সম্প্রতি CTET December, 2021 পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে । প্রায় প্রতি বছর সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শ্রেণীর জন্য শিক্ষক নিয়োগের জন্য CTET Exam পরিচালনা করা হয় । CTET Exam প্রতিবছর অন্তর 2 বার নেওয়া হয় যেখানে ভারতের সমস্ত রাজ্যের লক্ষাধিক প্রার্থী অংশগ্রহণ করেন । এবছরের অর্থাৎ 2021 সালের CTET 2021 December Exam এর Admit Card প্রদানের সম্ভাব্য তারিখ প্রকাশ করা হয়েছে । কিভাবে CTET 2021 December Exam এর Admit Card Download করবেন সাথে Exam Schedule নিম্নে বিস্তারিত আলোচনা করা হয়েছে ।
CTET 2021 December Exam এই বছর থেকে Online Mode এ পরিচালিত হবে । এই বছরের CTET 2021 December Exam অনুষ্ঠিত হবে 16th December, 2021 থেকে 13th January, 2022 পর্যন্ত ৷ CTET 2021– এর সমস্ত আবেদনকারীরা এই মুহূর্তে যারা CTET December Exam এর জন্য প্রস্তুতি নিচ্ছেন একটু হয়তো চিন্তায় রয়েছেন যে তাদের CTET Exam Admit Card কবে থেকে Download হবে । কারণ কিছুদিন আগের ctet.nic.in এ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী বলা হয়েছিল CTET Exam Admit Card চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে দেওয়া হবে ।
এবার CTET এর Exam 2021 হতে চলেছে Online এ , জানুন বিস্তারিত
আগামী 16 তারিখ থেকে পরীক্ষা কিন্তু এখনো পর্যন্ত পরীক্ষার্থীরা Admit Card Download করতে পারেননি তবে CBSE-এর কর্মকর্তারা বলেছেন খুব শীঘ্রই, তারা CTET 2021 December Exam এর Admit Card Download করার জন্য একটি লিঙ্ক তাদের অফিসিয়াল ওয়েবসাইটে সক্রিয় করবেন । আপনাদের সুবিধার্থে নিম্নে CTET 2021 December Exam এর Admit Card Download process সহ সরাসরি লিঙ্ক প্রদান করা হলো ।
সূচি
CTET Admit Card 2021 এর Admit Card Download Link:-
সম্প্রতি প্রদত্ত CTET Admit Card 2021 Download করার জন্য নিম্নে প্রদান করা Highlight লিংকে ক্লিক করুন।
CTET Admit Card 2021 এর Admit Card Download Process:-
- সর্বপ্রথমে CTET এর অফিসিয়াল ওয়েবসাইট ctet.nic.in ক্লিক করতে হবে ।
- তারপর, “ CTET Admit Card Download 2021 (Serve -1)” অথবা “ CTET Admit Card Download 2021 (Serve – 2)” এই লিংকগুলোতে ক্লিক করতে হবে ।
- তারপর, আপনার কিছু তথ্য যেমন- Application No, Date of Birth (DD/MM/YYYY ফরম্যাটে) এবং Password প্রদান করুন ।
- তারপর, “CTET Admit Card Download 2021” ট্যাবে ক্লিক করতে হবে ।
- এই পর্যায়ে আপনার CTET 2021 পরীক্ষার জন্য Admit Card টি ডাউনলোড করে নিয়ে প্রিন্ট করে নিতে হবে ।
Daily GK এবং Current Affair এর MCQ প্রশ্ন Practice করার জন্য ক্লিক করুন
CTET Admit Card 2021 এর Time Schedule:-
কর্মসূচী | সময় | |
পরীক্ষার হলে প্রবেশ করতে হবে | 7.30 am | 12.30 pm |
Admit Card চেক করা হবে | 09.00 am – 09.15 am | 02.00 pm – 02.15 pm |
Computer চেক করা হবে | 09.15 am | 02.15 pm |
পরীক্ষার হলে প্রবেশ করার শেষ সময় | 09.30 am | 02.30 pm |
পরীক্ষা শুরু | 09.30 am | 02.30 pm |
পরীক্ষা শেষ | 12.00 Noon | 05.00 pm |
CTET Exam 2021 এর কিছু Important Rules:-
- প্রত্যকে পরীক্ষার্থীকে আরোগ্য সেতু অ্যাপ ব্যবহারের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে ।
- পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীকে অবশ্যই মাস্ক পরতে হবে ।
- পরীক্ষার সময় সামাজিক দূরত্বের নিয়মগুলি অনুশীলন করতে হবে ।
- পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে যথাযথ স্ক্রীনিং এর মধ্য দিয়ে যেতে হবে ।
CTET Exam 2021 সেন্টারে কি কি নিয়ে যাবেন ?
- CTET Admit Card
- একটি পাসপোর্ট সাইজ ছবি ।
- পরিচয়ের প্রমানপত্র হিসেবে (প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড) ।
- নীল বা কালো বল পয়েন্ট পেন ।
CTET Exam 2021 পরীক্ষার সেন্টারে কি কি নিয়ে যেতে পারবেন না ?
- বই, নোট, কাগজের বিট, জ্যামিতি/পেন্সিল বক্স, প্লাস্টিক পাউচ, পেন্সিল পাউচ, পেন্সিল, স্কেল, লগ টেবিল, রাইটিং প্যাড, ইরেজার, কার্ডবোর্ড ।
- ইলেকট্রনিক্স ডিভাইস, ঘড়ি, হাত ঘড়ি, ওয়ালেট, গগলস, হ্যান্ডব্যাগ, মোবাইল ফোন, ইয়ারফোন, মাইক্রোফোন, ক্যামেরা, পেন-ড্রাইভ, পেজার, ব্লুটুথ ডিভাইস, ক্যালকুলেটর, ডেবিট/ক্রেডিট কার্ড, ইলেকট্রনিক পেন/স্ক্যানার, জলের বোতল, খাদ্য এবং পানীয় ।
CTET Exam 2021 December এর Guidelines :-
- পরীক্ষার্থীকে পরীক্ষা শুরুর 2 ঘণ্টা আগে প্রার্থীদের পরীক্ষা কেন্দ্রে রিপোর্ট করতে হবে ।
- পরীক্ষার্থীকে শুধুমাত্র নীল/কালো বলপয়েন্ট পেন ব্যবহার করতে হবে ।
- পরীক্ষার পুস্তিকা এবং OMR Sheet এ বেশি লেখা/কাটা কঠোরভাবে নিষিদ্ধ ।
- প্রার্থীকে তথ্য বুলেটিনে উল্লিখিত নির্দেশাবলী কঠোরভাবে অনুসরণ করতে হবে ।
- ডায়াবেটিস রোগীদের জন্য, তারা চিনির ট্যাবলেট/ফল এবং স্বচ্ছ পানির বোতলের মতো খাদ্যদ্রব্য বহন করতে পারবেন কিন্তু পরীক্ষার্থীদের পরীক্ষার সেন্টারে প্যাকেটজাত খাবার বহন করার অনুমতি দেওয়া হয়নি ।
FAQ:-
1. কোন ওয়েবসাইট থেকে CTET Admit Card Download করতে পারবেন?
ANS:- ctet.nic.in
2. কবে CTET December Exam নেওয়া হবে ?
ANS:- 16 December থেকে 13 January পর্যন্ত
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।