Hooghly Anganwadi Recruitment 2022 | AWWS Recruitment in Bengali | Anganwadi Recruitment 2022 West Bengal | হুগলি অঙ্গনওয়াড়ি নিয়োগ
গ্রাম বাংলার মা-বোনেদের কাছে ICDS তথা অঙ্গনওয়াড়ি ও Asha Recruitment অত্যন্ত জনপ্রিয়। যদিও Asha Recruitment ঠিকঠাকই বেরোচ্ছে কিন্তু সমস্যা একটাই যে নতুন বছর শুরু হওয়ার ছয় মাস পরেও তেমন কোনো ICDS তথা অঙ্গনওয়াড়ি Recruitment বেরোয়নি। বিভিন্ন সময় বিভিন্ন জেলার অনেক চাকরিপ্রার্থী আমাদের প্রশ্ন করেছিলেন লেটেস্ট আপডেট কি ICDS তথা অঙ্গনওয়াড়ি Recruitment এর? আপনাদের সকলের প্রশ্নের উত্তর আজ আমরা এই আর্টিকেলটি মাধ্যমে পেয়ে যাবেন। ইতিমধ্যে শুরু হয়ে গেছে Hooghly জেলায় Anganwadi Recruitment 2022। প্রাপ্ত তথ্য অনুযায়ী শীঘ্রই অন্যান্য জেলাতেও এই Recruitment শুরু হতে চলেছে। তাই এই Recruitment সম্বন্ধে সঠিক আপডেট সঠিক সময়ে পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইট ফলো করুন।
Hooghly ICDS Recruitment 2022 Overview:-
Recruiting Organisation | Ministry of Women & Child Development |
Post Name | ICDS তথা Anganwadi Karmi |
Vacancies | 435 |
Salary | 4500+ |
Job Location | Hooghly |
Last Date | 15/10/2022 |
Mode of Application | Online |
Official Website | https://hooghly.nic.in/ |
Hooghly ICDS Recruitment 2022 Important Dates:-
Hooghly ICDS Recruitment 2022 Online Application Starting | 14/09/2022 |
Hooghly ICDS Recruitment 2022 Online Application Closing | 15/10/2022 |
Hooghly ICDS Recruitment 2022 Vacancy সংখ্যা:-
প্রাপ্ত Official Notice অনুসারে Hooghly জেলার শ্রীরামপুর ,আরামবাগ, সাদর, চন্দননগর Sub Division এ মোট 435 জন কর্মী নিয়োগ করা হবে। নিম্নে প্রদান করা চার্ট এর মাধ্যমে প্রতিটি Sub Division এর Vacancy সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।
Sub Division | Vacancy |
শ্রীরামপুর | 90 |
আরামবাগ | 98 |
সাদর | 135 |
চন্দননগর | 112 |
Total | 435 |
Hooghly ICDS Recruitment 2022 Eligibility:-
Educational Qualification:-
- Anganwadi কর্মী এর জন্য যারা আবেদন করবেন তাদের ন্যূনতম Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Madhyamik পাস করতে হবে। আবেদনকারীর যদি কোন উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকে তারা আবেদন করতে পারবে এই পদের জন্য।
- উদ্বিগ্ন গ্রামের স্থায়ী বাসিন্দা যেখানে প্রার্থী আবেদন করেছিলেন তাকে সেখানে নিয়োগ করা হবে উভয় পদের জন্য ।
Experience:-
Anganwadi Helper পদে কাজের অভিজ্ঞতা অন্ততপক্ষে 5 বছর থাকতে হবে।
Hooghly ICDS Recruitment 2022 এ আবেদনের জন্য Age Limit:-
01/04/2022 এর হিসাব অনুযায়ী আবেদনকারীর সর্বোচ্চ বয়স হতে পারে 65 বছর বয়স।
Hooghly ICDS Recruitment 2022 Salary:-
Hooghly ICDS Recruitment 2022 Appliances Fees:-
Not Applicable
Hooghly ICDS Recruitment 2022 Application Process:-
Hooghly ICDS Recruitment 2022-এর জন্য আবেদন করার জন্য আপনাকে নিম্নলিখিত ধাপে ধাপে নির্দেশিকাটি সাবধানে অনুসরণ করতে হবে, তাহলে আপনি Hooghly ICDS Recruitment 2022 -এর জন্য আবেদন করতে পারবেন।
- ভিসিট করুন Hooghly ICDS এর Official Website।
- Website এর নিম্নে থাকা Notice Board অপশনে ক্লিক করুন।
- আপনি যেই Sub Division এর জন্য আবেদন করবেন সেই অপশনে ক্লিক করুন।
- এখন পরের পেজ এর Description Section এ থাকা Online Application Link এ ক্লিক করুন।
- Online Application Link এ ক্লিক করুন।
- প্রয়োজন অনুযায়ী Application Form টি পূরণ করুন।
- প্রয়োজনীয় Documents Upload করুন।
- Work Experience এর এর সম্বন্ধিত সমস্ত তথ্য প্রদান করুন।
- Security Code Submit করুন এবং নিম্নে থাকা Submit বাটনে ক্লিক করুন।
Hooghly ICDS Recruitment 2022 আবেদনের জন্য Important Documents:-
- আবেদনকারী সাম্প্রতিক সময়ে তোলা Photo
- আবেদনকারীর Signature।
- Caste Certificate (যদি থাকে)
Hooghly ICDS Recruitment 2022 এর Selection Process:-
Anganwadi কর্মী ও সায়কা পদের জন্য প্রার্থীদের 90 নম্বরে Written Exam ও 10 নম্বরে Viva গ্রহণ করা হবে । যেসব পরীক্ষার্থীরা পাস করবেন তারাই একমাত্র যোগ্য Howrah Anganwadi Recruitment 2022 এর জন্য। Subject এর সম্বন্ধে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
Hooghly ICDS Recruitment 2022 Exam Pattern:-
Section | Marks |
মাতৃভাষায় 150 শব্দের রচনা লিখন (অষ্টম শ্রেণীর মান) | 15 |
পাটিগণিত (অষ্টম শ্রেণীর মান) | 20 |
পুষ্টি জনসাস্থ মহিলাদের অবস্থান বিষয়ক প্রশ্ন | 15 |
ইংরেজি ভাষাজ্ঞান (প্রার্থীর ইংরেজি ভাষা সম্পর্কে সাধারণ জ্ঞান ভাষান্তর অনুবাদ) এবং (অষ্টম /নবম শ্রেণী মান) | 20 |
সাধারণ জ্ঞান | 20 |
Total | 90 |
Hooghly ICDS Recruitment 2022 Important Links:-
Chandernagore Sub-Division ICDS Recruitment Notification Download Link | Click Here |
Apply Now | Click Here |
Sadar Sub-Division ICDS Recruitment Notification Download Link | Click Here |
Apply Now | Click Here |
Arambagh Sub-Division ICDS Recruitment Notification Download Link | Click Here |
Apply Now | Click Here |
Serampore Sub-Division ICDS Recruitment Notification Download Link | Click Here |
Apply Now | Click Here |
Official Website | Click Here |
Google News | Follow Us |
Join Us on Telegram | Click Here |
FAQ:-
ANS:- 14/09/2022 ANS:- 15/10/2022 ANS:– https://hooghly.nic.in/ ANS:- 435 ANS:- Integrated Child Development Services1. Hooghly Anganwadi Recruitment 2022 কবে থেকে শুরু হয়েছে ?
2. Hooghly Anganwadi Recruitment 2022 এর জন্য আবেদনের Last Date কি ?
3. Hooghly Anganwadi Recruitment Official Website কি ?
4. Hooghly Anganwadi Recruitment 2022 এর মাধ্যমে কতগুলো Vacancy তে নিয়োগ করা হবে?
5. ICDS Full Form কি?
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।