কিছু দিন আগে আমরা আলোচনা করেছি Visakhapatnam Naval Dockyard Vacancy ও BSF Fresh 72 টি পদের Vacancy সমন্ধে । আজ আমরা Defence Sector এর অন্য আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ Vacancy Indian Military Academy Dehradun Recruitment এর সমন্ধে বিস্তারিত আলোচনা করতে চলেছি।
সূচি
IMA Dehradun Recruitment 2021 Important Dates :-
Opening Date and Time | 22 November,2021 |
Closing Date and Time | 30 December,2021 |
Daily GK এবং Current Affair এর MCQ প্রশ্ন Practice করার জন্য ক্লিক করুন
IMA Dehradun Recruitment 2021 এর Vacancy সংখ্যা –
15 টি ভিন্ন পদের জন্য সম্পূর্ণ 184টি Vacancy এর জন্য এই Notification প্রকাশ করা হয়েছে। বিভিন্ন পদ অনুসারে Vacancy এর বিন্যাস নিম্নে চার্ট এর মাধ্যমে আলোচনা করা হলো।
পদ | সংখ্যা |
Cook Special | 12 |
Cook IT | 3 |
MT Driver | 10 |
Boot Maker/ Repairer | 1 |
LDC | 3 |
Masalchi | 2 |
Waiter | 11 |
Fatigueman | 21 |
MTS | 28 |
Groundsman | 46 |
GC Orderly | 33 |
Groom | 7 |
Barber | 2 |
Equipment Repairer | 1 |
Bicycle Repairer | 3 |
Laboratory Attendant | 1 |
Total | 184 |
Swami Vivekananda Scholarship 2021 এর Eligibility Criteria, Scholarship Amount, Last Date?
IMA Dehradun Recruitment 2021 এর Educational Qualifications –
- Cook (Special) :- স্বীকৃত বোর্ড থেকে Madhyamik পাশ করতে হবে ও ভারতীয় রান্নায় পারদর্শী হতে হবে।
- Cook (IT) ) :- স্বীকৃত বোর্ড থেকে Madhyamik পাশ করতে হবে ও ITI Degree সহ ভারতীয় রান্নায় পারদর্শী হতে হবে।
- MT Driver (Ordinary Grade) :-স্বীকৃত বোর্ড থেকে Madhyamik পাশ করতে হবে ও Mechanical Transport এ পারদর্শী হতে হবে।
- Boot Maker (Ordinary Grade) :-স্বীকৃত বোর্ড থেকে Madhyamik পাশ করতে হবে ও ভারী যানবাহনের জন্য সিভিলিয়ান ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং এই ধরনের যানবাহন চালানোর দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- LDC :- স্বীকৃত বোর্ড থেকে Madhyamik পাশ করতে হবে ও সব ক্যানভাস বহন করতে সক্ষম হওয়া উচিত, টেক্সটাইল এবং চামড়া মেরামত এবং সরঞ্জাম প্রতিস্থাপন এবং বুট।
- Masalchi :- স্বীকৃত বোর্ড থেকে Higher Secondary পাশ করতে হবে , English Typing Speed 35 wpm ও Hindi Typing Speed 30 wpm হতে হবে । 10500/9000 KDPH-এর সাথে সম্পর্কিত প্রতিটি শব্দের জন্য গড়ে 5টি কী ডিপ্রেশন।
- Waiter :- স্বীকৃত বোর্ড থেকে Madhyamik পাশ করতে হবে, Masaich এর সমস্ত Duty সম্পর্কে ধারণা থাকতে হবে এবং Trade এ অভিজ্ঞতা থাকতে হবে।
- Fatigueman :- স্বীকৃত বোর্ড থেকে Madhyamik পাশ করতে হবে, Masaich এর সমস্ত Duty সম্পর্কে ধারণা থাকতে হবে এবং Trade এ অভিজ্ঞতা থাকতে হবে।
- MTS (Safaiwala) :- স্বীকৃত বোর্ড থেকে Madhyamik পাশ করতে হবে, Masaich এর সমস্ত Duty সম্পর্কে ধারণা থাকতে হবে এবং নিজের দায়িত্ব সম্পর্কে অবগত হতে হবে।
- Groundsman :-স্বীকৃত বোর্ড থেকে Madhyamik পাশ করতে হবে, এবং Trade এ অভিজ্ঞতা থাকতে হবে।
- GC Orderly :- স্বীকৃত বোর্ড থেকে Madhyamik পাশ করতে হবে, এবং Trade এ অভিজ্ঞতা থাকতে হবে।
- MTS (Chowkidar) :- স্বীকৃত বোর্ড থেকে Madhyamik পাশ করতে হবে, এবং এক বছর এর Trade এ অভিজ্ঞতা থাকতে হবে।
- Groom :- স্বীকৃত বোর্ড থেকে Madhyamik পাশ করতে হবে, এবং Groom এর সমস্ত Duty সম্পর্কে ধারণা থাকতে হবে এবং নিজের দায়িত্ব সম্পর্কে অবগত হতে হবে।
- Barber :- স্বীকৃত বোর্ড থেকে Madhyamik পাশ করতে হবে, এবং নিজের কাজে পারদর্শী হতে হবে।
- Equipment Repairer :- স্বীকৃত বোর্ড থেকে Madhyamik পাশ করতে হবে, এবং সমস্ত ক্যানভাস, টেক্সটাইল এবং বহন করতে সক্ষম হওয়া উচিত এবং leather মেরামত এবং সরঞ্জাম এবং বুট প্রতিস্থাপন সম্পর্কে ধারণা থাকতে হবে।
- Bicycle Repairer :-স্বীকৃত বোর্ড থেকে Madhyamik পাশ করতে হবে, এবং নিজের কাজে অন্তত 2বছর এর অভিজ্ঞতা থাকতে হবে।
- MTS (Messenger):-স্বীকৃত বোর্ড থেকে Madhyamik পাশ করতে হবে, এবং নিজের কাজে অন্ততপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- Laboratory Attendant:- স্বীকৃত বোর্ড থেকে Madhyamik পাশ করতে হবে, এবং একটি স্বীকৃত স্কুল বা বোর্ড থেকে একটি বাধ্যতামূলক বিষয় হিসাবে বিজ্ঞান সহ Laboratory Attendant এর এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
D.El.Ed Course (2021) এ প্রয়োজনীয় যোগ্যতা,ফি,সিলেবাস সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য জানুন
IMA Dehradun Recruitment 2021 এর বিভিন্ন পদের Salary –
নিম্নে বিভিন্ন পদের Salary নিম্নে আলোচনা করা হলো ।
Cook (Special),Cook II ,MT Driver ,Boot Maker/Repairer ,LDC এর মাসিক বেতন 19,900 থেকে 63,200 পর্যন্ত হতে পারে (Level 2) অনুসারে ও Masalchi, Waiter, Fatigueman , MTS (Safaiwalai) , Groundsman , GC Orderly ,MTS (Chowkidar) ,Groom, Equipment Repairer , Bicycle Repairer ,MTS (Massenger) , Laboratory Attendant এর বেতন 18,000 থেকে 56,900 পর্যন্ত হতে পারে (Level 1) অনুসারে ।
IMA Dehradun Recruitment 2021 এর Application Fees :-
General /OBC প্রার্থীদের জন্য মোট Fees 50 এবং ST, SC,OBC /PH ,Ex Servicemen/EWS প্রার্থীদের কোন টাকা লাগবে না আর মনে রাখবেন Application Fees কিন্তু Non Refundable।
IMA Dehradun Recruitment 2021 এর Application Process :-
- Offline Mode এ আপনাকে আবেদন করতে হবে
- অফিসিয়াল ওয়েবসাইটnic.in-এ যান
- হোম পেজে বিজ্ঞাপন খুঁজুন.
- বিজ্ঞপ্তি খুলবে এটি পড়ুন এবং যোগ্যতা পরীক্ষা করুন।
- আবেদনপত্র ডাউনলোড করুন তারপর সঠিকভাবে ফর্মটি পূরণ করুন।
শেষ তারিখ শেষ হওয়ার আগে নিম্নে প্রদত্ত ঠিকানায় পাঠান।
BSF Group C Recruitment 2021 , নতুন টি 72 পদে নিয়োগ Apply Online , Notification, Dates !
IMA Dehradun Recruitment 2021 এর Official Postal Address :-
19, Chakrata Rd.Phrase 2,Indian Military Academy Dehradun, Uttarakhand 248007
IMA Dehradun Recruitment 2021 এর Selection Process :-
মেধার ভিত্তিতে নির্বাচন করা হবে। নির্বাচন প্রক্রিয়া লিখিত পরীক্ষা এবং দক্ষতা পরীক্ষা নিয়ে গঠিত। লিখিত পরীক্ষা এবং দক্ষতা পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা প্রস্তুত করা হবে ।
IMA Dehradun Recruitment 2021 এর Official Notification Download Link :-
South Eastern Railway Recruitment 2021| Fresh 1788 Apprentice পদে নিয়োগ , জানুন বিস্তারিত
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।