নতুন বছরের নতুন Recruitment নিয়ে আমরা চলে এসেছি । National Building Construction Corporation Limited 6টি ভিন্ন পোষ্ট এর মোট 70 টি Vacancy এর sarkar Fresh Recruitment প্রকাশ করেছে । আজ এই আর্টিকেল এর মাধ্যমে NBCC Recruitment 2022 এর সম্বন্ধে বিস্তারিত আলোচনা করতে চলেছি।
NBCC Recruitment 2022 Important Dates:-
NBCC Recruitment 2022 Application Starting Date and Time | 09/12/2021 |
NBCC Recruitment 2022 Application Closing Date and Time | 08/01/2022 |
NBCC Recruitment 2022 এর Vacancy সংখ্যা :-
24 November,2021 এ প্রকাশ করা NBCC Recruitment এর মাধ্যমে 70 টি পদের জন্য Vacancy বের করা হয়েছে। নিম্নে চার্ট এর মাধ্যমে বিস্তারিত আলোচনা করা হলো।
Post | Vacancy |
Dy. Project Manager | 10 |
Management Trainee (Civil) | 40 |
Management Trainee (Electrical) | 15 |
Project Manager (Civil) | 01 |
Sr. Stenographer | 01 |
Office Assistant | 03 |
Total | 70 |
NBCC Recruitment 2022 এর Education Qualifications :-
যে প্রার্থী NBCC Recruitment 2022 -এর চাকরির পদের জন্য আবেদন করবেন তার অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাসের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
Darjeeling Asha Karmi Recruitment 2022 | 250 এরও বেশী পদে নিয়োগ হতে চলেছে , জানুন বিস্তারিত !
NBCC Recruitment 2022 এ আবেদনের জন্য Age Limit:-
NBCC Recruitment 2022 -এর অধীনে বিভিন্ন পদের জন্য বিভিন্ন বয়সসীমা রয়েছে যা নীচের সারণীতে ব্যাখ্যা করা হয়েছে। সর্বনিম্ন বয়স সীমা 18 বছর এবং সর্বোচ্চ বয়স সীমা নিম্নোক্ত ।
Post Name | Maximum Age (Years) |
Dy. Project Manager | 33 |
Management Trainee (Civil) | 29 |
Management Trainee (Electrical) | 29 |
Project Manager (Civil) | Gen/EWS -47
OBC-50 ST/SC- 52 |
Sr. Stenographer | OBC-28 |
Office Assistant | OBC-25 |
NBCC Recruitment 2022 এর Salary:-
NBCC Recruitment 2022 -এর অধীনে বিভিন্ন পদের জন্য বিভিন্ন বেতন কাঠামো রয়েছে যা নীচের সারণীতে ব্যাখ্যা করা হয়েছে।
Post | Salary (Rupees) |
Dy. Project Manager | 50000 – 160000 |
Management Trainee (Civil) & (Electrical) | 40000 – 140000 |
Project Manager (Civil) | 60000 – 180000 |
Sr. Stenographer | 24640 |
Office Assistant | 18430 |
NBCC Recruitment 2022 এর Application Fees:-
NBCC Recruitment 2022-এর বিভিন্ন বিভাগের প্রার্থীর জন্য বিভিন্ন আবেদন ফি প্রযোজ্য যা নীচের সারণীতে ব্যাখ্যা করা হয়েছে।
Post | Application Fees |
General | 500 |
SC, ST, PwBD | Nil |
RRB Group D Exam Date 2021 Out, Application Modification Link , Answer Key , Eligibility !
NBCC Recruitment 2022 এর Application Process:-
প্রার্থীদের NBCC Recruitment 2022 -এর জন্য 9th December, 2021 থেকে 8th January, 2022 পর্যন্ত অনলাইনে আবেদন করতে হবে।
- NBCC এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.nbccindia.com/ দেখুন
- “CAREER within Human Resources” বিভাগের অধীনে, নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন।
- বেসিক Registration Form টি পূরণ করুন এবং Registration Number /User ID লিখে রাখুন।
- Log In করুন এবং অনলাইন আবেদন ফর্মটি পূরণ করুন (প্রার্থীদের জন্য নির্দেশাবলী পড়ুন, পোস্ট নির্বাচন, যোগ্যতার মানদণ্ড, ব্যক্তিগত বিবরণ, শিক্ষাগত যোগ্যতার বিবরণ, নথি আপলোড করুন, পরীক্ষার শহর নির্বাচন করুন ।
- OBC/ST/SC/PwBD/Ex-Ser/বিভাগীয় প্রার্থীদের জন্য প্রযোজ্য আপনার সাম্প্রতিক ছবি, স্বাক্ষর, শংসাপত্র আপলোড করুন।
- Application Feed অনুযায়ী ক্রেডিট/ডেবিট কার্ড/নেট-ব্যাঙ্কিং/ইউপিআই-এর মাধ্যমে অর্থপ্রদান করুন
- ভবিষ্যত রেফারেন্সের জন্য পূরণকৃত আবেদনপত্র ডাউনলোড এবং প্রিন্ট করুন।
NBCC Recruitment 2022 এর Selection Process:-
যে প্রার্থীরা NBCC Recruitment 2022 -এর জন্য আবেদন করবেন তারা নির্বাচন প্রক্রিয়ার দুটি ধাপের মধ্য দিয়ে যাবে যা নিম্নলিখিত পয়েন্টগুলিতে রয়েছে।
- Written Exam (CBT)
- Interview
NBCC Recruitment 2022 এর Important Links:-
Official Notification Download | Click Here |
Apply Now | Click Here |
FAQ:-
1. NBCC Recruitment 2022 এর জন্য আবেদনের Last Date কি?
ANS:- 9 th January,2022
2. কোন Website থেকে আপনি NBCC Recruitment 2022 এর জন্য আবেদন করতে পারবেন?
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।