জেলা ভিত্তিক Recruitment এর সম্বন্ধে আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি আর্টিকেল এর মাধ্যমে আলোচনা করেছি। আজ আমরা উত্তরবঙ্গের জেলা Dakshin Dinajpur জেলার Data Entry Operator (DEO) পদের Fresh Recruitment এর সম্বন্ধে আলোচনা করতে চলেছে। আশাকরি চাকরিপ্রার্থীদের বিশেষত জেলাবাসী দের কাছে আজকে আর্টিকেলটি গ্রহণযোগ্য হয়ে উঠবে।
সূচি
Dakshin Dinajpur Data Entry Operator Recruitment এর Important Dates:-
Application Starting Date and Time | 01/12/2021 |
Application Closing Date and Time | 15/12/2021 |
Dakshin Dinajpur Data Entry Operator Recruitment এর Vacancy সংখ্যা:-
সর্বমোট 13 টি Data Entry Operator পদের Vacancy এর জন্য এই Recruitment প্রকাশ করা হয়েছে।
Daily GK এবং Current Affair এর MCQ প্রশ্ন Practice করার জন্য ক্লিক করুন
Dakshin Dinajpur Data Entry Operator Recruitment এর Educational Qualifications:-
Recognised Institution থেকে Graduation পাশ হতে হবে এবং Computer Related অন্ততপক্ষে 6 মাস এর Course করতে হবে। তাছাড়া Typing Speed 30 wpm এর সঙ্গে MS Office এর বিভিন্ন অ্যাপ্লিকেশন এর ধারণা থাকতে হবে ।
Dakshin Dinajpur Data Entry Operator Recruitment Age Limit:-
01.01.2021 এর হিসাব অনুযায়ী আবেদনকারীর বয়স ন্যূনতম 18 বছর থেকে সর্বোচ্চ 40 বছর পর্যন্ত হতে পারে।
Dakshin Dinajpur Data Entry Operator Recruitment Salary:-
13000 টাকা প্রতিমাসে।
Dakshin Dinajpur Data Entry Operator Recruitment Application Fees:-
Not Applicable
Indian Coast Guard Recruitment 2021 | 50 টি Vacancy এর আবেদন , জানুন বিস্তারিত !
Dakshin Dinajpur Data Entry Operator Recruitment Application Process:-
নিম্নে প্রদান করা অফিসের নোটিশ এর Application Format টি Print Out কপি বের করুন ও পূরণ করে , পুনরায় Application Form টি PDF এ Convert করে deofsdd2021@gmail.com Email ID তে পাঠাতে হবে।
Application এর ক্ষেত্রে মনে রাখবেন এক Application Form একবারের বেশি পাঠাবেন না এরকম হলে আপনার Application ক্যান্সেল হয়ে যাবে ।
Dakshin Dinajpur Data Entry Operator Recruitment এর Important Documents :-
- Madhyamik Admit Card/Certificate
- Voter Card /Aadhar card
- Self Attested Computer Certificate
Dakshin Dinajpur Data Entry Operator Recruitment Selection Process:-
Computer Related Test 40 নম্বরের, Computer এর Practical Test 40 নম্বরের ও Viva 20 নম্বরে নেওয়া হবে। যেসব আবেদনকারীরা পাস করবে তাদেরই রিক্রুট করা হবে। সম্পূর্ণ পদ্ধতি জানার জন্য ডাউনলোড সেকশনে দেওয়া অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করুন।
Bank of Baroda Recruitment 2021 | Apply for 376 Fresh Vacancy , জানুন বিস্তারিত
Dakshin Dinajpur Data Entry Operator Recruitment এর Important Links:-
Official Notice Download Link | Click Here |
FAQ:-
1. Data Entry Operator Recruitment এ আবেদনের Last Date কি?
ANS :-15/12/2021
2. কতগুলি পদের জন্য এই Recruitment প্রকাশ করা হয়েছে?
ANS :-13 টি।
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।