সম্প্রতি প্রকাশিত হয়েছে SSC এর Junior Engineer Examination (JEE) 2019 এর Paper II পরীক্ষার Result । SSC এর JEE 2019 এর মাধ্যমে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং কোয়ান্টিটি সার্ভেয়িং অ্যান্ড কন্ট্রাক্টস নিয়োগের পরীক্ষা নেওয়া হয়েছিল । JEE 2019 এর Paper-I পরীক্ষার ফলাফল 01.03.2021 তারিখে ঘোষণা করা হয়েছিল । বাঁকি ছিল Paper II পরীক্ষার Result । উল্লিখিত Paper-I এর ফলাফলের ভিত্তিতে, মোট 5,681 জন প্রার্থী Paper II এর পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য হয়েছিলেন যার মধ্যে Civil Engineering এর জন্য ছিল 4,750 জন এবং Electrical/ Mechanical এর জন্য ছিল 931 জন ।
সমস্ত সফল প্রার্থীদের একটি অস্থায়ী তালিকা তৈরি করা হয়েছে । যাদের রোল নম্বর তালিকায় রয়েছে, তাদের Document Verification এর জন্য ডাকা হবে । সফল সমস্ত যোগ্য প্রার্থীদের Document Verification এর জন্য উপস্থিত হতে হবে । যে প্রার্থীরা ডকুমেন্ট ভেরিফিকেশনে অনুপস্থিত থাকবেন তাদের চূড়ান্ত নির্বাচনের জন্য বিবেচনা করা হবে না ।
সূচি
JEE 2019 এর Cut-off Marks:-
SSC কর্তৃক নির্ধারিত Paper I এবং Paper II মিলিয়ে উত্তীর্ণ প্রার্থীদের Document Verification এর জন্য যে Cut off Marks হয়েছে তা নিম্নে বিস্তারিতভাবে Civil Engineering এবং Mechanical /Electrical Engineering এর জন্য আলাদা আলাদা করে প্রদান করা হয়েছেঃ
Civil Engineering:-
ক্যাটাগরি | Cut-off Marks (Paper 1 + Paper 2) | প্রার্থীর সংখ্যা |
SC | 235.51753 | 442 |
ST | 243.00962 | 212 |
OBC | 265.07317 | 1078 |
EWS | 270.40837 | 428 |
UR | 315.55189 | 336 |
OH | 169.02096 | 20 |
HH | 122.79162 | 16 |
মোট | —- | 2532 |
*উল্লেখিত প্রার্থীদের ছাড়াও, 64 SC, 32 ST, 448 OBC এবং 193 EWS প্রার্থীদের UR কাট-অফের যোগ্যতা তাদের নিজ নিজ বিভাগের অধীনে দেখানো হয়েছে ।
Mechanical /Electrical Engineering:-
ক্যাটাগরি | Cut-off Marks (Paper 1 + Paper 2) | প্রার্থীর সংখ্যা |
SC | 282.92003 | 54 |
ST | 281.13827 | 28 |
OBC | 307.83378 | 162 |
EWS | 311.41869 | 68 |
UR | 333.85804 | 38 |
OH | 242.17877 | 08 |
HH | —- | —- |
মোট | —- | 358 |
*উল্লেখিত প্রার্থীদের ছাড়াও, 04 SC, 03 ST, 66 OBC এবং 31 EWS প্রার্থীদের UR কাট-অফের যোগ্যতা তাদের নিজ নিজ বিভাগের অধীনে দেখানো হয়েছে।
JEE 2019 এর Paper II এর পরীক্ষায় প্রাপ্ত Minimum Qualifying Marks: –
ক্যাটাগরি | নম্বর |
UR | 30% |
EWS/ OBC | 25% |
All other Categories | 20% |
JEE 2019 এর Document Verification:-
- চলতি বছর অর্থাৎ 2021 সালের December মাসের দ্বিতীয়ার্ধে Document Verification করা হবে ।
- ডকুমেন্ট ভেরিফিকেশনে উপস্থিত হওয়ার জন্য যোগ্য প্রার্থীদের Admit Card গুলি Document Verification এর আগে সংশ্লিষ্ট আঞ্চলিক অফিসের ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে ।
- যদি কোনো প্রার্থী, তার Admit Card ডাউনলোড করতে সমস্যার সম্মুখীন হন, তাহলে তাকে অবিলম্বে সংশ্লিষ্ট আঞ্চলিক অফিসে যোগাযোগ করতে হবে । অ্যাডমিট কার্ড ডাউনলোড নিশ্চিত করার দায়িত্ব শুধুমাত্র প্রার্থীদের নিজের ।
- যোগ্য এবং অ-যোগ্য প্রার্থীদের মার্কস 30.11.2021 তারিখে কমিশনের ওয়েবসাইটে প্রদান করা হবে ।
- প্রার্থীরা 30.11.2021 তারিখ থেকে 19.12.2021 তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন নম্বর এবং নিবন্ধিত পাসওয়ার্ড ব্যবহার করে তাদের প্রাপ্ত নম্বরগুলি দেখে নিতে পারবে ।
JEE 2019 এর Detailed Option Form:-
JEE 2019 এর Final vacancies:-
JEE 2019 Result :-
Civil Engineering Result Download Link
Electrical / Mechanical Result Download Link
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।