বেশ কিছুদিন হয়ে গেছে আমরা আমাদের ওয়েবসাইটে চাকুরী প্রার্থীদের জন্য নতুন নতুন Vacancy সম্বন্ধে আলোচনা করছি। ইতিমধ্যে অনেকে রিকুয়েস্ট পেয়েছে Banking Sector সংলগ্ন Vacancy সম্বন্ধে এক Recruitment এর সম্বন্ধে আলোচনার জন্য। আপনাদের কথা রাখতেই আজকে আমরা নিয়ে এসেছি সম্ভবত এই বছরের অন্তিম Banking Sector সংলগ্ন Vacancy Central Bank of India Specialist Officer Recruitment 2021 এর সম্বন্ধে।
সূচি
Central Bank of India Specialist Officer Recruitment 2021 এর Important Dates:-
Application Starting Date and Time | 23 November, 2021 |
Application Closing Date and Time | 17 December, 2021 |
Downloading of Call Letters for Test | 11 January, 2021 |
Tentative Date of On-line Examination* | 22 January, 2021 |
Daily GK এবং Current Affair এর MCQ প্রশ্ন Practice করার জন্য ক্লিক করুন
Central Bank of India Specialist Officer Recruitment 2021 এর Vacancy সংখ্যা:-
Category | Scale | SC | ST | OBC | EWS | GEN/UR | Total |
Economist | V | 0 | 0 | 0 | 0 | 1 | 1 |
Income Tax Officer | V | 0 | 0 | 0 | 0 | 1 | 1 |
Information Technology | V | 0 | 0 | 0 | 0 | 1 | 1 |
Data Scientist | IV | 0 | 0 | 0 | 0 | 1 | 1 |
Credit Officer | III | 1 | 0 | 2 | 1 | 6 | 10 |
Data Engineer | III | 1 | 0 | 2 | 1 | 7 | 11 |
IT Security Analyst | III | 0 | 0 | 0 | 0 | 1 | 1 |
IT SOC Analyst | III | 0 | 0 | 0 | 0 | 2 | 2 |
Risk Manager | III | 0 | 0 | 1 | 0 | 4 | 5 |
Technical Officer (Credit) | III | 0 | 0 | 1 | 0 | 4 | 5 |
Financial Analyst | II | 3 | 1 | 5 | 2 | 9 | 20 |
Information Technology | II | 2 | 1 | 4 | 1 | 7 | 15 |
Law Officer | II | 3 | 1 | 5 | 2 | 9 | 20 |
Risk Manager | II | 1 | 0 | 2 | 1 | 6 | 10 |
Security | II | 0 | 0 | 0 | 0 | 3 | 3 |
Security | I | 1 | 0 | 2 | 0 | 6 | 9 |
Total | 12 | 3 | 24 | 8 | 68 | 115 |
Swami Vivekananda Scholarship 2021 এর Eligibility Criteria, Scholarship Amount, Last Date?
Central Bank of India Specialist Officer Recruitment 2021 এর Educational Qualifications and Work Expreience :-
- Economist/AGM-Scale V:- Ph.D. ডিগ্রী থাকতে হবে Economics, Banking, Commerce, Economic Policy and Public Policy এ ও সহ পাঁচ বছরের ন্যূনতম কাজের অভিজ্ঞতা থাকতে হবে PSU Bank এ।
- Income Tax Officer Scale V:- চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ডিগ্রী পাস করতে হবে এক বছরের প্রচেষ্টায় এবং সঙ্গে কাজের অন্ততপক্ষে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।
- Information Technology Scale V:- Masters বা Bachelor Degree Enginnering বা Computer Application এ Masters বা Bachelor Degree Data Analystics /AI & ML/Digital/Internet Technology Degree থাকতে হবে , মনে রাখবেন সব Degree কিন্তু Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই হতে হবে সঙ্গে অন্ততপক্ষে 10-12 বছর এর অভিজ্ঞতা থাকতে হবে।
- Data Scientist / CM – Scale IV: Statistics/Econometrics /Math/ Finance/Economics/Computer Science এ Post Graduation বা Computer Science/ IT তে B.E/B.Tech Degree থাকতে হবে এবং নিজের কর্মে অন্ততপক্ষে 8 থেকে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- IT Security Analyst/SM – Scale III – Engineering Graduate Degree থাকতে হবে Computer Science/IT/ECE/MCA/M.Sc (IT)/M.Sc (Computer Science) বিষয়ে এবং সঙ্গে 6 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- IT SOC Analyst/SM – Scale III – Computer Science/ IT/ECE or MCA/M.Sc (IT),M.Sc(Computer Science) বিষয়ে Graduate হতে হবে এবং অন্ততপক্ষে 6 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- Risk Manager / SM – Scale III – Finance / Banking এ MBA বা Post Graduation বা Finance / Banking এ Graduation বা Finance / Banking এ Post Graduation Degree থাকতে হবে এবং সঙ্গে কাজে অন্ততপক্ষে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- Technical Officer(Credit) / SM – Scale II – Civil/Mechanical/Production/Metallurgy/Textile/Chemical এ Graduation ডিগ্রি থাকতে হবে 3 বছরের অভিজ্ঞতা সহ।
- Financial Analyst / Manager – Scale II Chartered Accountants of India বা Institute of Cost and Works Accounts of India (ICWAI) তে MBA পাশ হতে হবে ও 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- Information Technology / Manager – Scale II Coumpter Science /Computer Application /Information Technology Electronics / Electronics and Telecommunication / Electronics/ Communication / Electronics and Electronics and Instrumentation. সহ IT তে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- Law Officer / Manager – Scale II A Bachelor Degree in Law (LLB) পাস হতে হবে ।
- Risk Manager / Manager – Scale II MBA/Post Graduate Diploma Banking / Finance /Post Graduate Statistics/Math/ Post Graduate Diploma Degree Banking & Finance এ এবং সঙ্গে অন্ততপক্ষে 60% নম্বর পেতে হবে ।
- Security/ Manager – Scale II Graduate পাশ হতে হবে কাজের 5 বছর এর অভিজ্ঞতা সহ ।
- Security / AM – Scale I – Graduate পাশ হতে হবে কাজের 5 বছর এর অভিজ্ঞতা সহ ।
Central Bank of India Specialist Officer Recruitment 2021 এর আবেদনের জন্য Age Limit :-
- Economist – অন্ততপক্ষে 30 বছর, অধিকতম 45 বছর ।
- Income Tax Officer -অন্ততপক্ষে 35 বছর অধিকতম 45 বছর ।
- Information Technology – অন্ততপক্ষে 35 বছর অধিকতম 50 বছর ।
- Data Scientist -অন্ততপক্ষে 28 বছর অধিকতম 35 বছর ।
- Credit Officer – অন্ততপক্ষে 26 বছর অধিকতম 34 বছর ।
- Data Engineer – অন্ততপক্ষে 26 বছর অধিকতম 35 বছর ।
- IT Security Analyst – অন্ততপক্ষে 26 বছর অধিকতম 40 বছর ।
- IT SOC Analyst – অন্ততপক্ষে 26 বছর অধিকতম 40 বছর ।
- Risk Manager – অন্ততপক্ষে 20 বছর অধিকতম 35 বছর ।
- Technical Officer(Credit)- অন্ততপক্ষে 26 বছর অধিকতম 34 বছর ।
- Financial Analyst, Information Technology, Law Officer, Risk Manager – অন্ততপক্ষে 20 বছর অধিকতম 35 বছর ।
- Security -অন্ততপক্ষে 26 বছর অধিকতম 45 বছর ।
Central Bank of India Specialist Officer Recruitment 2021 এর Salary :-
GRADE/SCALE | SCALE OF PAY |
JMG SCALE I | 36000-1490(7)-46430-1740(2)-49910-1990(7)-63840 |
MMMG SCALE II | 48170-1740(1)-49910-1990(10)-69810 |
MMG SCALE III | 63840-1990(5)-73790-2220(2)-78230 |
SMG SCALE IV | 76010-2220(4)-84890-2500(2)-89890 |
TMG SCALE V | 89890-2500(2)-94890-2730(2)-100350 |
Public Health Manager Vacancy 2021 | Fresh 67 টি পদে নিয়োগ , জানুন বিস্তারিত
Central Bank of India Specialist Officer Recruitment 2021 এর Application Fees :-
Category | Application fee/ Intimation Charges |
ST/SC | Rs.175/-+GST |
All Other Candidates | Rs. 850/-+GST |
Central Bank of India Specialist Officer Recruitment 2021 এর Application Process :-
https://ibpsonline.ibps.in/cbiosvsnov21/ ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার Fresh আবেদনপত্র সাবমিট করতে পারবেন।
Central Bank of India Specialist Officer Recruitment 2021 এর Selection Process:-
অনলাইনে লিখিত পরীক্ষা এবং ব্যক্তিগত সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচন হবে। শুধুমাত্র সন্তুষ্ট যোগ্যতার নিয়মগুলি একজন প্রার্থীকে পরীক্ষা বা সাক্ষাত্কারের জন্য ডাকার অধিকার দেয় না।
Central Bank of India Specialist Officer Recruitment 2021 এর Official Notice Download Links:-
Indian Airforce Recruitment 2021| ARCAT Fresh 317 Vacancy Apply Now
FAQ:-
1. Central Bank of India Specialist Officer Recruitment 2021 এর জন্য কীভাবে আবেদন করবেন ?
ANS :- আগ্রহী প্রার্থীরা 23 নভেম্বর থেকে 17 ডিসেম্বর 2021 পর্যন্ত অনলাইন মোডের মাধ্যমে আবেদন জমা দিতে পারেন। আবেদনের অন্য কোনো মোড গ্রহণ করা হবে না।
2. Central Bank of India Specialist Officer Recruitment 2021 এর জন্য প্রয়োজনীয় যোগ্যতা কী ?
ANS :- Graduation/Post Graduation/Ph.D./CA/CFA/ACMA.
3. Central Bank of India Specialist Officer Recruitment 2021 এর অনলাইন আবেদনের শেষ তারিখ কী?
ANS :- 17 December 2021.
4. Central Bank of India Specialist Officer Recruitment 2021 এর জন্য অনলাইন আবেদনের শুরুর তারিখ কী?
ANS :- 23 November 2021.
5. Central Bank of India Specialist Officer Recruitment 2021 এর মাধ্যমে কতগুলি শূন্যপদ নিয়োগ করা হবে?
ANS :- 115
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।