বিভিন্ন চাকরির যেমন- SSC, PSC, RRB, IBPS, WBP, NDA, Nursing, Primary, Upper Primary এবং High School এর সকল ছেলে-মেয়েদের সাহায্যের উদ্দেশ্যে BongsEdu ওয়েবসাইটের পক্ষ থেকে এক ক্ষুদ্র প্রয়াস প্রতিনিয়ত 10 টি করে প্রশ্নের মাধ্যমে কুইজ প্রদান করা । এছাড়া আপনারা আমদের ওয়েবসাইটের Daily GK & Current Affairs সেকশনে গিয়ে আগের পুরনো সমস্ত কুইজগুলিও প্র্যাকটিস করতে পারবেন । আশাকরি উপরের সমস্ত লেভেলের ছাত্র-ছাত্রী এবং চাকরি প্রত্যাশী সমস্ত ছেলে-মেয়েদের কাছে সাহায্যকারী হয়ে উঠবে আমাদের এই Daily GK & Current Affairs।
[ays_quiz id=’125′]
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।