দিন দিন বিভিন্ন Medical Service এর বিভিন্ন চাকরি গুলি আরো জনপ্রিয় হয়ে উঠছে। আজ আমরা Medical Service এর অন্তর্গত Chandigarh Medical College এর Group C এর অন্তর্গত 162 টি Fresh Vacancy সম্বন্ধে আলোচনা করতে চলেছি।
সূচি
GMCH Chandigarh Recruitment 2021 এর Important Dates:-
Opening Date and Time | 15 November,2021 |
Closing Date and Time | 27 December,2021 |
Last Date for Submission of Fees in SBI Bank | 30 December,2021 |
Daily GK এবং Current Affair এর MCQ প্রশ্ন Practice করার জন্য ক্লিক করুন
GMCH Chandigarh Recruitment 2021 এর Vacancy সংখ্যা :-
162 টি Vacancy Group C এর জন্য এই নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। Category অনুসারে Vacancy এর বিন্যাস নিম্নে উল্লেখ করা হলো।
Category | Vacancy |
UR | 64 |
SC | 20 |
OBC | 31 |
EWS | 16 |
PH(PwD)(OL) | 02 |
Total | 133 |
Exservicemen এর ক্ষেত্রে :-
Category | Vacancy |
UR | 09 |
SC | 05 |
OBC | 15 |
Total | 29 |
Swami Vivekananda Scholarship 2021 এর Eligibility Criteria, Scholarship Amount জানুন?
GMCH Chandigarh Recruitment 2021 এর Educational Qualifications :-
স্বীকৃত বোর্ড /বিশ্ববিদ্যালয় থেকে General Nursing Course এবং Midwifery এ Diploma Degree অথবা স্বীকৃত বোর্ড /বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে B.Sc Nursing বা সমমানের রাজ্য Nursing Council এর অন্তর্গত বোর্ড /বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে পূর্বোক্ত Course গুলি তে ।
GMCH Chandigarh Recruitment 2021 এর বিভিন্ন পদের Salary :-
29,200 টাকা প্রতি মাসের হিসাবে সমস্ত Candidate দের দেওয়া হবে ।
GMCH Chandigarh Recruitment 2021 এর বিভিন্ন প্রার্থীদের Age Limit:-
1st January,2021 অনুযায়ী আবেদনকারীর সর্বোচ্চ বয়স 37 এবং সর্বনিম্ন বয়স 18 হতে হবে।
GMCH Chandigarh Recruitment 2021 এর Application Fees:-
General , OBC,EWS ক্যান্ডিডেট দের জন্য Application Fees 1000 টাকা এবং ST, SC ক্যান্ডিডেট দের Application Fees 500 টাকা।
D.El.Ed Course (2021) এ প্রয়োজনীয় যোগ্যতা,ফি,সিলেবাস সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য জানুন
GMCH Chandigarh Recruitment 2021 এর Application Process :-
- GMCH চণ্ডীগড় অফিসিয়াল পোর্টাল ভিজিট করুন – gmch.gov.in
- Notification ট্যাবে যান।
- স্টাফ নার্স বিজ্ঞপ্তিতে ক্লিক করুন এবং সমস্ত নির্দেশাবলী পড়ুন।
- Online Form বাটনে ক্লিক করুন।
- ফর্মটি পূরণ করুন এবং Log In ID ও Password সেট করুন
- এইবার সব প্রয়োজনীয় এবং প্রাসঙ্গিক নথির স্ক্যান কপি সংযুক্ত করুন।
- Preview পড়ে দেখে নিন সঠিক ইনফরমেশন প্রদান করা হয়েছে কিনা দেখা হয়ে গেলে I
- Ageee বাটনে ক্লিক করুন ।
- পরবর্তী ধাপে আপনাকে Submit বাটনে ক্লিক করতে হবে।
- আপনার সামনে Bank Challan এর লিঙ্ক ওপেন হবে , মূল Application Form সহ Bank Challan এর Print out কপি বের করুন।
- সম্পূর্ণ পদ্ধতি সম্পন্ন হতে 48 ঘণ্টা সময় অপেক্ষা করুন। অন্ততপক্ষে Challan এর মাধ্যমে Payment সম্পূর্ণ হতে 24 ঘন্টা সময় লাগে।
- এরপর আপনার Application Process সম্পন্ন হবে। এ সম্বন্ধে ডিটেইলস জানার জন্য
Official Notice টি ডাউনলোড করুন , যা নিম্নে দেওয়া হয়েছে।
GMCH Chandigarh Recruitment 2021 এর Selection Process :-
চূড়ান্ত মেধা তালিকা শুধুমাত্র সেই প্রার্থীদের প্রস্তুত করা হবে যারা উভয় পরীক্ষায় (পার্ট-1 এবং পার্ট-2) পার্ট-1 (70 নম্বর) এবং পার্ট 2 (30 নম্বর) প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যোগ্যতা অর্জন করেছে। তারপরে, 1:3 অনুপাতে মেধা অনুযায়ী প্রার্থীদের কাউন্সেলিং এর জন্য ডাকা হবে।
LIC Scholarship 2021 | Application Form, Amount, Eligibility Criteria, How To Apply?
GMCH Chandigarh Recruitment 2021 Official Notice Download Link :
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।