CTET একটি National Level Exam যা প্রধানত Central Board of Secondary Education এর পক্ষ থেকে নেওয়া হয় । অনেকেরই স্বপ্ন থাকে শিক্ষক হিসাবে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করা, আপনার এই স্বপ্ন পূরণ করতে পারে CTET Exam । ইতিমধ্যে শুরু হয়ে গেছে CTET Exam এর Application Process । আজ আমরা বিস্তারিত জানতে চলেছি CTET Exam সম্বন্ধে এবং সাথে CTET Exam 2021 এরও বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সমূহ ।
সূচি
CTET Exam 2021 কি?
CBSC বোর্ড The Central Teacher Eligibility Test (CTET) বছরে 2 বার গ্রহণ করে থাকে । এই পরীক্ষা পাসের মাধ্যমে আপনি কেন্দ্রীয় সরকারের সমস্ত স্কুলের প্রথম শ্রেণী থেকে অষ্টম যেকোনো শ্রেণীর শিক্ষকতার যোগ্যতা অর্জন করতে পারবেন ।
Daily GK এবং Current Affair এর MCQ প্রশ্ন Practice করার জন্য ক্লিক করুন
CTET Exam 2021 এর Important Dates:-
অফিশিয়াল নোটিশ অনুসারে আগামী 16.12.2021 থেকে 13.01.2022 তারিখের মধ্যে হতে চলেছে CTET Exam (সঠিক তারিখ এডমিট কার্ড প্রদানের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে) । প্রথাগতভাবে CTET Offline Exam হলেও এইবার এই পরীক্ষা হতে চলেছে Online এ CBT (Computer Based Test) এর মাধ্যমে । এইবার 20 টি ভাষার মাধ্যমে সম্পূর্ণ ভারতবর্ষে এই পরীক্ষা নেওয়া হবে ।
Event | Date |
Application এর সময়কাল | 20 September- 19 October 2021 |
পেমেন্ট এর Last Date | 20 October, 2021 |
Admit Card Download | December এর প্রথম সপ্তাহ |
CTET Exam 2021 | 16 December , 2021-13 January, 2022 |
Official Answer Key Download | January , 2022 |
Final Answer Key | February , 2022 |
Result | 15 February , 2022 |
Medhavi Scholarship 2021 কেমন করে আবেদন করবেন ? জানুন সমস্ত প্রয়োজনীয় তথ্য
CTET 2021 এর Eligibility Criteria:-
- আবেদনকারীকে অন্তত পক্ষে উচ্চমাধ্যমিক পাস থাকতে হবে ।
- আবেদনকারীর D.El.Ed কোর্স থাকা বাধ্যতামুলক ।
- উচ্চমাধ্যমিক পরীক্ষাতে ন্যূনতম 45% নম্বর পেতে হবে ।
- Elementary Teacher হওয়ার জন্য আবেদনকারির Graduation এ নুন্যতম 45% নম্বর এবং এর সঙ্গে উচ্চমাধ্যমিকে 50% নম্বর থাকা বাধ্যতামূলক ।
CTET 2021 Exam এর Fees:-
Category | Application Process |
GEN | Rs.1000 |
OBC | Rs.1000 |
ST/SC | Rs. 500 |
Rupashree Prakalpa কি ? আপনি কি আবেদন করতে পারবেন জানুন সমস্ত তথ্য
CTET 2021 এর Application Process:-
CTET 2021 এর পুরো Application Process টি সম্পূর্ণ করার জন্য নিম্নলিখিত পদ্ধতিগুলি ফলো করুন –
- CTET Exam 2021 এর আবেদন করার জন্য সর্বপ্রথম আপনাকে ভিজিট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে https://ctet.nic.in/ ।
- এরপর ওয়েবসাইটে “Apply for CTET December 2021” এর অপশন পেয়ে যাবেন সেখানে ক্লিক করুন ।
- এরপর ক্লিক করুন “New Registration” এ ।
- এরপর সমস্ত ডিটেইলস এবং স্টেটমেন্টগুলি ভালোভাবে পড়ে নিয়ে “Proceed” অপশনে ক্লিক করুন ।
- এরপর প্রয়োজনীয় সমস্ত তথ্যগুলো যথাযথ ভাবে প্রদান করে রেজিস্ট্রেশন করুন ।
- রেজিস্ট্রেশন করা হয়ে গেলে ‘Application Id’ এবং ‘Password’ দিয়ে লগইন করে CTET Exam 2021 এর জন্য নির্দিষ্ট Form টি ফিলাপ করুন ।
- এরপর Signature সহ অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপলোড করুন ।
- এরপর ভালো করে মিলিয়ে নিন সমস্ত ইনফরমেশনগুলো ঠিকঠাক আছে কিনা তারপর “Submit” বাটনে ক্লিক করুন ।
- এরপর ফর্ম ফিলাপের জন্য প্রয়োজনীয় Fees এর Payment করুন ।
- Fees Payment করার পর আবার Submit বাটনে করে “Save Option” এ ক্লিক করুন ।
- সর্বশেষ ধাপে আপনার সামনে Application Form Download এর অপশন আসবে সেটি Download করে নিন ।
WB OASIS SC, ST এবং OBC স্কলারশিপ কী ? কিভাবে এই স্কলারশিপ পাবেন ?
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।