এই বছরের চাকরিপ্রার্থীদের জন্য সবথেকে বড় Recruitment ইতিমধ্যে বেরিয়ে গেছেন। একসঙ্গে 30 হাজারেরও বেশি চাকরি প্রার্থীরা চাকুরী পেতে চলেছে। এই Recruitment টি একদম হাতছাড়া করবেন না। হয়তো বা আপনারা এরকম কোনো সুযোগ পাবেন এই বছরে আর। ইতিমধ্যে এই Recruitment শুরু হয়ে গেছে যদি আপনি ও এই Recruitment এর জন্য আবেদন করবেন বলে ভাবছেন, তাহলে অবশ্যই আমাদের এই আর্টিকেলটি পড়ুন আশা করি আপনাদের মনের সব প্রশ্ন দূর হয়ে যাবে।
সূচি
India Post GDS Recruitment 2022 Important Dates:-
India Post GDS Recruitment 2022 Online Application Starting | 02/05/2022 |
India Post GDS Recruitment 2022 Online Application Closing | 05/06/2022 |
India Post GDS Recruitment 2022 Vacancy সংখ্যা :-
এই Recruitment এর মাধ্যমে 38,926 জন Candidate কে নিয়োগ করা হবে Gramin Dak Sevaks (GDS)as BPM/ABPM/ Dak Sevak পদে।
Madhymik পাসেই এখন Army Eastern Command এর কাজের সুযোগ পান, জানুন বিস্তারিত
India Post GDS Recruitment 2022 এর Eligibility:-
Educational Qualification:-
- আবেদনকারীকে অবশ্যই Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম 55% মার্কস সহ Madhyamik পাস করতে হবে।
- সঙ্গে আবেদনকারীর Local Language লিখতে পড়তে ও বুঝতে তথা সম্বন্ধে বিস্তারিত ধারণা থাকা আবশ্যক।
- Additional Knowledge হিসেবে Cycle চালাতে জানা আবশ্যক কোন কোন ক্ষেত্রে Motor Cycle বা Scooter চালাতে জানলেও হবে।
Eligibility সম্বন্ধিত বিস্তারিত ধারণা আপনারা পেয়ে যাবেন Download Section এ প্রদান করা Official Notice এ, জানতে Download করুন Notice টি।
India Post GDS Recruitment 2022 এ আবেদনের Age Limit:-
যেসব আবেদনকারীরা আবেদন করতে চাইছেন এই Recruitment এর জন্য মাথায় রাখবেন আপনাদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন বয়স হতে হবে 40 ও 18। Category অনুযায়ী আবেদনকারীরা বয়সে ছাড় পাবে এ সম্বন্ধে বিস্তারিত জানার জন্য নিম্নে প্রদান করা চার্ট টি দেখুন।
Category | Age Limit |
Scheduled Caste (SC) | 5 |
Scheduled Tribe (ST) | 5 |
Other Backward Classes (OBC) | 3 |
Economically Weaker Sections (EWS) | Not Applicable |
Persons with Disabilities (PwD) | 10 |
Persons with Disabilities (PwD) + OBC | 13 |
Persons with Disabilities (PwD) + SC/ST | 15 |
রেলওয়েতে হাজারেরও বেশি কর্মী নিয়োগ কয়েকদিনের মধ্যে শেষ হচ্ছে,কি করে আবেদন করবেন ?
India Post GDS Recruitment 2022 Application Fees:-
প্রয়োজনীয় Application Fees আবেদনকারীরা শুধুমাত্র Credit/Debit Card বা Net Banking এর মাধ্যমে প্রদান করতে পারবে। Category অনুযায়ী Application Fees নিম্নে বর্ণনা করা হলো।
Category | Application Fees in INR |
General | 100 |
Female, ST,SC,PWD, Transwomen | Not Applicable |
India Post GDS Recruitment 2022 এর Salary:-
Category | Minimum TRCA for 4 Hours/Level 1 in TRCA Slab | Minimum TRCA for 4 Hours/Level 1 in TRCA Slab |
BPM | 12,000 | 14,500 |
ABPM/Dak Sevak | 10,000 | 12,000 |
শুরু হয়ে গেল SSC Phrase 10 এর মাধ্যমে কয়েক হাজারেরও বেশি পদে নিয়োগ, জানুন বিস্তারিত
India Post GDS Recruitment 2022 Application Process:-
- ভিসিট করুন India Post GDS এর অফিসিয়াল ওয়েবসাইট indiapostgdsonline.gov.in
- যদি Register Candidate না হয়ে থাকেন সর্বপ্রথম প্রয়োজনীয় তথ্য প্রদান করে Registration সম্পন্ন করুন।
- Registration Process সম্পন্ন হয়ে গেলে Log In আপনার Account এ।
- Drop Down Menu তে থাকা Apply অপশনে ক্লিক করুন।
- Recruitment টি Select করুন এবং একবার General Instructions গুলো পড়ে নিন।
- প্রয়োজনীয় তথ্য সহকারে Application Form টি সাবধানে পূরণ করুন।
- Application Form পুরণ হয়ে গেলে Offline বা Online এ প্রয়োজনীয় Application Fees প্রদান করুন।
- Application Form এবং সঙ্গে Upload করুন প্রয়োজনীয় Document গুলি । Documents Submission এর সময় মাথায় রাখবেন সব Documents যেন পরিষ্কার এবং কর্তৃপক্ষ নির্দেশিত পন্থা অবলম্বন করে আপলোড করা হয় ।
- একবার চোখ বুলিয়ে নিন প্রদান করা সমস্ত তথ্য ঠিকঠাক রয়েছে কিনা যদি Application Form পূরণ ঠিকঠাক থাকে তাহলে Application Form টি Submit করুন।
- প্রয়োজন অনুসারে আপনার Application Form টি Download ও Print Out কপি বের করুন।
India Post GDS Recruitment 2022 এর আবেদনের জন্য Important Documents:-
- সাম্প্রতিক সময়ে তোলা Photograph .jpg/.jpeg ফরমেট এ 50 KB এর মধ্যে।
- Signature .jpg/.jpeg ফরমেট এ 50 KB এর মধ্যে।
India Post GDS Recruitment 2022 এর Selection Process:-
India Post GDS Recruitment 2022 এর Selection সম্পন্ন হবে Automatically Generated Merit List এর মাধ্যমে । আপনার Pass Marks এর অনুযায়ী Merit List তৈরি করা হবে।এই পদ্ধতি সম্বন্ধে বিস্তারিত জানার জন্য Download Section এ প্রদান করা Official Notice টি দেখুন।
Purulia Asha Karmi Recruitment 2022 : শতাধিক আশা কর্মী নিয়োগ শেষ হচ্ছে মাত্র কয়েকদিনেই !
India Post GDS Recruitment 2022 এর Important Links:-
India Post GDS Recruitment 2022 Official Notice Download Link | Click Here |
Apply Now | Click Here |
Google News | Follow Us |
FAQ:-
1. Indian Post GDS Recruitment 2022 Notification Download করবেন কিভাবে?
ANS:- Download Section এ প্রদান করা Official Notice টি দেখুন।
2. Indian Post GDS Recruitment 2022 কবে থেকে Start হবে?
ANS:-02/05/2022
3. Indian Post GDS Recruitment 2022 Application Last Date কি?
ANS:- 05/06/2022
4. কত গুলো Vacancy তে নিয়োগ করা হবে Indian Post GDS Recruitment 2022 এর মাধ্যমে?
ANS:- 38,926 জন
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।