আমরা আমাদের ওয়েবসাইটে নিয়মিত রিকুয়েস্ট পেয়ে থাকি Asha Karmi Recruitment এর সমন্ধে । আপনাদের কথা মাঝে আজ আমরা আলোচনা করতে চলেছি West Bengal Health Department কর্তৃক প্রকাশিত Darjeeling Asha Karmi Recruitment 2022 এর সমন্ধে বিস্তারিত।
Darjeeling Asha Karmi Recruitment 2022 এর Important Dates:-
Darjeeling Asha Karmi Recruitment 2022 Application Starting Date and Time | 15/12/2021 |
Darjeeling Asha Karmi Recruitment 2022 Application Closing Date and Time | 07/01/2022 |
Daily GK এবং Current Affair এর MCQ প্রশ্ন Practice করার জন্য ক্লিক করুন
Darjeeling Asha Karmi Recruitment 2022 এর Vacancy সংখ্যা :-
Block | Vacancy |
Sadar Darjeeling | 190 |
Siliguri | 44 |
Mirik | 20 |
Kurseong | 19 |
Darjeeling Asha Karmi Recruitment 2022 এর Education Qualifications :-
- শুধুমাত্র বিবাহিত , বিধবা এবং Legal Divorce প্রাপ্ত মহিলারা আবেদন করতে পারবেন।
- উদ্বিগ্ন গ্রামের স্থায়ী বাসিন্দা যেখানে প্রার্থী আবেদন করেছিলেন তাকে সেখানে নিয়োগ করা হবে ।
- স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম Madhyamik পাশ হতে হবে।
Darjeeling Asha Karmi Recruitment 2022 এ আবেদনের জন্য Age Limit:-
- 01/01/2021 এর হিসাব অনুসারে আবেদনকারীর নূন্যতম বয়স হতে হবে 30 বছর এবং সর্বোচ্চ বয়স হতে পারে 40 বছর।
- ST/SC অন্তর্ভুক্ত আবেদনকারী দের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স 22 এবং সর্বোচ্চ বয়স 40 বছর হতে পরে।
Indian Coast Guard Recruitment 2022 | Apply for Fresh 300 + Started from 14 January , Learn More
Darjeeling Asha Karmi Recruitment 2022 এর Salary:-
মাসিক বেতন হতে পারে 4500 সহ অন্যান্য ভাতা পাবেন ।
Darjeeling Asha Karmi Recruitment 2022 এর Application Fees:-
কোনো রকমের Application Fees নেওয়া হবে না।
Darjeeling Asha Karmi Recruitment 2022 এর Application Process:-
- Asha Recruitment এর জন্য আপনাকে Offline এ আবেদন করতে হবে।
- সর্বপ্রথম Download সেকশন এ প্রদান করা Application Form টি Download করুন।
- এইবার Form টির Print Out কপি বের করুন।
- খুব ভালোভাবে সমস্ত তথ্য প্রদান করুন এবং সঙ্গে অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলি অ্যাটাচ করে BDO অফিসে জমা দিন।
Darjeeling Asha Karmi Recruitment 2022 এর Selection Process:-
ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ সম্পন্ন হবে।
WBSETCL Recruitment 2021 , Free Job Alert for Diploma Students | Apply for 414 Vacancy
Darjeeling Asha Karmi Recruitment 2022 এর Important Links
Siliguri Application Form Download | Click Here |
Mirik Application Form Download | Click Here |
Kurseong Application Form Download | Click Here |
Darjeeling Sadar Application Form Download | Click Here |
Official Website | Click Here |
FAQ:-
1. Darjeeling Asha Recruitment এর জন্য আবেদনের Last Date কি?
ANS:- 07/01/2022
2. Darjeeling Asha Recruitment এর জন্য আবেদন কি Online এ সম্ভব?
ANS:- না।
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।