সম্প্রতি Madrasah Board ও Higher Secondary Board এ আগত উচ্চমাধ্যমিক পরীক্ষার Mode ও পদ্ধতি সম্বন্ধিত এক নোটিশ প্রকাশ করেছে। আজকের আর্টিকেলে আমরা এই নোটিস দুটির সম্বন্ধে আলোচনা করতে চলেছি।
Corona এর প্রকোপে কারো অজানা নয় । শুধুমাত্র Covid এর কারণেই গত প্রায় গত দুই বছর শিক্ষাব্যবস্থা সম্পূর্ণরূপে অচল ছিল, যা পরিস্থিতি ভালো হওয়ার সঙ্গে সঙ্গে আবার সচল হয়েছে। এখনও পর্যন্ত পরিস্থিতি সম্পূর্ণরূপে আয়ত্তের মধ্যে না আসার কারণে যে এবার পরীক্ষা Home Center বা নিজ নিজ স্কুলে নেওয়া হবে এইমতো ধারণা মোটামুটি সবারই ছিল । গতকাল এই বিষয়টি উপর একরকম অফিশিয়ালি সিলমোহর পরলো।WBCHSE ও Madradah Board উভয় তাদের অফিসের ওয়েবসাইট নোটিফিকেশনের মাধ্যমে এরূপ জানিয়েছেন।
অফিশিয়াল নোটিশ অনুযায়ী Higher Secondary পরীক্ষার ক্ষেত্রে Enrollment Form এর Percentage of Attendance এর স্থানে Online Class এর ভিত্তিতে পূরণ করার কথা বলেছেন কর্তৃপক্ষ এবং Madrasah Board এর ক্ষেত্রে Madrasah Board বোর্ড জানিয়ে দিয়েছে যে 16th December এর মধ্যে Printed Enrollment Form এর Distribution শেষ করতে হবে এবং 14th January,2022 এর মধ্যে Enrollment Form এর Fill Up করতে হবে। নিম্নে প্রদান করার ডাউনলোড বাটনে আপনারা WBCHSE Board ও Madraah বোর্ড এর অফিশিয়াল নোটিশ এর কপি ডাউনলোড করতে পারবেন।
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।