The National Highway Authority of India (NHAI) সম্প্রতিকালে এক Official Notice জারি করেছে Deputy Manager (Technical) পদের জন্য । ইচ্ছুক ক্যান্ডিডেট রা NHAI এর Official Website এর মাধ্যমে Apply করতে পারবে। আজকের পোস্ট এর মাধ্যমে আজ আমরা Details এ জানতে চলেছি NHAI এর Deputy Manager (Technical) এর নিয়োগ সম্পর্কে বিস্তারিত।
সূচি
NHAI Deputy Manager (Technical) 2021 Vacancy এর Important Dates:-
Opening Date and Time | 2th November,2021 |
Closing Date and Time | 30th November,2021 |
শুরু হয়ে গেছে Swami Vivekananda Scholarship 2021 এর আবেদন জানুন কেমন করে আবেদন করবেন ?
NHAI Deputy Manager (Technical) 2021 Vacancy সংখ্যা:-
আপাতত Deputy Manager (Technical) 2021 পদে নিয়োগ করা হবে সর্বমোট 73 টি পোস্ট এর জন্য এর মধ্যে 4 টি Vacancy PwBD এবং 2 টি Vacancy Special Learning Disability , মানসিক রোগী প্রার্থীদের জন্য সংরক্ষিত Category অনুসারে বিন্যাস নিচে চার্টের মাধ্যমে বর্ণনা করা হলো।
Category | Vacancy |
UR | 27 |
SC | 13 |
ST | 05 |
OBC | 21 |
EWS | 07 |
Total | 73* |
NHAI Deputy Manager (Technical) 2021 Vacancy এর Educational Qualifications :-
প্রার্থীকে একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক থাকতে হবে। যে প্রার্থীরা UPSC দ্বারা পরিচালিত I.E.S ইন্টারভিউ (ব্যক্তিত্ব পরীক্ষা) এর জন্য যোগ্যতা অর্জন করেছেন তারা এই পদের জন্য আবেদন করার যোগ্য।
NHAI Deputy Manager (Technical) 2021 আবেদনকারীর বয়স সীমা (Age Limit) :-
NHAI নিয়োগ 2021-এর জন্য আবেদন করার জন্য প্রার্থীর বয়স সর্বোচ্চ 30 বছর হতে হবে।
Daily GK এবং Current Affair এর MCQ প্রশ্ন Practice করার জন্য ক্লিক করুন
NHAI Deputy Manager (Technical) 2021 পদের Salary :-
চাকরি শুরুর সময় Rs. 15,600 এবং ভবিষ্যতে Rs. 39,100 + পর্যন্ত এবং Grade Pay Rs. 5400 টাকার মতো ।
NHAI Deputy Manager (Technical) 2021 এর Application Fees:-
জানা নেই।
NHAI Deputy Manager (Technical) 2021এর Application Process:-
NHAI Deputy Manager (Technical) 2021 পদে আগ্রহী প্রার্থীরা NHAI এর অফিসিয়াল ওয়েবসাইট https://nhai.gov.in/ এ গিয়ে অনলাইন মোডের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রার্থীদের সমস্ত প্রয়োজনীয় বিবরণ পূরণ করতে হবে এবং প্রাসঙ্গিক নথিগুলি আপলোড করতে হবে এবং 30th November, 2021 এর আগে অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। আপনাদের সুবিধার্থে আবেদনের Direct Link নিম্নে দেওয়া হলো
NHAI Deputy Manager (Technical) 2021এর Selection Process:-
Indian Engineering Services এর Examination (Civil) Written এবং Personality Test এ পাওয়া চূড়ান্ত নম্বরের ভিত্তিতে।
NHAI Deputy Manager (Technical) 2021 Official Notification Download Link:-
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।