Gas Authority of India বা GAIL ভারতবর্ষের কেন্দ্র সরকারের অধীনস্থ একটি সংস্থা যা Natural Gas Exploration, Production ,Processing, Distribution ইত্যাদি ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সংস্থাটির সম্বন্ধে আপনাদের একটি তথ্য জানিয়ে রাখি যে এটি Maharatna Company Public Sector Undertaking সংস্থা। সম্প্রতি এই সংস্থা Non Executive পদের জন্য Recruitment জারি করেছে, বিস্তারিত জানতে সম্পূর্ণ আর্টিকেল পড়ুন।
GAIL Recruitment 2022 Overview:-
Recruiting Organization | Gas Authority of India |
Post Name | Non Executive |
Vacancies | 282 |
Salary | জানানো হয়নি |
Job Location | India |
Last Date | 15/09/2022 |
Mode of Application | Online |
Official Website | https://www.gailonline.com/ |
GAIL Recruitment 2022 Important Dates:-
GAIL Recruitment 2022 Official Notification Releasing | 09/08/2022 |
GAIL Recruitment 2022 Online Application Starting | 16/08/2022 |
GAIL Recruitment 2022 Online Application Closing | 15/09/2022 |
GAIL Recruitment 2022 Vacancy সংখ্যা:-
Official Notice অনুসারে এই Recruitment এর মাধ্যমে 282 জন কে নিয়োগ করা হবে Non Executive পদে।
GAIL Recruitment 2022 Eligibility:-
Educational Qualification:-
আবেদনকারী Non Executive পদের যেই Category তে আবেদন করবে সেই Trade এ Diploma বা Degree অর্জন করতে হবে।
GAIL Recruitment 2022 আবেদনের জন্য Age Limit:-
15/09/2022 এর হিসাব অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ 28 বছর। Category অনুযায়ী আবেদনকারীরা বয়সে ছাড় পাবে এই সম্বন্ধে বিস্তারিত জানার জন্য নিম্নে প্রদান করা Official Notice টি দেখুন।
GAIL Recruitment 2022 Salary:-
জানানো হয় নি।
GAIL Recruitment 2022 Application Fees:-
আবেদনকারীকে প্রয়োজনীয় Application Fees Credit Card/ Debit Card/ UPI / Net Banking এর মাধ্যমে Application Fees এ প্রদান করতে হবে। নিম্নে Application Fees এর সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করা হলো।
Category | Application Fees in INR |
Gen/ OBC/ EWS | 200 |
SC/ST/ PwD | 100 |
GAIL Recruitment 2022 Application Process:-
এই Recruitment এর জন্য আবেদন শুধুমাত্র Online এই সম্ভব। নিম্নে প্রদান করার পদ্ধতি অবলম্বন করুন এই Recruitment এর জন্য আবেদন করার জন্য।
- ভিসিট করুন GAIL এর Official Website।
- Homepage থেকে Recruitment অপশনে ক্লিক করুন।
- পরের Page এই পেয়ে যাবেন Recruitment Section সেই Section থেকে সামনে থাকা Recruitment এর পাসে থাকা Apply Now বাটনে ক্লিক করুন।
- পরের Page এ আপনার সামনে আসবে Application Form সেটি অতি যত্ন সহকারে পূরণ করুন। এবং সঙ্গে থাকা Next বাটনে ক্লিক করুন।
- একবার মিলিয়ে নিন সমস্ত তথ্য ঠিক থাক প্রদান করেছেন কিনা , ঠিক থাকলে Save and Submit বাটনে ক্লিক করুন।
- এখন আপনার Application Form Successfully Submit হয়েছে। চাইলে আপনি আপনার Application Form এর PDF Copy বের করে Print Out ও করে নিতে পারবেন।
GAIL Recruitment 2022 Selection Process:-
তিনটি পর্যায়ে সম্পূর্ণ হবে GAIL এর Recruitment 2022 । যথা:-
- Written Exam and/or Interview
- Document Verification
- Medical Examination
GAIL Recruitment 2022 Important Links:-
GAIL Recruitment 2022 Official Notification Download Link | Click Here |
Apply Now | Click Here |
Google News | Follow Us |
Join Us on Telegram | Click Here |
FAQ:-
ANS:- 16/08/2022 ANS:- 15/09/2022 ANS:- 282 ANS:- https://www.gailonline.com/1. GAIL Recruitment 2022 এর Application Starting Date কি?
2. GAIL Recruitment 2022 এর Application Last Date কি?
3. কতো গুলো Vacancy তে নিয়োগ করা হবে GAIL Recruitment 2022 এর মাধ্যমে?
4. GAIL Recruitment 2022 Official Website কোনটি?
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।