Indian Army চাকরিপ্রার্থীদের জন্য একের পর এক সুযোগ নিয়ে আসছে। গতকাল আমরা আলোচনা করেছি । কাল আমরা আলোচনা করেছি Indian Army SSC Tech Recruitment 2022 এর সম্বন্ধে যার Recruitment গতকাল থেকে শুরু হয়ে গেছে। আজ আমরা বিস্তারিত আলোচনা করবো Indian Army এর অপর Indian Army NCC Special Entry Scheme এর সমন্ধে বিস্তারিত।
সূচি
Indian Army NCC Special Entry Scheme Important Dates:-
Indian Army NCC Special Entry Scheme Online Application Starting | 15/03/2022 |
Indian Army NCC Special Entry Scheme Online Application Closing | 13/04/2022 |
Indian Army NCC Special Entry Scheme Vacancy সংখ্যা :-
Category | Vacancy সংখ্যা |
NCC Men | 50 |
NCC Women | 3 |
Total | 53 |
Indian Army NCC Special Entry Scheme Eligibility :-
আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে । তাছাড়া আবেদনকারী যদি Nepal, Bhutan, Tibetan , Sri Lanka, Pakistan, Vietnam সহ আফ্রিকা মহাদেশের দেশ থেকে এসে ভারতবর্ষের নাগরিকত্ব নেয় , তারাও আবেদন করতে পারবে Indian Army NCC Special Entry Scheme এর জন্য।
Indian Army NCC Special Entry Scheme Educational Qualification:-
প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুসারে ন্যূনতম 50% সহ Graduation পাস সহ দুই/তিন বছর এ Senior Division/ Wg তে 2 বা 3 বছর কাজ করতে হবে এবং সঙ্গে NCC C Certificate থাকতে হবে । এ সম্বন্ধে বিস্তারিত আমরা আলোচনা করব Officially Qualification আপডেট করা হলে।
Indian Army NCC Special Entry Scheme এ আবেদনের জন্য Age Limit:-
01/10/2022 এর সব অনুযায়ী আবেদন করে বয়স হতে হবে 20 থেকে 27 এর মধ্যে। সরকারের নিয়ম অনুসারে আবেদনকারীরা বয়সে ছাড় পাবে।
Indian Army NCC Special Entry Scheme এর Application Fees:-
কোনো রকমের Application Fees এর প্রয়োজন পড়বে না।
Indian Army NCC Special Entry Scheme এর Salary:-
পদ অনুসারে Salary ভিন্ন হবে তাও Salary শুরু হতে পারে 56,000 থেকে এবং সর্বোচ্চ Salary হতে পারে 2,50,000 হতে পারে।
Indian Army NCC Special Entry Scheme এর Application Process:-
- যেই সব আবেদনকারীরা এই Recruitment এর জন্য আবেদন করতে চাইছেন তাদের সর্বপ্রথম ভিজিট করতে হবে এর Official Website https://joinindianarmy.nic.in/
- First Time User হলে সর্বপ্রথম Registration সম্পন্ন করুন।
- প্রাপ্ত Details প্রদান করে Application Form টি পূরণ করুন যথাযথ তথ্য সহকারে ও Application Form টি Submit করুন।
- এবার Application Form টি Download করুন এবং প্রয়োজনে Print Out কপি বের করুন।
Indian Army NCC Special Entry Scheme এর আবেদনের জন্য Important Documents:-
- Self Attested Madhyamik এর Certificate এবং Mark Sheet
- Self Attested Higher Secondary এর Certificate এবং Mark Sheet
- Self Attested Graduation পাস এর Certificate এবং Mark Sheet
- আপনি যে অবিবাহিত তার প্রমান পত্র।
- NCC C Certificate
- Physically Casualty Certificate
Indian Army NCC Special Entry Scheme Selection Process:-
Indian Army NCC Special Entry Scheme এ Recruitment মূলত চার টি পর্যায়ে সম্পন্ন হয়ে থাকে। যথা
- Scrutiny of Applications
- SSB/ Interview
- Document Verification
- Medical Examination
Indian Army NCC Special Entry Scheme Important Links:-
Indian Army NCC Special Entry Scheme Official Notification Download | Click Here |
Indian Army NCC Special Entry Scheme Apply Online Link | Click Here |
Official Website | Click Here |
Google News | Follow Us |
FAQ:-
1. Indian Army NCC Special Entry Scheme Official Website কি ?
2. Indian Army NCC Special Entry Scheme এর জন্য আবেদন এর Starting Date কি ?
ANS:- 15/03/2022
3. Indian Army NCC Special Entry Scheme Last Date কি ?
ANS:- 13/04/2022
4. কতো গুলো Vacancy তে নিয়োগ করা হবে Indian Army NCC Special Entry Scheme এর মাধ্যমে?
ANS:- 53
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।