Delhi Police SI ও CAPFs 2020 এর সকল পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। বহু পরীক্ষার্থীর অপেক্ষার অবসান ঘটল কাল। কিছুদিন আগে আমরা রিকুয়েস্ট পেয়েছিলাম SSC Delhi Police SI ও CAPFs এর লেটেস্ট কোন আপডেট রয়েছে কিনা তা সম্বন্ধে আজকের আর্টিকেলটি তাদের সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে।
অপেক্ষার অবসান ঘটিয়ে SSC Delhi Police SI ও CAPFs Paper II এর Final Answer Key 03.02.2022 এ পাবলিশ করেছে। প্রসঙ্গত Delhi Police SI এর Paper II এর Official Answer Key প্রকাশ করে 18 November,2021 এ। এই Exam এর এ Result ঘোষণা করেছে SSC কর্তৃপক্ষ গত 06/01/2022 এ । এই সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনা করেছি পূর্বের এক আর্টিকেলে জানার জন্য আমাদের ওয়েবসাইট ভিসিট করুন।
Delhi Police SI Paper-II Final Answer Key Download Process:-
- SSC এর অফিশিয়াল ওয়েবসাইট https://ssc.nic.in/ ভিজিট করুন।
- Homepage এ থাকা Answer Key ট্যাব এ ক্লিক করুন।
- এখন ক্লিক করুন Uploading of Final Answer Key(s) along with Question Paper(s) – Sub-Inspector in Delhi Police and CAPFs Examination (Paper-II), 2020 অপশনে।
- আপনার Log In Details প্রদান করুন।
- আপনার সামনে চলে আসবে আপনার Answer Key , প্রয়োজনে Answer Key টি Print Out করে রাখতে পারেন।
মনে রাখবেন Delhi Police SI ও CAPFs 2020 (Paper-II) এর Answer Key SSC এর অফিসের ওয়েবসাইট এ 03.02.2022 থেকে 03.03.2022 Download করতে পারবেন।
Delhi Police SI ও CAPFs 2020 (Paper-II) এর Answer Key Download এর Direct link নিম্নে প্রদান করা হলো।
FAQ:-
1. Delhi Police SI ও CAPFs 2020 এর Final Answer Key কবে Publish করা হয়েছে?
ANS:-03.02.2022
2. Delhi Police SI Final Answer Key কত দিন পর্যন্ত Download করা যাবে?
ANS:- 03.03.2022
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।