National Council for Vocational Training (NCVT) 2nd Year 2022 সালের 3rd ও 4th Semester এর Result প্রকাশ করেছে Official Website তে । প্রসঙ্গত এই Exam টি নেওয়া হয়ে ছিলো আগের বছরের August/September মাসে।
আমাদের Website এ সাধারণত Vocational শিক্ষা সম্বন্ধিত বিভিন্ন আপডেট প্রকাশ করি না। কিন্তু আপনাদের অনেকেরই অনুরোধ পেয়েছি এই সমস্ত নিয়মিত আপডেট প্রদানের জন্য । ভবিষ্যতে আপনারা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন Vocational /Technical Education সংক্রান্ত বিভিন্ন আপডেট।
গত 24/02/2022 তেই NCVT এর Official Website এ 2nd Year 3rd ও 4th Semester এর Result প্রকাশ করেছে। আপনি যদি পরীক্ষার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার রেজাল্ট জেনে নিতে পারবেন https://www.ncvtmis.gov.in/ ভিসিট এর মাধ্যমে।
WBCS 2022 Notification PDF, Exam Date, Form Fill Up, Syllabus, Age Limit & More in Bengali !
NCVT MIS ITI 2022 Result Checking Process:-
- পরীক্ষার্থীদের ভিজিট করতে হবে NCVT এর Official Website https://www.ncvtmis.gov.in/
- Site এর Internal সমস্যার কারণে Loading এর জন্য একটু সময় লাগতে পারে অপেক্ষা করুন।
- Homepage এই পেয়ে যাবেন ITI 2nd Year Result এর Link , এই Link এ ক্লিক করুন।
- Marksheet Download এর জন্য প্রদান করুন আপনার Roll Number/Registration Number,Exam System ও Semester।
- সব তথ্য প্রদান করা হয়ে গেলে Search বাটনে ক্লিক করুন।
- এখন আপনার সামনে আপনার Result চলে আসবে।
FAQ:-
1. NCVT MIS ITI 2nd Year Result কোন Website এ Publish হয়েছে?
2. NCVT MIS ITI 2nd Year Marksheet কেমন করে Download করবেন
3. কবে NCVT MIS ITI 2nd Year Result Publish হয়েছে?
ANS:- 24/02/2022
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।