বাঙ্কিং সেক্টরে চাকরির জন্য খেঁটে চলা চাকরি প্রত্যাশীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট । প্রকাশিত হলো 2022 সালের IBPS এর Online CRP for RRBs & PSB এর Tentative Exam Calendar । এই Exam Calendar এ বর্ণিত রয়েছে 2022 সালের IBPS এর সমস্ত Exam Date । নিম্নে সমস্ত পরীক্ষার তারিখগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো ।
IBPS 2022 All Exam Date:
- RRBs – CRP RRB-XI (Office Assistants) & CRP RRB-XI (Officers) Preliminary Exam:
Office Assistants and Officer Scale I
|
07.08.2022, 13.08.2022, 14.08.2022, 20.08.2022 and 21.08.2022 |
- RRBs – CRP RRB-XI (Office Assistants) & CRP RRB-XI (Officers) Single Examination:
Officers Scale II & III | 24.09.2022 |
- RRBs – CRP RRB-XI (Office Assistants) & CRP RRB-XI (Officers) Main Examination:
Officer Scale I | 24.09.2022 |
Office Assistants | 01.10.2022 |
- PSBs – CRP CLERK-XII, CRP PO/MT-XII & CRP SPL-XII Preliminary Examination:
Clerks | 28.08.2022
03.09.2022 04.09.2022 |
Probationary Officers | 15.10.2022
16.10.2022 22.10.2022 |
Specialist Officers | 24.12.2022
31.12.2022 |
- PSBs – CRP CLERK-XII, CRP PO/MT-XII & CRP SPL-XII Main Examination:
Clerks | 08.10.2022 |
Probationary Officers | 26.11.2022 |
Specialist Officers | 29.01.2023 |
IBPS RRBs & PSBs Registration Process?
উপরিউক্ত CRP RRB-XI, CRP CLERK-XII, CRP PO/MT-XII & CRP SPL-XII সমস্ত Exam এর Registration প্রক্রিয়া শুধুমাত্র Online Mode এর মাধ্যমে হবে এবং যেখানে প্রযোজ্য সেখানে Preliminary এবং Main উভয় পরীক্ষার জন্যই এক বার রেজিস্ট্রেশন করলেই হবে ৷
IBPS RRBs & PSBs এর উপরিউক্ত পরীক্ষাগুলোর Registration এর জন্য Documents ?
আবেদনকারীর ছবি (Photograph) | 20 kb – 50 kb (.jpeg) |
আবেদনকারীর স্বাক্ষর (Signature) | 10 kb – 20 kb (.jpeg) |
আবেদনকারীর আঙ্গুলের ছাপ (Thumb impression) | 20 kb – 50 kb (.jpeg) |
হাতে লেখা ঘোষণার স্ক্যান কপি (Declaration Copy) | 50 kb – 100 kb (.jpeg) |
IBPS এর সম্বন্ধে বিস্তারিত জানার জন্য হাইলাইট টেক্সটে ক্লিক করুন।
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।