সম্প্রতি স্কুল শিক্ষার্থীদের জন্য প্রকাশিত হয়ে গেছে বড়সড় আপডেট । বিশেষ করে Madhyamik শিক্ষার্থীদের ক্ষেত্রে । ইতিমধ্যে আপনারা হয়তো জেনে গেছেন Madhyamik, Higher Secondary ও Madrasah বোর্ডের Test Exam সম্পর্কিত নোটিশ । আজ আমরা আলোচনা করতে চলেছি Madhyamik Test Exam সম্পর্কিত নোটিশ এর।
হয়তো আপনারা জানেন যে সমগ্র বিশ্বে করোনা সংক্রমনের সংখ্যা ঊর্ধ্বমুখী । Omicron নামক Corona Virus এর variant এর কারণে সমগ্র বিশ্বেই Covid আক্রান্ত ব্যক্তিদের সংখ্যা বেড়েই চলেছে যার ফলস্বরূপ পুনরায় সমগ্র বিশ্বের বিভিন্ন দেশে Lock Down সহ বিভিন্ন Covid Guidelines গুলি পালন করতে হচ্ছে । এমত অবস্থায় Madhyamik এর পাঠক্রম আগামী বিষম পরিস্থিতিতে সচল রাখার উদ্দেশ্যে West Bengal Board of Secondary Education Test Exam সম্পর্কিত Official Notice প্রকাশ করেছে ।
Madhyamik Routine 2022 (Updated) এখনই জেনে নিন Official Notice সহ
আপনারা সকলেই জানেন গত দুই বছর থেকে Covid সংক্রান্ত কারণে সমস্ত শিক্ষা ব্যবস্থা সহ পরীক্ষাগুলি প্রায় বন্ধ হয়ে রয়েছে । গতকাল অর্থাৎ 01.12.2021 তারিখে WBBSE বোর্ড কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি নং- DS/ACA/524/T/76 এর মাধ্যমে Madhyamik Test Exam এর সম্পর্কে নোটিশ জারি করেছে । নোটিসে উল্লেখিত গুরুত্বপুন Point গুলি নিম্নে বর্ণনা করা হলো ।
- অন্যান্যবার Madhyamik Test Exam ঐচ্ছিক হলেও এইবার অর্থাৎ 2022 সালের Madhyamik Test Exam গ্রহণ করা প্রতিটি স্কুলের ক্ষেত্রে অনিবার্য ।
- 13 December থেকে 24 December এর মধ্যেই পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে Madhyamik Test Exam নিতে হবে ।
- সমস্ত Main বিষয়গুলির পরীক্ষা নেওয়া হবে Madhyamik এর Reduce Syllabus এর ওপর।
- সমস্ত বিষয়ের প্রশ্নপত্র সংশ্লিষ্ট স্কুলকেই তৈরি করতে হবে ।
- পরীক্ষার মূল্যায়ণকিন্তু নিজ স্কুলেই হবে ।
- স্কুলে তৈরি করা প্রশ্নপত্রে সংশ্লিষ্ট স্কুলের নাম থাকতে হবে এবং তা পরবর্তীকালে বোর্ডের কাছে testpaperwbbse@gmail.com এ বা Deputy Secretary (Academic) at 6th Floor ,Nivedita Bhawan, DJ -8 Sector 11, Bidhannagar ,Kolkata -700091 তে পাঠাতে হবে ।
- পরীক্ষা কবে এবং কেমন নেবে তা সংশ্লিষ্ট স্কুল ঠিক করতে পারবে ।
- পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে Covid বিধি মানা বাধ্যতামূলক ।
- সংশ্লিষ্ট স্কুলকে Test Exam এর উত্তরপত্র সংগ্রহ করে ভবিষ্যতে ব্যবহারের জন্য রাখতে হবে ।
- কোনো কারণে যদি ভবিষ্যতে Madhyamik পরীক্ষা গ্রহণ সম্ভব না হয়ে থাকে সে ক্ষেত্রে Test Exam ও Practical/Projects এর ওপর ভিত্তি করেই Result তৈরি করা হবে ।
Madhyamik Exam Syllabus 2022 PDF Download সহ ডিটেইলস এ Syllabus ও Mark Divison
মনে রাখবেন, এখনো পর্যন্ত Test Exam কেই Final Result হিসাবে গ্রহণ করার তেমন কোনো অবকাশ নেই কারণ সমগ্র ভারতবর্ষে Corona সংক্রমণের বৃদ্ধির হার নিম্নমুখী কিন্তু কোন কারণে যদি বিপরীত পরিস্থিতিতে Madhyamik Exam বন্ধ রাখতে হয় সে ক্ষেত্রে আপনার রেজাল্ট তৈরীর ক্ষেত্রে উপরিউক্ত পয়েন্টগুলি কার্যকর হবে। যেইসব পরীক্ষার্থীরা ইতিমধ্যে Test Exam দিয়ে ফেলেছেন, তাদের এইসব নিয়ে মাথা ঘামিয়ে কাজ নেই কিন্তু যারা এখন পরীক্ষা দেননি তারা অবশ্যই Test Exam টি দিন।
Madhyamik Test Exam (2021) সম্বন্ধিত জারি করা Notice Download করার জন্য নিচে দেওয়া Download বাটনে Click করুন।
Daily GK এবং Current Affair এর MCQ প্রশ্ন Practice করার জন্য ক্লিক করুন
সূচি
FAQ:-
1. যদি তোমার বিদ্যালয় Test পরীক্ষা ইতিমধ্যে হয়ে থাকে এবং তুমি না দিয়ে থাকো তাহলে কি করতে পারো ?
ANS:- অবশ্যই বিদ্যালয় যোগাযোগ করে শিক্ষক-শিক্ষিকা সাহায্য নাও ।
2. দাদা আমারTest Exam এর Preparation একদম নেই আমি কি করতে পারি ?
ANS:- চিন্তা করার কোন দরকার নেই সবারই মোটামুটি একই অবস্থা কোন সমস্যা হবে না।
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।