Netaji Subhas Mahavidyalaya, Haldibari College নামেও পরিচিত ছিল। পূর্বে Haldibari Girls High School ও Haldibari High School নামে মাত্র দুটি বিদ্যালয় ছিল। তাই, স্কুল স্তর থেকে পাশ করার পরে, ছাত্রদের উচ্চ শিক্ষার জন্য জলপাইগুড়ি, শিলিগুড়ি বা কোচবিহারে যেতে হত। ফলে অনেক শিক্ষার্থী জ্ঞানার্জনের প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও উচ্চ শিক্ষা অর্জন করতে পারেনি। তদুপরি, মেয়ে শিক্ষার্থীদের অবস্থা আরও খারাপ ছিল কারণ তারা শিক্ষার জন্য দূরবর্তী শহরে যেতে প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হয়েছিল। এই এলাকার মানুষ দরিদ্র এবং জীবিকা নির্বাহের জন্য কৃষির উপর নির্ভরশীল।তাই এই শহরের শিক্ষার্থীদের শিক্ষার হার বাড়িয়ে তোলার জন্য 1985 সালে প্রতিষ্ঠিত করা হয়েছিল Netaji Subhas Mahavidyalaya। একসময় এই College টি University Of North Bengal এর অধীনে থাকলেও বর্তমানে তা কোচবিহার জেলার Cooch Behar Panchanan Barma University এর অন্তর্গত যা ছাত্র-ছাত্রীদের বিভিন্ন Steam এ Undergraduate ও Postgraduate Degree Course এ পড়ার সুযোগ প্রদান করে থাকে । বাকিতথ্য আপনারা নিম্নে এই আর্টিকেলের মাধ্যমেই জানতে পারবেন তাই শেষ পর্যন্ত নিবন্ধটি খুব মনোযোগ দিয়ে পড়ুন।
Netaji Subhas Mahavidyalaya Admission 2022 Overview:-
Name of College | Netaji Subhas Mahavidyalaya |
Affiliated University | Cooch Behar Panchanan Barma University |
College Type | Govt. Aided |
Course | Undergraduate, Post Graduate |
Admission Criteria | Merit Based |
Steam | Arts,Science, Commerce |
Degree | General, B.A, B.Sc, |
Counselling | Institute Based |
Scholarship | Yes |
Campus Area | |
Facilities | Anti Ragging Campus, Library, Sports etc. |
Official Website | https://www.nsmahavidyalaya.org.in/ |
Netaji Subhas Mahavidyalaya Admission 2022 Important Dates:-
Under Graduate Course 1st Year Admission | |
Online Application Starting for UG Courses | 18/07/2022 |
Online Application Closing for UG Courses | 05/08/2022 |
Online Merit List Releasing | 16/08/2022 |
UG Courses Admission Closing | 15/09/2022 |
UG Courses 1st Semester Starting | 19/09/2022 |
Post Graduate Course 1st Year Admission | |
UG Courses Final Result Declaration | 31/08/2022 |
Online Application Starting for PG Courses | 01/09/2022 |
Online Application Closing for PG Courses | 15/09/2022 |
Online Merit List Releasing | 20/09/2022 |
PG Courses Admission Closing | 21/10/2022 |
PG Courses 1st Semester Starting | 01/11/2022 |
বিশেষ দ্রষ্টব্য:- Merit List Publishing এর সম্বন্ধে জানার জন্য নিবন্ধের নিচের দিকে Link Section দেওয়া Link থেকে Official Website ভিসিট করুন।
Netaji Subhas Mahavidyalaya Courses:-
Netaji Subhas Mahavidyalaya এ 2টি Steam এ পড়ার সুযোগ প্রদান করে। General Degree সহ আরো 18 টি Subject এ ছাত্র- ছাএীদের Under Graduate Honours Degree তে পড়ার সুযোগ রয়েছে । Specialization সহ Course এর সম্বন্ধে বিস্তারিত জানার জন্য নিম্নে প্রদান করা চার্টটি দেখুন:
Course | Specialise Degree |
B. A | Bengali |
English | |
History | |
Political Science | |
Philosophy | |
Geography | |
B. Sc | Physic |
Chemistry | |
Mathematics |
বিশেষ দ্রষ্টব্য: ছাত্র-ছাত্রীরা সমস্ত বিষয় ছাড়াও Sanskrit, Sociology, Economics, Education , Physical Education নিয়েই Pass Degree তে ভর্তি হতে পারবেন । এই বিষয়ে বিস্তারিত জানার জন্য কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন । নিম্নে কলেজ কর্তৃপক্ষের যোগাযোগের সমস্ত বিবরন প্রদান করা হয়েছে ।
Netaji Subhas Mahavidyalaya Admission 2022 Eligibility:-
Honours নিয়ে ভর্তি হওয়ার ক্ষেত্রে আবেদনকারী ছাএ- ছাত্রীকে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Best Five Subject এ মোট নম্বর 45% এর বেশী হতে হবে । Pass Degree এর ক্ষেত্রে নম্বরের তেমন কোনো উর্ধ্বসীমা নেই । Honours Degree তে Admission এর জন্য কত নম্বর প্রয়োজন অর্থাৎ cut-off কত হতে পারে তা Merit List অনুযায়ী নির্ধারিত হবে । তবে কিছুটা ধারণার অবশ্যই একবার কলেজ প্রতিপক্ষের সঙ্গে কথা বলতে পারেন ।
Netaji Subhas Mahavidyalaya Admission 2022 Application Process:-
যদিও বছর কয়েক আগে College এর Admission এর জন্য Form Fill Up Offline এই অর্থাৎ College থেকেই করা যেতো কিন্তু গত কয়েক বছর থেকে COVID-19 এই মহামারীর কারণে শিক্ষার্থীদের সুবিধার্থে Admission Process টি সম্পূর্ণরূপে Online প্রক্রিয়ার মাধ্যমে চলছে । Netaji Subhas Mahavidyalaya Admission Process সম্বন্ধে বিস্তারিত নিম্নে প্রদান করা হয়েছে।
- College এ Admission এর আগে একবার অবশ্যই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য সমূহ জেনে নিন । জানার পর ভিসিট করুন College এর Official Admission Portal এ । (আপনাদের সুবিধার্থে Admission এর Direct Link নিম্নে প্রদান করা হয়েছে)
- ইনস্টিটিউটে নির্দেশ অনুসারে সমস্ত প্রাসঙ্গিক-নথির প্রস্তুত করুন।
- আপনার নতুন আবেদন পত্র রেজিস্টার করতে ফর্ম ফিল আপ মেনুতে যান।
- আবেদন জমা দেওয়ার পরে ফর্ম নম্বর এবং স্বীকৃত নম্বর লিখুন বা ডাউনলোড করুন।
- নথি আপলোড করতে এবং আবেদন পত্র মুদ্রণের জন্য আবেদনকারীর ড্যাশবোর্ডে যেতে login এর নিচে ক্লিক করুন
- মেধা তালিকা প্রকাশের তারিখ পরীক্ষা করুন তারপর সে নির্দিষ্ট তারিখে মেধা তালিকা দেখুন( মেধা তালিকা সময়সূচির জন্য বিজ্ঞপ্তি দেখুন)
- মেধা তালিকা প্রকাশিত হওয়ার পরে ভর্তির তালিকা পরীক্ষা করুন। ( ভর্তির তারিখের সময়সূচির জন্য বিজ্ঞপ্তি দেখুন)
- ভর্তি/ই- কাউন্সিলিং তালিকাটি পর্যায়ক্রমে কলের বিবরণের জন্য দেখুন, ভর্তির তালিকায় আপনার নাম বা এসএমএস পাওয়ার পর নির্ধারিত তারিখের মধ্যে ভর্তি হন।
- আপনার ড্যাশবোর্ড এ লগইন করুন এবং সঠিক বিষয় সমন্বয় পরীক্ষা করুন এবং আপনার ভর্তির ফি প্রদান করুন।
- ভর্তির ফি প্রদানের পর ভর্তির রশিদ ডাউনলোড করুন।
- ইনস্টিটিউট কর্তৃপক্ষ দ্বারা যোগ্য নথি যাচাই করার পরেই এই ভর্তি প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে( যাচাইয়ের তারিখ বা নথি গুলি জানতে কলেজের ওয়েবসাইট অনুসরণ করুন) ।
Netaji Subhas Mahavidyalaya Admission 2022 Fees:-
প্রতিবছর Application Fees কমবেশি বৃদ্ধি পায়। General Degree Course এর ক্ষেত্রে Course Fees 2150 টাকা থেকে শুরু হবে এবং Honours এর Course Fees 2500 টাকার মতো তবে যা Science ও Geography Honours এর ক্ষেত্রে 4,500 টাকা পর্যন্ত যেতে পারে । আবেদনকারীরা মাথায় রাখবেন যে এই Course Fees কিন্তু আপনাকে Application এর সময় লাগবে না । এই Fees আপনাকে প্রদান করতে হবে উক্ত College এ Documents Verification এর পর
Netaji Subhas Mahavidyalaya Scholarship:-
ছাত্র – ছাত্রীদের বরাবরই প্রশ্ন থাকে Scholarship এর সম্বন্ধে । যদিও কোন কোন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র -ছাত্রীদের কিছু কিছু বিশেষ রকমের Scholarship প্রদান করা হয় না কিন্তু। Netaji Subhas Mahavidyalaya এর ক্ষেত্রে এমনটা নয় । Netaji Subhas Mahavidyalaya এ পাঠরত যেকোন ছাত্র -ছাত্রী নিজের ইচ্ছামতো যেকোনো সরকারি এবং বেসরকারি Scholarship এর জন্য আবেদন করতে পারবেন । কলেজ ছাত্র -ছাত্রীদের জন্য প্রদত্ত বিভিন্ন Scholarship এর সম্পর্কে বিস্তারিত জানতে নিম্নে দেওয়া লিংকে ক্লিক করুন:-
Netaji Subhas Mahavidyalaya Facility:-
- Library
- Sports
- NAAC
- Supporting Staff
- NSOU Support
Netaji Subhas Mahavidyalaya Contact Details:-
Phone No:- 7047715868 (From 11 A.M. to 2 P.M.) /8597124332 (From 2 P.M. to 5 P.M.)
Email:- [email protected]
Official Website:-https://www.nsmahavidyalaya.org.in/
Netaji Subhas Mahavidyalaya Address:-
Netaji Subhas Mahavidyalaya,
HaldibariHaldibari, Coochbehar
P.O:- Haldibari Pin:- 735122
Netaji Subhas Mahavidyalaya Location:-
Netaji Subhas Mahavidyalaya Admission 2022 Important Links:-
Netaji Subhas Mahavidyalaya Admission 2022 Direct Link | Click Here |
Netaji Subhas Mahavidyalaya Official Website | Click Here |
Goggle News | Follow Us |
Join us on Telegram | Click Here |
FAQ:-
1. Netaji Subhas Mahavidyalaya Admission Official Website কোনটি?
ANS:- https://www.nsmahavidyalaya.org.in/
2. Netaji Subhas Mahavidyalaya UG Degree Admission Starting Date কি?
ANS:-18/07/2022
3. Netaji Subhas Mahavidyalaya 2022 UG Degree Admission Last Date কি?
ANS:-15/09/2022
4. Netaji Subhas Mahavidyalaya 2022 PG Degree Admission Starting Date কি?
ANS:– 01/09/2022
5. Netaji Subhas Mahavidyalaya 2022 PG Degree Admission Last Date কি?
ANS:– 21/10/2022
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।