমমানের Exam পাস করতে হবে এবং সঙ্গে আপনি যেই পদের জন্য আবেদন করছেন সেই Trade এ অন্ততপক্ষে পাস করতে হবে।
BLW Varanasi Apprentice Recruitment 2022 এ আবেদনের জন্য Age Limit:-
Non ITI Post গুলির ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে পারে 15 থেকে 22 এর মধ্যে। অপর ক্ষেত্রে ITI যুক্ত Trade গুলির জন্য আবেদনকারীর বয়স হতে হবে 15 থেকে 22 এর মধ্যে।
BLW Varanasi Apprentice Recruitment 2022 এর Application Fees:-
আবেদনকারীকে প্রয়োজনীয় Application Fees Online মাধ্যমে তথা Credit Card /Debit Card /Netbanking এর মাধ্যমে প্রদান করতে হবে। Category অনুযায়ী প্রয়োজনীয় Application Fees নিম্নে চার্ট এর মাধ্যমে বর্ণনা করা হলো।
Category | Application Fees in INR |
General / OBC / EWS | 100 |
SC / ST /PH/Female | 0 |
Bank of Baroda Receivables Manager Recruitment 2022 : Notification Out for 159 Posts, Salary Upto 90,000 Learn More in Bengali !
BLW Varanasi Apprentice Recruitment 2022 Salary :-
ভারত সরকার নির্ধারিত Apprenticeship এর Salary অনুযায়ী চাকরিপ্রার্থীদের Salary প্রদান করা হবে।
BLW Varanasi Apprentice Recruitment 2022 এর Application Process:-
- সর্বপ্রথম ভিজিট করুন এই Recruitment এর Official Website blw.indianrailways.gov.in ।
- Homepage থেকে Career বা Recruitment Section এ ক্লিক করুন।
- Banaras Locomotive Works Apprentice” Notification টি বেছে নিন।
- Application Form টি পূরণ করুন যথাযথ তথ্য সহকারে ও Application Form টি Submit করুন।
- এবার Application Form টি Download করুন এবং প্রয়োজনে Print Out কপি বের করুন।
BLW Varanasi Apprentice Recruitment 2022 এর আবেদনের জন্য Important Documents:-
তেমন কিছু জানানো হয়নি।
BLW Varanasi Apprentice Recruitment 2022 এর Selection Process:-
সমস্ত আবেদনকারীদের Merit এর ভিত্তি করে একটি List প্রস্তুত করা হবে এবং Prrsonal Interview এর মাধ্যমে আবেদনকারীদের Recruit করা হবে।
BLW Varanasi Apprentice Recruitment 2022 এর Important Links:-
BLW Varanasi Apprentice Recruitment 2022 Official Notification Download | Click Here |
Apply Now | Click Here |
Google News | Follow Us |
Paschim Medinipur Asha Recruitment 2022 | শুরু হয়ে গেছে Asha Karmi নিয়োগ, কেমন করে আবেদন করবেন !
FAQ:-
1. BLW Varanasi Apprentice Recruitment 2022 Official Website কি?
2. BLW Varanasi Apprentice Recruitment 2022 এর জন্য আবেদন এর Starting Date কি?
ANS:- 26/03/2022
3. BLW Varanasi Apprentice Recruitment 2022 Last Date কি?
ANS:- 26/04/2022
4. কতো গুলো Vacancy তে নিয়োগ করা হবে BLW Varanasi Apprentice Recruitment 2022 এর মাধ্যমে ?
ANS:-374
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।