Central Ground Water Board (CGWB) কেন্দ্রীয় সরকারের এক গুরুত্বপূর্ণ সংস্থা6 যা ভারতবর্ষের জল সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে রক্ষণাবেক্ষণ করে থাকে। সম্প্রতি কেন্দ্র সরকারের এই সংস্থা 70 এর ও বেশী পদের জন্য Recruitment প্রকাশ করেছে। আজকের আর্টিকেল এর মাধ্যমে আমরা জানতে চলেছি CGWB Driver Recruitment 2022 এর সম্বন্ধে বিস্তারিত।
CGWB Driver Recruitment 2022 Important Dates :-
Mid Eastern Offline Application Starting | 25/12/2021 |
Mid Eastern Offline Application Closing | 07/02/2022 |
North Western Offline Application Starting | 25/12/2021 |
North Western Offline Application Closing | 21/02/2022 |
South Western Offline Application Starting | 13/01/2022 |
South Western Offline Application Closing | 31/01/2022 |
Daily GK এবং Current Affair এর MCQ প্রশ্ন Practice করার জন্য ক্লিক করুন
CGWB Driver Recruitment 2022 Vacancy সংখ্যা :-
Zone | Vacancy |
Mid Eastern | 24 |
North Western | 24 |
South Western | 24 |
CGWB Driver Recruitment 2022 এর Educational Qualifications:-
- আবেদনকারীকে অবশ্যই Madhyamik পাস হতে হবে এবং Heavy Vehicle চালানোর Valid License থাকতে হবে।
- Driving Licence সহ আবেদনকারীর অন্তত 3 বছর Heavy Vehicle চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।
- আবেদনকারীর Motor Vehicle Mechanism সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে এবং Hindi, English ভাষা সম্বন্ধে Basic Knowledge থাকতে হবে ।
RRC CR Apprentice Recruitment 2022 in Bengali | Apply Online for 2422 Vacancies !
CGWB Driver Recruitment 2022 এ আবেদনের জন্য Age Limit:-
উপরে উল্লেখিত সমস্ত পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 27 এর মধ্যে।
CGWB Driver Recruitment 2022 এর Salary:-
Pay Level 2 অনুসারে 19900 থেকে 63200 টাকা প্রতিমাসে প্রার্থীরা বেতন পেতে পারে।
CGWB Driver Recruitment 2022 এর Application Process:-
- এই Recruitment এর জন্য আবেদন Offline এ করতে হবে। নিম্নে উল্লেখিত পদ্ধতি অবলম্বন করে আপনি আপনার আবেদনপত্র জমা দিতে পারবেন।
- ভিসিট করুন CGWB এর Official Website http://cgwb.gov.in/ এর Recruitment Page
- আপনি যেই Zone এর জন্য আবেদন করতে চাইছেন সেই Notice টি Download করুন।(আপনারা চাইলে Application Form Download সেকশন থেকে Download করতে পারবেন)।
- সেই Application Form টি Print Out কপি বের করুন।
- প্রয়োজনীয় তথ্য সহকারে Application Form টি পূরণ করুন।
- Photo সহ অন্যান্য গুরুত্বপূর্ণ Documents অ্যাটাচ করুন এবং নিম্নে বর্ণনা করা Zone নির্ধারিত Address এ পোষ্ট এর মাধ্যমে পাঠিয়ে দিন।
BEL Recruitment 2022 in Bengali, Online Applications for 247 New Vacancies, Salary up to Rs 55,000 !
CGWB Driver Recruitment 2022 Application Submission এর নির্ধারিত Address:-
- Mid Eastern :- Regional Director, CGWB, Mid Eastern Region, 6th & 7th Floor, Lok Nayak Jai Prakash Bhawan, Dak Bungalow, Patna-800001.
- North Western :-Regional Director, CGWB, North Western Region, Bhujal Bhawan, 3B, Sector 27A, Chandigarh- 160019
- South Western:-Regional Director, CGWB, South Western Region, Bhuja Bhawan, 27th Main, 7th Cross, HSR Layout Sector-1, Bengaluru- 560102
CGWB Driver Recruitment 2022 Application Submission এর Selection Process:-
মূলত কর্মদক্ষতা এবং Motor Vehicle Mechanism এর দক্ষতা যাচাই করে প্রার্থীদের নিয়োগ করা হবে ।
CGWB Driver Recruitment 2022 Important Link:-
Mid Eastern Official Application Form Download | Click Here |
North Western Official Application Form Download | Click Here |
South Western Official Application Form Download | Click Here |
Official Website | Click Here |
IOCL Apprentice 2022 For 1196 Posts : Across India, Apply @iocl.com
FAQ:-
1. কত গুলো Vacancy তে নিয়োগ হবে এর মাধ্যমে?
ANS:- 72 টি
কোন Website থেকে আবেদনের Form Download করতে পারবেন?
ANS:-http://cgwb.gov.in/
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।