Excise Constable বা Abgari Police এর পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। আমাদের ধারণা সঠিক প্রমাণিত হলো। একাংশের ধারণা ছিল আগামী বর্ষের 2nd January নাকি পরীক্ষা হওয়ার কথা এবং তাই প্রমানিত হল । আমরা আমাদের সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডেল গুলিতে আগেই জানিয়েছে এই সম্পর্কে। শিক্ষা জগৎ সম্পর্কে লেটেস্ট আপডেট জানার জন্য আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল গুলিতে ফলো করুন।
গতকাল অর্থাৎ 13 December,2021 এ Notice টি WB Police এর Official Website এ Notice No WBPRB/NOTICE-2021/41(EXC-19) এর মাধ্যমে এই নোটিশটি জারি করা হয়েছে। Official Notice অনুসারে Excise and Lady Excise এর Final Written Exam নেওয়া হতো চলেছে আগামী 02 January,2022 তে দুপুর 12:00 টা থেকে 01:30 পর্যন্ত । পরীক্ষার্থীরা 21 December,2021 থেকে West Bengal Police ও Directorate of Excise এর Official Website থেকে Download করতে পারবেন।
পরীক্ষার্থীরা Application SL No এবং Date of Birth এর মাধ্যমে তাদের Admit Card Download করতে পারবেন। শীঘ্রই আমরা পাবলিশ করতে চলেছে WB Excise Constable Admit Card Download Process জানার জন্য আমাদের Website Follow করুন।
WB Excise Constable বা Abgari Mains Exam 2021 Question Paper Download করুন
WB Excise Constable Final Written Exam সম্বন্ধিত Official Notice Download Link:-
FAQ:-
1. কবে Excise Constable Exam Exam নেওয়া হবে ?
ANS:- 2nd January,2022 থেকে ।
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।