Border Roads Organization (BRO) এর চাকুরী ভারতবর্ষের এক খুব গুরুত্বপূর্ণ ও সম্মানীয় চাকরি যার মাধ্যমে চাকরিপ্রার্থীরা খুব সহজেই দেশের সেবা করতে পারে। আজ আমরা এই ধরণেরই চাকরির ভেকেন্সি সম্পর্কে ডিটেইলস এ আলোচনা করতে চলেছি , আশা করি আজকের আর্টিকেল এর মাধ্যমে আপনাদের হেল্প অনেকটাই হবে।
সূচি
BRO Recruitment 2021 এর Important Dates :-
Application Starting Date and Time | 03/12/2021 |
Application Closing Date and Time | 18/01/2022 |
Daily GK এবং Current Affair এর MCQ প্রশ্ন Practice করার জন্য ক্লিক করুন
BRO Recruitment 2021 এর Vacancy সংখ্যা:-
সম্পূর্ণ ভ্যাকেন্সি সংখ্যা 354 টি,Vacancy এর Category অনুসারে Details এ জনার জন্য নিম্নে প্রদান করা চার্ট টি দেখুন।
Post/Trade | Category | ||||||
UR | SC | ST | OBC | EWS | Total | ||
Multi Skilled Worker Painter | 0 | 6 | 2 | 22 | 3 | 33 | |
Multi Skilled Worker Mess Waiter | Current | 7 | 3 | 0 | 0 | 1 | 11 |
Back Log | 0 | 1 | 0 | 0 | 0 | 1 | |
Total | 7 | 4 | 0 | 0 | 1 | 12 | |
Vehicle Mechanic | 121 | 51 | 28 | 64 | 29 | 293 | |
Driver Mechanical Transport (OG) | 8 | 0 | 7 | 0 | 1 | 16 | |
Total | 136 | 61 | 37 | 86 | 34 | 354 |
BRO Recruitment 2021 এর Educational Qualifications বা Work Experience:-
আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে সরকার অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে। বিশদে জানার জন্য Download Link এ গিয়ে ক্লিক করুন।
BRO Recruitment 2021 এর Age Limit:-
আবেদনকারীর নূন্যতম বয়স 18 ও সর্বোচ্চ বয়স 27 বছর হতে পরে। তাছাড়া ST/SC/PWD আবেদনকারীরা 5 বছর ও OBC অন্তর্ভুক্ত আবেদনকারীরা 3 বছর ছাড় পাবেন।
BRO Recruitment 2021 এর Salary:-
সমস্ত পোস্ট এরই Salary 18,000 থেকে 92,300 পর্যন্ত হতে পারে।
BRO Recruitment 2021 এর Application Fees:-
Online এ General ও OBC অন্তর্ভুক্ত আবেদনকারীদের জন্য 50 টাকা প্রদান করতে হবে ও ST/SC আবেদনকারীদের কোন টাকা লাগবে না।
Indian Airforce Recruitment 2021| ARCAT Fresh 317 Vacancy Apply Now
BRO Recruitment 2021 এর Application Process:-
সমগ্র ভারতের নাগরিকরা Vacancy এর জন্য আবেদন করতে পারবেন অনলাইনে Official Website http://www.bro.gov.in/ এর মাধ্যমে 3rd January,2021 এর মধ্যে।
BRO Recruitment 2021 এর Selection Process:-
আবেদনকারীদের যথাক্রমে Written Exam, Physical Efficiency Test, Practical/Trade Test, Documents Verification ও Medical Examination এর মাধ্যমে নিয়োগ করা হবে।
BRO Recruitment এর Important Links:-
Official Notice Download Link | Click Here |
Apply Online | Click Here |
GMCH Chandigarh Recruitment 2021 | 162 টি Fresh Vacancy তে নিয়োগ, জানুন আবেদন প্রক্রিয়া
FAQ :-
1. BRO Recruitment এর আবেদনের Starting Date কি?
ANS:- 03/12/2021
2. BRO Recruitment এর আবেদনের Last Date কি?
ANS:- 03/01/2022
3. কত গুলো Vacancy এর জন্য BRO Recruitment জারি করা হয়েছে?
ANS:- 354 টি
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।