দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে IB তথা Intelligence Bureau অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ। দেশের প্রতিরক্ষার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। সম্প্রতি ভারতের এই কেন্দ্রীয় সংস্থা IB ACIO Recruitment 2022 প্রকাশ করেছে। যে সব ব্যক্তিরা Adventure পছন্দ করেন এবং এই ধরনের কাজ করতে চান দেশের জন্য অবশ্যই এই আর্টিকেলটি ভালভাবে পড়ুন।
IB ACIO Recruitment 2022 Important Dates:-
IB ACIO Recruitment 2022 Online Application Starting | 16/04/2022 |
IB ACIO Recruitment 2022 Online Application Closing | 07/05/2022 |
IB ACIO Recruitment 2022 Vacancy সংখ্যা:-
Steams | UR | EWS | OBC | SC | ST | Total |
Computer Science & Information Technology | 30 | 6 | 6 | 8 | 8 | 56 |
Electronics & Communication | 50 | 9 | 9 | 16 | 10 | 94 |
পূর্ব বর্ধমানের Asha Karmi নিয়োগ শুরু হয়ে গেছে, হাতে আর মাত্র কয়েকদিন
IB ACIO Recruitment 2022 এর Education Qualification:-
আবেদনকারীকে Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Electronics & Communication /Computer Science & Information Technology /Computer Science /Computer Engineering /Computer Science & Engineering এ Valid GATE Score থাকতে হবে 2020,2021 ,2022 এর এবং Science with Electronics /Physics with Electronics / Electronics & Communication /Computer Science/ Computer Applications এ Masters Degree পাস করতে হবে।
IB ACIO Recruitment 2022 এ আবেদনের Age Limit:-
যারা যারা এই Recruitment এর জন্য আবেদন করতে চান তাদের সবোর্চ্চ ও সর্বনিম্ন বয়স তে পারে যথাক্রমে 21 ও 27 বছর 07/05/2022 এর হিসাব অনুযায়ীজায়
IB ACIO Recruitment 2022 এর Application Fees:-
আবেদনকারীকে প্রয়োজনীয় Application Fees Online মাধ্যমে তথা Credit Card /Debit Card /Netbanking এর মাধ্যমে প্রদান করতে হবে। Category অনুযায়ী প্রয়োজনীয় Application Fees নিম্নে চার্ট এর মাধ্যমে বর্ণনা করা হলো।
Category | Application Fees in INR |
General/EWS/OBC | 100 |
SC/ST/Female/Ex-Serviceman | Not Applicable |
Nuclear Power Corporation এ যোগদানের সুবর্ণ সুযোগ , Salary 50,000 হাত ছাড়া করবেন না
IB ACIO Recruitment 2022 এর Salary:-
অফিশিয়াল নোটিশ অনুসারে Pay Level 7 অনুসারে Assistant Central Intelligence Officers (ACIO) দের Salary প্রদান করা হবে। বর্তমান পরিস্থিতিতে চাকুরীজীবী সবোর্চ্চ ও সর্বনিম্ন Salary হতে পারে যথাক্রমে 44,900 থেকে 1,42,400 এর মধ্যে।
IB ACIO Recruitment 2022 এর Application Process:-
IB ACIO Recruitment 2022 এর জন্য Application শুধুমাত্র Online এর মাধ্যমে সম্ভব https://www.mha.gov.in/ থেকে এই Recruitment এর জন্য আবেদন করতে পারবেন। এখনো Application Link প্রদান করা হয় নি। Application Link প্রদান করা হলে আমরা এই সমন্ধে বিস্তারিত আলোচনা করব।
IB ACIO Recruitment 2022 এর আবেদনের জন্য Important Documents:-
তেমন কিছু জানানো হয়নি।
IB ACIO Recruitment 2022 এর Selection Process:-
IB ACIO Recruitment 2022 এর জন্য Selection মূলত দুই টি পর্যায়ে সম্পন্ন হয়ে থাকে যথা – 1) GATES Score ও 2) Personal Interview। পাসের জন্য Weightage GATES Score হিসেবে 1000 ও Interview এ 175 Marks থাকতে হবে।
পশ্চিমবঙ্গ Army HQ নিয়োগ , আবেদন শেষ হচ্ছে কিছুদিনের মধ্যেই !
IB ACIO Recruitment 2022 এর Important Links:-
IB ACIO Recruitment 2022 Official Notification Download | Click Here |
Apply Now | Click Here |
Google News | Follow Us |
FAQ:-
1. IB ACIO Recruitment 2022 Official Website কি?
ANS:- https://www.mha.gov.in/
2. IB ACIO Recruitment 2022 এর জন্য আবেদন এর Starting Date কি?
ANS:- 16/04/2022
3. IB ACIO Recruitment 2022 Application এর Last Dateকি?
ANS:- 07/05/2022
4. IB ACIO Recruitment 2022 এর মাধ্যমে কত গুলি Vacancy তে নিয়োগ করা হবে?
ANS:-150
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।