Employees State Insurance Corporation যা Ministry of Labour & Employment বিভাগের অন্তর্গত , ভারত সরকারের অধীনস্থ সংস্থা । কিছুদিন আগে এই সংস্থা চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে নিয়ে এসেছে এক গুরুত্বপূর্ণ Recruitment।Social Security Officer পদের জন্য এই Recruitment প্রকাশ করা হয়েছে। আজকে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি ESIC SSO Recruitment 2022 এর সম্বন্ধে বিস্তারিত।
ESIC SSO Recruitment 2022 Important Dates:-
ESIC SSO Recruitment 2022 Online Application Starting | 12/03/2022 |
ESIC SSO Recruitment 2022 Online Application Closing | 12/04/2022 |
ESIC SSO Recruitment 2022 Vacancy সংখ্যা:-
এই Recruitment এর মাধ্যমে Social Security Officer (SSO)/ Manager Grade 2 /Superintendent পদে নিয়োগ করা হবে। Category অনুযায়ী Vacancy সংখ্যা নিম্নে চার্ট এর মাধ্যমে বর্ণনা করা হলো।
Category | Vacancy সংখ্যা |
UR | 43 |
OBC | 24 |
SC | 09 |
ST | 08 |
EWS | 09 |
Total | 93 |
ESIC SSO Recruitment 2022 Educational Qualification:-
Recognised Institution থেকে Commerce /Law/Management এ Graduation পাস হতে হবে এবং সঙ্গে Computer এর যাবতীয় কাজ এর অভিজ্ঞতা থাকতে হবে যেমন Microsoft Office ইত্যাদি।
Experience হিসেবে Government Organization/Corporation/ Government Undertaking Company / Local Bank এ অন্ততপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়।
ESIC SSO Recruitment 2022 এ আবেদনের জন্য Age Limit:-
আবেদনকারীর সর্বনিম্ন বয়স হতে পারে 21 বছর ও সর্বোচ্চ বয়স 27 বছর ।
Indian Navy SSR AA Recruitment 2022 : Application Started for 2500 Vacancies 12 Pass Can Apply!
ESIC SSO Recruitment 2022 এর Application Fees:-
প্রার্থীরা তাদের Application Fees Credit Card,Debit Card,Net Banking এর মাধ্যমে প্রদান করতে পারবে। Category অনুযায়ী Application Fees নিম্নে বর্ণনা করা হলো।
Category | Application Fees in INR |
UR/OBC/EWS | 500 |
ST/SC/PWD/Departmental Candidates/ Ex Servicemen/ Female | 250 |
ESIC SSO Recruitment 2022 এর Salary:-
Pay Level 7 অনুসারে আপনি বেতন পেতে পারেন। Salary হতে পারে 44,900 থেকে 1,42,400 এর মধ্যে ।
ESIC SSO Recruitment 2022 এর Application Process:-
- ESIC SSO Recruitment 2022 এর জন্য আবেদন শুধুমাত্র Online এ করা যেতে পারে। নিম্নে Step by Step Application Process বর্ণনা করা হলো।
- সর্বপ্রথম ভিজিট করুন ESIC SSO Recruitment 2022 এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.esic.nic.in/
- Homepage থেকে Recruitment অপশনে ক্লিক করুন।
- Apply Online for Position of Social Security Officer অপশনে ক্লিক করুন বা https://ibpsonline.ibps.in/esicssomar22/ লিংকে ক্লিক করুন।
- সর্বপ্রথম Online Portal এ গিয়ে নিজেদের নাম Register করতে হবে। Registration এর জন্য আপনাকে প্রদান করতে হবে আপনার সম্পূর্ণ নাম Mobile Number, Username এবং Password SET করুন।
- Submit’ করার সঙ্গে সঙ্গে Mobile Number এ একটি OTP আসবে। Application Form এ সেই OTP টি Type করতে হবে। এরপর পাশে থাকা ‘VALIDATE’ অপশন এ ক্লিক করে Close করে দিতে হবে।
- Registration হয়ে যাওয়ার পর একই Page এর নীচের দিকে Registered Candidate দের Log In Portal রয়েছে সেখানে Username বা Mobile Number ও Password দিয়ে Log In করতে হবে। Log In করার পর Current Opportunity Tab এ ক্লিক করুন।
- Application Form এ যথাক্রমে Personal Details, Academic Record, Address একে একে পূরণ করুন সতর্কতার সঙ্গে। এরপর ‘SAVE’ বাটনে ক্লিক করতে হবে।
- এরপর প্রয়োজনীয় Application Fees প্রদান করুন এবং Submit বাটনে ক্লিক করুন।
- Application Form টির PDF File টি Download করুন এবং চাইলে ভবিষ্যতের জন্য Print Out কপি ও বের করে রাখতে পারেন।
ESIC SSO Recruitment 2022 এর Selection Process:-
ESIC SSO Recruitment 2022 মূলত চারটি পর্যায়ে সম্পন্ন হবে , যথা – Preliminary Exam (100 Marks) , Mains Exam (200 Marks) Computer Skill Test (50 Marks) এবং Interview ।
ESIC SSO Recruitment 2022 Important Links:-
ESIC SSO Recruitment 2022 Official Notice Download | Click Here |
Apply Now | Click Here |
Google News | Follow Us |
FAQ:-
1. ESIC SSO Recruitment 2022 Official Website কি?
ANS:- https://www.esic.nic.in/
2. ESIC SSO Recruitment 2022 এর জন্য আবেদন এর Starting Date কি?
ANS:-12/03/2022
3. ESIC SSO Recruitment 2022 Last Date কি?
ANS:-12/04/2022
4. কতো গুলো Vacancy তে নিয়োগ করা হবে ESIC SSO Recruitment 2022 এর মাধ্যমে ?
ANS:-93
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।