নবান্ন স্কলারশিপ এর জন্য কেমন করে আবেদন করবেন ? | Nabanna Scholarship 2022 Online Apply, Last Date, Eligibility, Amount more!

Nabanna Scholarship 2022  in Bengali | Uttarkanya Scholarship | Nabanna Scholarship Online Apply  | Chief Minister Relief Fund Scholarship 2022  | নবান্ন স্কলারশিপ  | উত্তরকন্যা স্কলারশিপ  |Nabanna Scholarship Form PDF 

West Bengal Chief Minister Relief Fund যা দক্ষিণবঙ্গের ছাত্রছাত্রীদের কাছে Nabanna Scholarship (নবান্ন স্কলারশিপ 2022) নামে এবং উত্তরবঙ্গের ছাত্রছাত্রীদের কাছে Uttarkanya Scholarship নামেও পরিচিত । দীর্ঘ সময় ধরে পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে আর্থিক ভাবে সাহায্য করে চলেছে এই Nabanna Scholarship বা Uttarkanya Scholarship । আমরা ইতিপূর্বে ছাত্রছাত্রীদের জন্য West Bengal Student Credit Card , Rupashree Prakalpa, Kanyasree Prakalpa, WB OASIS অন্তর্গত SC/ST/OBC Scholarship, Swami Vivekananda Merit Cum Means Scholarship, Sitaram Jindal scholarship এবং Central Sector Scholarship সম্বন্ধে আলোচনা করেছি । এক ক্লিক এর মাধ্যমে আপনি Scholarship  গুলি সমন্ধে বিশদে জানতে পারবেন । আজ আমাদের আলোচনার বিষয় Nabanna Scholarship  বা Uttarkanya Scholarship সম্পর্কে, কি এই Nabanna  Scholarship , কারা এই Scholarship টি পাওয়ার যোগ্য, কেমন করে পাওয়া যাবে এই Scholarship সহ অন্যান্য সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় সমুহ । 

Nabanna Scholarship বা Uttarkanya Scholarship কী?

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রতিবছর প্রচুর ছাত্র-ছাত্রীদের জন্য Scholarship প্রদান করা হয়ে থাকে । যা আগে Chief Minister Relief Fund নামে পরিচিত ছিল, কিন্তু বর্তমানে স্থান বিশেষে তা উত্তরবঙ্গে Uttarkanya Scholarship এবং দক্ষিণবঙ্গে Nabanna Scholarship নামে পরিচিত । এই Scholarship টির গুরুত্বপূর্ণ বিষয় হলো, যেসব ছাত্র ছাত্রীরা কোনো কারণবশত উচ্চমাধ্যমিক বা H.S পরীক্ষায় 75% নম্বর পাননি তাদের জন্য এই Scholarship টি খুব সাহায্যকারী ভুমিকা পালন করে । কারণ, 55% থেকে 65% নম্বর প্রাপ্ত ছাত্রছাত্রীরাও এই Scholarship এর জন্য আবেদন করতে পারবেন । 

Nabanna Scholarship 2022 প্রদানের উদ্দেশ্য কি ?

Nabanna Scholarship বা Uttarkanya Scholarship প্রদানের উদ্দেশ্যগুলি হল-

  • উচ্চমাধ্যমিক স্তর থেকে শুরু করে গবেষণা স্তর পর্যন্ত মেধাবী ছাত্র-ছাত্রীদের আর্থিক সাহায্য প্রদান করা।
  • দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় আগ্রহী করে তোলা।
  • মেধাবী ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান করা যাতে তারা উচ্চ শিক্ষা গ্রহণ করে নিজেদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করে তুলতে পারে।

Nabanna Scholarship 2022 Important Dates:- 

আবেদনকারীরা মোটামুটি সারা বছরই আবেদন করতে পারে এই Scholarship এর জন্য ।

Nabanna Scholarship 2022 এর জন্য কারা আবেদন করতে পারবে?

পশ্চিমবঙ্গের যে সকল ছাত্রছাত্রীরা স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Higher Secondary পাস করেছে 55% থেকে 65% Marks সহ তারা সবাই আবেদন করতে পারবে এই Scholarship এর জন্য।

Nabanna Scholarship 2022 Eligibility:-

Nationality:- 

আবেদনকারী ছাত্র-ছাত্রীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে ।

Educational Qualification:-

  1. উক্ত ছাত্র-ছাত্রীকে পশ্চিমবঙ্গের কোন স্বীকৃত বোর্ড, কাউন্সিল বা বিশ্ববিদ্যালয় থেকে নিম্নে Madhyamik পাস হতে হবে ।
  2. এই Scholarship এর জন্য আবেদন করতে মাধ্যমিক শিক্ষার্থীদের ক্ষেত্রে 65%, উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের ক্ষেত্রে 60% এবং কলেজ শিক্ষার্থীদের ক্ষেত্রে 55% নম্বর লাগবে ।
  3. 75% নম্বর প্রাপ্ত ছাত্রছাত্রীরা Nabanna Scholarship বা Uttarkanya Scholarship এর জন্য কোনো ভাবেই আবেদনের জন্য যোগ্য নন । সেক্ষেত্রে তাদের অন্যান্য স্কলারশিপগুলো তে আবেদন করতে হবে । 
  4. আবেদনকারী যদি SC/ST/OBC Scholarship, Swami Vivekananda Merit Cum Means Scholarship, Central Sector Scholarship এবং Sitaram Jindal scholarship সহ অন্যান্য যেকোনো Scholarship পেয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে উক্ত আবেদনকারী এই Scholarship এর জন্য আবেদন করার জন্য যোগ্য নন ।

Family Income:- 

আবেদনকারীর পরিবারের বাৎসরিক আয় 60,000 টাকার কম হতে হবে । 

Nabanna Scholarship 2022 Selection Process:-

  • Nabanna Scholarship বা Uttarkanya Scholarship পাওয়ার জন্য ছাত্রছাত্রীদের যোগ্যতা এবং পারিবারিক আয় এর ভিত্তিতে বিচার করা হয়ে থাকে ।
  • কর্তৃপক্ষ আপনার আবেদনপত্র সঠিকভাবে খুঁটিয়ে দেখার পর আপনার আবেদনপত্র গ্রহণ করা হয়েছে কিনা তার জন্য ছাত্র-ছাত্রীর বাড়িতে একটি চিঠি পাঠিয়ে দেওয়া হয় ।
  • সেই চিঠিতে একটি নির্দিষ্ট তারিখের উল্লেখ থাকে এই দিনে ছাত্র-ছাত্রীদের Nabanna বা Uttarkanya তে গিয়ে Scholarship এর অর্থের চেকটি সংগ্রহ করতে হয় ।

Nabanna Scholarship 2022 এর Scholarship Amount/ Benefits:-

Nabanna Scholarship বা Uttarkanya Scholarship এর মাধ্যমে General Course এ পাঠরত ছাত্রছাত্রীদের বছরে 10,000 টাকা এবং Diploma বা B.Tech Course এ  পাঠরত ছাত্রছাত্রীদের বছরে 20,000 টাকা করে প্রদান করা হয় । 

Nabanna Scholarship 2022 এর Application Process :-

Nabanna Scholarship বা Uttarkanya Scholarship এর আবেদন প্রক্রিয়ার সম্পূর্ণরূপে Offline এই হয়ে থাকে, কিন্তু বর্তমানে Covid-19 মহামারির জটিল পরিস্থিতির জন্য Application Form টি Email এর মাধ্যমেও গ্রহণ করা হচ্ছে । Physically Office এ গিয়ে বা Post এর মাধ্যমে Application Form Submit টিই বেশী গ্রহণযোগ্য।

  • নিম্নে প্রদান করা Link Section থেকে Application Form টি Download করুন।
  • Application Form টি Print Out করুন A4 Size Paper এ।
  • অত যত্ন সহকারে পূরণ করুন Application Form টি।
  • সঙ্গে Attach করুন Documents গুলি নির্দেশ অনুযায়ী।
  • এবং পাঠিয়ে দিন Post এর মাধ্যমে বা গিয়ে জমা দিন Nabanna বা Uttarkanya তে। (উত্তরবঙ্গ বাসীদের জন্য Uttarkanya ও দক্ষিণবঙ্গ বাসীদের জন্য Nabanna Office এ)

Nabanna Office Address:-

Nabanna, 14th Floor, 325 Sarat Chatterjee Road, Shibpur, Howrah- 711102

Uttarkanya Office Address:-

Uttarkanya P.O.Satellite Township, Fulbari, Jalpaiguri-734015

Nabanna Scholarship 2022 আবেদনের জন্য Important Documents:-

  1. আবেদনকারীর সর্বশেষ পরীক্ষার অর্থাৎ আগের বছরের পরীক্ষার মার্কশীট ।
  2. বর্তমান কোর্সে ভর্তির বিবরণ বা রশিদ ।
  3. আবেদনকারীর আধার কার্ড ।
  4. কোনো A ক্যাটাগরি অফিসারের কিংবা সভাপতি/সভাধিপতি কাছ থেকে নেওয়া পারিবারিক বার্ষিক ইনকামের সার্টিফিকেট ।
  5. নিজস্ব এলাকার M.L.A বা M.P এর সুপারিশপত্র ।
  6. নিজের স্ব-ঘোষনাপত্র (Self Declaration Form) ।

Nabanna Scholarship 2022 Renewal:-

এই Scholarship টি আলাদা করে Renew করার দরকার পরবে না। যেই Course এর জন্য আবেদনকারী আবেদন করেছে সেই Course চলা অবধি আবেদনকারী এই Scholarship এর টাকা পেয়ে যাবে।

Nabanna Scholarship 2022 এর টাকা কখন (Duration) কোন সময়ের জন্য দেওয়া হয় ?

এই Scholarhip বছরে একবার করে দেওয়া হয়। Post Matric অর্থাৎ উচ্চমাধ্যমিক  স্তর থেকে Post Graduate স্তর পর্যন্ত এই Scholarhip টি প্রদান করা হয়। 

Nabanna Scholarship 2022 Bank Account সমন্ধিত Details:-

Scholarship পেতে গেলে শিক্ষার্থীদের নিজেদের নামে একটি  Savings Bank Account থাকতে হবে। তবে বিদ্যালয় স্তরের শিক্ষার্থীদের নিজেদের নামে Bank Account না থাকলেও চলবে তাদের পিতামাতা বা যেকোনো অভিভাবকের Bank Account থাকলে চলবে, কিন্তু বিদ্যালয়ের ঊর্ধ্বে শিক্ষার্থীদের জন্য নিজেদের নামে Bank Account থাকতে হবে। খেয়াল রাখতে হবে যেন Bank Account এর সঙ্গে Aadhar Card সংযুক্ত থাকে।

Nabanna Scholarship 2022 Contact Details:-

Nabanna Scholarship বা Uttarkanya Scholarship সম্বন্ধিত কোন সমস্যা তৈরি হলে আবেদনকারীদের নবান্ন বা উত্তরকন্যা তে যোগাযোগ করতে হবে । ফোন কলের মাধ্যমেও নিজের সমস্যা জানাতে পারবেন অথবা ভিজিট করতে পারেন নিম্নে দেওয়া ওয়েবসাইটে । 

  • Phone Number:- (033)2214 1902 অথবা (033) 2253 5278
  • Fax:-( 033)2214 3528
  • Email:- [email protected] 
  • Official Website :- http://wbcmo.gov.in/

Nabanna Scholarship 2022 Important Links:-

Nabanna Scholarship 2022 Official Notification Download Link  Click Here 
 Nabanna Scholarship 2022 Application Form Download Link Click Here
Apply Now Click Here
Google News  Follow Us 
Join Us on Telegram  Click Here 

FAQ:-

  1. Nabanna Scholarship এর Official Website কোনটি ?

 ANS:- http://wbcmo.gov.in/

    2. Nabanna Scholarship 2022 এর Official PDF কোনটি ?  

ANS:- উভয় PDF দেওয়া হয়েছে Download বাটনে ক্লিক করে Download করতে পারবেন।

3. Nabanna Scholarship 2022 Online Application Last Date কি?

ANS:- এই Scholarship আবেদনের কোন শেষ তারিখ নেই’ । 

4. Nabanna Scholarship 2022 Online Application Starting Date কি?

ANS:- এই Scholarship আবেদনের কোন শেষ তারিখ নেই’ । 

5. Nabanna Scholarship 2022 Application Process কি?

ANS:- উপরে Application Process সেকশনে বিস্তারিত আলোচনা করা রয়েছে ।

6. Nabanna Scholarship 2022 Application Form PDF Download Link কোনটি ? 

ANS:-Download Section এ প্রদান করেছি ক্লিক করে Download করতে পারবেন।

   

 

   

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 821

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *