ভারতবর্ষের সমস্ত খাদ্যদ্রব্যের সঙ্গে সম্পর্কযুক্ত FCI (Food Corporation of India) । অত্যন্ত সম্মানিত এবং আর্থিক ভাবে সুবিধাজনক কেন্দ্র সরকারের অন্তর্গত এই Recruitment । প্রাথমিকভাবে এই Recruitment এর সম্বন্ধে Details প্রদান করা হয়েছে কিছুদিনেই এ সম্বন্ধে বিস্তারিত প্রদান করা হবে। এই Article এর মাধ্যমে আজকে আমরা বিষয়গুলো জানতে চলেছি FCI Recruitment 2022 সম্বন্ধে বিস্তারিত।
FCI Recruitment 2022 Important Dates:-
FCI Recruitment 2022 Online Notification Publishing | March, 2022 |
FCI Recruitment 2022 Online Application Starting | March, 2022 |
FCI Recruitment 2022 Online Application Closing | April, 2022 |
FCI Recruitment 2022 Admit Card Publishing | – |
FCI Recruitment 2022 Exam | – |
FCI Recruitment 2022 Interview Call Letter Releasing | – |
FCI Recruitment 2022 Interview | – |
FCI Recruitment 2022 Vacancy সংখ্যা:-
Post | UR | EWS | OBC | ST | SC | Total |
Assistant General Manager (General Administration) | 12 | 3 | 9 | 3 | 3 | 30 |
Assistant General Manager (Technical) | 14 | 3 | 4 | 5 | 1 | 27 |
Assistant General Manager (Accounts) | 12 | 2 | 3 | 4 | 1 | 22 |
Assistant General Manager (Law) | 4 | 1 | 1 | 1 | 1 | 08 |
Medical Officer | 1 | – | 1 | 02 | ||
Total | 43 | 9 | 17 | 14 | 6 | 89 |
FCI Recruitment 2022 Eligibility:-
- Assistant General Manager (General Administration) :- Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম 55% মার্কস সহ Post Graduation Degree পাস করতে হবে বা Law তে Bachelor Degree পাস করতে হবে ন্যূনতম 55% মার্কস সহ।
- Assistant General Manager (Technical) :-Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম 55% মার্কস সহ Agriculture এ পাস করতে হবে বা Food Science/Food Technology/ Food Process Engineering/Food Preservation এ B.Tech বা BE Degree পাস করতে হবে । সমস্ত Details জানার জন্য Download বাটনে ক্লিক করে নোটিস টি Download করুন।
- Assistant General Manager (Accounts) :-Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে CA পাস করতে হবে।
- Assistant General Manager (Law) :-Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Full Time Law Degree পাস করতে হবে।সমস্ত Details জানার জন্য Download বাটনে ক্লিক করে নোটিস টি Download করুন।
- Medical Officer :Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Full Time MBBS Degree পাস করতে হবে । Experience এর সম্বন্ধে বিস্তারিত জানার জন্য Download Section এ প্রদান করা Official Notice টি Download করুন।
Indian Army SSC Tech Recruitment 2022 : 59th Men & 30th Women SSC (Tech) Course Notification Out more in Bengali !
FCI Recruitment 2022 এ আবেদনের জন্য Age Limit:-
Post Name | Maximum Age Limit |
Assistant General Manager (General Administration) | 30 |
Assistant General Manager (Technical) | 28 |
Assistant General Manager (Accounts) | 28 |
Assistant General Manager (Law) | 33 |
Medical Officer | 35 |
FCI Recruitment 2022 এর Application Fees:-
আবেদনকারীকে প্রয়োজনীয় Application Fees প্রদান করতে পারবে Online এ । Category অনুসারে Application Fees নিম্নে প্রদান করা হলো।
Category | Application Fees in INR |
UR/OBC/EWS | 1000 |
SC / ST / PWD / Female | Not Applicable |
FCI Recruitment 2022 এর Salary:-
- Assistant General Manager (General Administration), Assistant General Manager (Technical), Assistant General Manager (Accounts), Assistant General Manager (Law) পদের Salary শুরু হতে পারে 60,000 থেকে এবং সর্বোচ্চ Salary হতে পারে 1,80,000 পর্যন্ত।
- Medical Officer পদের Salary শুরু হতে পারে 50,000 থেকে এবং সর্বোচ্চ Salary হতে পারে 1,60,000 পর্যন্ত।
FCI Recruitment 2022 এর Application Process:-
- যেই সব আবেদনকারীরা এই Recruitment এর জন্য আবেদন করতে চাইছেন তাদের সর্বপ্রথম ভিজিট করতে হবে এর Official Website https://fci.gov.in/
- Homepage থেকে Current Recruitment অপশনে ক্লিক করুন।
- এখনো পর্যন্ত Recruitment Link পাবলিশ করা হয়নি, (Publish হলে) লিঙ্কে ক্লিক করুন।
- প্রদান করুন আপনার Eligibility Criteria for Selected Job, Requisite Qualifications ইত্যাদি প্রদান করুন।
- সেই Page থেকে Application Fees প্রদান করুন ।
- এবার Application Form টি Download করুন এবং প্রয়োজনে Print Out কপি বের করুন।
FCI Recruitment 2022 এর আবেদনের জন্য Important Documents:-
তেমন কিছু জানানো হয়নি।
FCI Recruitment 2022 এর Selection Process:-
FCI Recruitment মূলত দুইটি পর্যায়ে সম্পন্ন হবে , যথা – Online Test এবং Interview ।
FCI Recruitment 2022 Exam Pattern :-
- Mode of Exam:-Exam সম্পূর্ণ Online এ (মাধ্যমে নেওয়া হবে।
- Type of Questions:- MCQ Type এর Question মূলত থাকে ।
- Exam Duration:– পরীক্ষার জন্য মোট নির্ধারিত সময়ে রয়েছে 2 ঘন্টা 30 মিনিট ।
- Total Marks:- পরীক্ষার পূর্ণমান 180 নম্বর ।
- Negative Marking:– কোনো Negative Marking নেই।
বিষয় অনুযায়ী Marks Distribution ও প্রশ্ন সংখা Assistant General Manager (General Administration) পদের জন্য নিম্নে চার্ট এর মাধ্যমে বর্ণনা করা হলো-
Section | No. Of Questions | সময় |
Reasoning, Data Analysis, Numerical Ability | 45 | 2 ঘন্টা 30 মিনিট |
General Awareness, Current Affairs | 45 | |
Management and Ethics | 45 | |
Agriculture, Agriculture Economy and Computer awareness | 45 | |
Total | 180 |
Bank of Baroda Specialist Officer Recruitment 2022 : Notification Out for 105 Posts, Salary Upto 90,000 Learn More in Bengali !
বিষয় অনুযায়ী Marks Distribution ও প্রশ্ন সংখা Assistant General Manager (Technical), Assistant General Manager (Accounts), Assistant General Manager (Law) পদের জন্য নিম্নে চার্ট এর মাধ্যমে বর্ণনা করা হলো-
Section | No. Of Questions | সময় |
Reasoning, Data Analysis, Numerical Ability | 30 | 2 ঘন্টা 30 মিনিট |
General Awareness, Current Affairs | 30 | |
Management and Ethics | 30 | |
Agriculture, Agriculture Economy,
Computer awareness | 30 | |
Relevant Discipline | 60 | |
Total | 180 |
FCI Recruitment 2022 Important Links:-
FCI Recruitment 2022 Official Notification Download | Click Here |
Apply Now | Click Here |
Google News | Follow Us |
BEL Apprentice Recruitment 2022 : Application Started for 360 Vacancy, Learn more in Bengali !
FAQ:-
1. FCI Recruitment 2022 Official Website কি?
ANS:-https://fci.gov.in/
2. FCI Recruitment 2022 এর জন্য আবেদন এর Starting Date কি?
ANS:-এখনো জানানো হয় নি ।
3. FCI Recruitment 2022 Last Date কি?
ANS:-এখনো জানানো হয় নি ।
4. কতো গুলো Vacancy তে নিয়োগ করা হবে FCI Recruitment 2022 এর মাধ্যমে ?
ANS:-89
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।