ভারতের সীমান্ত সুরক্ষা বাহিনী তথা BSF চাকুরী প্রত্যাশী প্রার্থীদের জন্য বয়ে নিয়ে এলো সুখবর। সম্প্রতি Directorate General Border Security Force (BSF) এ একাধিক Head Constable পদের Recruitment এর জন্য এক Notice জারি করেছে। যদি আপনিও BSF Recruitment 2022 এর জন্য আবেদন করতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ আর্টিকেলটি ভালোভাবে পড়ুন । যদি কোনোরকম সমস্যা অথবা জিজ্ঞাসা থাকে তাহলে আমাদের সোশ্যাল মিডিয়াতে বা কমেন্ট সেকশনে জানাতে পারেন।
BSF Head Constable Recruitment 2022 Overview:-
Recruiting Organization | Border Security Force |
Post Name | Head Constable |
Vacancies | 1635 |
Salary | 81100 |
Job Location | All India |
Last Date | 19/09/2022 |
Mode of Application | Online |
Official Website | rectt.bsf.gov.in |
BSF Head Constable Recruitment 2022 Important Dates:-
BSF Head Constable Recruitment 2022 Online Application Staring | 20/08/2022 |
BSF Head Constable Recruitment 2022 Online Application Closing | 19/09/2022 |
BSF Head Constable Recruitment 2022 Vacancy সংখ্যা:-
Post | Vacancy |
Assistant Sub-Inspector (Steno) | 11 (ST-11) |
Head Constable (Ministerial) | 312 (UR-154, SC-38, ST-14, EWS-41, OBC-65) |
Head Constable (Radio Operator) | 982 (UR-321, EWS-420, SC-131, ST-110) |
EWS-420, SC-131, ST-110)Head Constable (Radio Mechanic) | 330 (UR-43, EWS-61, OBC-100, SC-77, ST-49) |
Total | 1635 |
BSF Head Constable Recruitment 2022 Eligibility:-
Educational Qualification:-
- Assistant Sub-Inspector (Steno):- আবেদনকারীকে যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম Higher Secondary পাস করতে হবে এবং সঙ্গে Stenographer এর জন্য প্রয়োজনীয় Qualification থাকতে হবে।
- Head Constable (Ministerial):- আবেদনকারীকে যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম Higher Secondary পাস করতে হবে।
- Head Constable (Radio Operator):- আবেদনকারীকে যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম Higher Secondary পাস করতে হবে এবং সঙ্গে Radio Mechanical এ ITI পাস করতে হবে।
BSF Head Constable Recruitment 2022 আবেদনের জন্য Age Limit:-
19/09/2022 এর হিসাব অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 25 এর মধ্যে।
BSF Head Constable Recruitment 2022 Application Fees:-
Not Applicable
BSF Head Constable Recruitment 2022 Application Process:-
- সর্বপ্রথম ভিজিট করুন এই Recruitment এর Official Website https://rectt.bsf.gov.in/ ।
- Homepage থেকে Career বা Recruitment Section এ ক্লিক করুন।
- Notification টি বেছে নিন।
- Application Form টি পূরণ করুন যথাযথ তথ্য সহকারে ও Application Form টি Submit করুন।
- এবার Application Form টি Download করুন এবং প্রয়োজনে Print Out কপি বের করুন।
BSF Head Constable Recruitment 2022 Selection Process:-
চারটি পর্যায়ের সম্পূর্ণ হবে BSF Head Constable Recruitment 2022 যথা:-
- Written Exam
- Physical Efficiency and Measurement Test (PE&MT)
- Document Verification
- Medical Examination
BSF Head Constable Recruitment 2022 Physical Standard:-
Category | Height in CM | Chest in CM |
Male | 168 | 80-85 |
Female | 157 |
BSF Head Constable Recruitment 2022 Important Links:-
BSF Head Constable Recruitment 2022 Official Notification Download Link | Click Here |
Apply Now | Click Here |
Google News | Follow Us |
Join Us on Telegram | Click Here |
FAQ:-
BSF Head Constable Recruitment 2022 এর Application Starting Date কি?
ANS:- 20/08/2022
BSF Head Constable Recruitment 2022 এর Application Last Date কি?
ANS:- 19/09/2022
3. কতো গুলো Vacancy তে নিয়োগ করা হবে BSF Head Constable Recruitment 2022 এর মাধ্যমে?
ANS:- 1635
4. BSF Head Constable Recruitment 2022 Official Website কোনটি?
ANS:- rectt.bsf.gov.in
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।