বর্তমান ভারতবর্ষে শিক্ষামূলক প্রকল্পগুলির মধ্যে অন্যতম একটি শিক্ষামূলক প্রকল্প হল ONGC Scholarship to Meritorious Students । এই ONGC Scholarship প্রদান করে থাকে ভারতবর্ষের ONGC Foundation। প্রত্যেক বছরে সমগ্র ভারতবর্ষ থেকে শতাধিক শিক্ষার্থীকে উচ্চ শিক্ষায় আগ্রহী করে তোলার লক্ষ্যে Scholarship প্রদান করা হয়। মূলত SC/ST, OBC, General ক্যাটাগরির ছাত্রছাত্রীদের জন্য এই Scholarship এর সূচনা করা হয়েছে।
ONGC Scholarship কী ?
ONGC Foundation হলো একটি সেবামূলক ট্রাস্ট যেটি পরিচালনা করে ভারতের Oil and Natural Gas Corporation Limited (ONGC)। এই ট্রাস্টের একটি অংশ হলো CSR বা Corporate Social Responsibility যেটি ভারতবর্ষের SC/ST, OBC, General ক্যাটাগরির অন্তর্গত দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের জন্য ONGC Scholarship প্রদানের ব্যবস্থা করেছে ।
Scholarship Name | ONGC Scholarship to Meritorious Students | Official Link |
Starting Date |
7th July 2021 |
|
Last Date | 5th September 2021 |
Daily GK এবং Current Affair এর MCQ প্রশ্ন Practice করার জন্য ক্লিক করুন
ONGC Scholarship প্রদানের উদ্দেশ্য কি ?
এই ONGC Scholarship প্রদানের প্রধান উদ্দেশ্য হলো ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষায় আগ্রহী করে তোলা এবং উচ্চশিক্ষা গ্রহণে দরিদ্র মেধাবী পরিবারের শিক্ষার্থীদের আর্থিক সাহায্য প্রদান করা।
ONGC Scholarship এর জন্য কারা আবেদন করতে পারবেন ?
SC, ST, OBC, General ক্যাটাগরির ছাত্রছাত্রীরা Graduation Degree তে Engineering কিংবা MBBS বিভাগে কিংবা Master Degree তে Geology/Geophysics বিষয়গুলি নিয়ে ভর্তি হয় অথবা MBA কোর্সে ভর্তি হয় তবে তারা এই Scholarship এর জন্য আবেদন করতে পারবে।
ONGC Scholarship এর Selection Procedure :-
বিগত পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং বার্ষিক আয় এর উপর ভিত্তি করে আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের নির্বাচিত করা হবে।
ONGC Scholarship এর Distribution Process :-
প্রত্যেক বছর নতুন আবেদনের সময় SC/ST ক্যাটেগরি থেকে 1000 জন শিক্ষার্থী, OBC ক্যাটাগরি থেকে 500 জন শিক্ষার্থী এবং General ক্যাটাগরি থেকে 500 জন শিক্ষার্থীকে এই Scholarship প্রদান করা হয়। তবে Scholarship প্রাপকদের মধ্যে প্রতিটি ক্যাটাগরি থেকে 50% সিট মহিলা শিক্ষার্থীদের জন্য সংরক্ষণ করা হয়ে থাকে।
Swami Vivekananda Scholarship 2021 এর Eligibility Criteria, Scholarship Amount, Last Date?
ONGC Scholarship এর Scholarship Amount:-
এই ONGC Scholarship এর জন্য নির্বাচিত শিক্ষার্থীদের প্রত্যেক বছরে 48000 টাকা করে বার্ষিক বৃত্তি প্রদান করা হয় (প্রত্যেক মাসে 4000 করে) ।
ONGC Scholarship এর Eligibility Criteria:
OBC Category এর অন্তর্ভুক্ত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে-
- এই ONGC Scholarship এর জন্য আবেদন করতে হলে একজন আবেদনকারী কে Engineering কিংবা MBBS Degree এর জন্য প্রথম বর্ষের Graduation Degree তে ভর্তি হতে হবে অথবা Geology/Geophysics অথবা MBA বিষয়ে প্রথম বর্ষের Master Degree তে ভর্তি হতে হবে।
- Engineering কিংবা MBBS Degree এর ছাত্র-ছাত্রীদের উচ্চমাধ্যমিক কিংবা সমমানের কোন পরীক্ষায় কমপক্ষে 60% নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে।
- Geology/Geophysics অথবা MBA বিষয়ে Master Degree তে ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের বিগত Graduation Degree থেকে কমপক্ষে 60% নম্বর অর্জন করতে হবে।
- একজন আবেদনকারীর পরিবারের বার্ষিক আয়ের 2 লাখ টাকার কম হতে হবে।
- 30 বছর বয়স অতিক্রান্ত হয়ে গেলে কোনো শিক্ষার্থী এই Scholarship এর জন্য আবেদন করতে পারবে না।
Pre-Matric Scholarship for Students with Disabilities (2020-21) এর জন্য কেমন করে আবেদন করবেন ?
General Category এর অন্তর্ভুক্ত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে –
- এই ONGC Scholarship এর জন্য আবেদন করতে হলে একজন আবেদনকারী কে Engineering কিংবা MBBS Degree এর জন্য প্রথম বর্ষের Graduation Degree তে ভর্তি হতে হবে অথবা Geology/Geophysics অথবা MBA বিষয়ে প্রথম বর্ষের Master Degree তে ভর্তি হতে হবে।
- Engineering কিংবা MBBS Degree এর ছাত্র-ছাত্রীদের উচ্চমাধ্যমিক কিংবা সমমানের কোন পরীক্ষায় কমপক্ষে 60% নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে।
- Geology/Geophysics অথবা MBA বিষয়ে Master Degree তে ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের বিগত Graduation Degree থেকে কমপক্ষে 60% নম্বর অর্জন করতে হবে।
- একজন আবেদনকারীর পরিবারের বার্ষিক আয়ের 2 Lakh টাকার কম হতে হবে।
- 30 বছর বয়স অতিক্রান্ত হয়ে গেলে কোন শিক্ষার্থী এই ONGC Scholarship এর জন্য আবেদন করতে পারবে না।
SC/ST Category এর অন্তর্ভুক্ত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে-
- এই ONGC Scholarship এর জন্য ইচ্ছুক প্রার্থীদের ভারতীয় নাগরিক হতে হবে এবং ভারতে অবস্থিত কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে।
- Engineering কিংবা MBBS Degree এর জন্য প্রথম বর্ষের Graduation Degree তে ভর্তি হতে হবে অথবা Geology/Geophysics অথবা MBA বিষয়ে প্রথম বর্ষের Master Degree তে ভর্তি হতে হবে।
- Engineering কিংবা MBBS Degree এর ছাত্র-ছাত্রীদের উচ্চমাধ্যমিক কিংবা সমমানের কোনো পরীক্ষায় কমপক্ষে 60% নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে।
- Geology/Geophysics অথবা MBA বিষয়ে Master Degree তে ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের বিগত Graduation Degree থেকে কমপক্ষে 60% নম্বর অর্জন করতে হবে।
- আবেদনকারীর পরিবারের বার্ষিক আয়ের 4 লক্ষ 50 হাজার টাকার কম হতে হবে।
- যে সমস্ত SC/ST শিক্ষার্থীদের বয়স 30 বছরের কম তারাই একমাত্র ONGC Scholarship এর জন্য আবেদন করতে পারবে।
Nabanna Scholarship (নবান্ন বৃত্তি 2021-2022) কি ,তারিখ, যোগ্যতা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য
ONGC Scholarship এর Application Process :-
- এই ONGC Scholarship এর আবেদন করার জন্য প্রথমে নিম্নে দেওয়া লিংকে ক্লিক করুন “https://ongcscholar.org/#/schemeAndRules/apply”
- এরপর, “APPLY SCHOLARSHIP” অপশনটিতে ক্লিক করুন।
- এবারে একটি নতুন ফর্ম আসবে যেখানে আপানার সমস্ত প্রয়োজনীয় তথ্যগুলো সঠিক ভাবে প্রদান করে ফর্মটি পূরণ করতে হবে।
- এরপর, প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে।
- এরপর, আবেদনপত্রটি প্রিন্ট করে নিতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের দ্বারা Attested করে নিতে হবে।
- এরপর, আবেদনপত্রটি ONGC এর নির্দিষ্ট অফিসে পাঠাতে হবে। অনলাইনে আবেদনের সময় যেসমস্ত ডকুমেন্টগুলি আপলোড করা হয়েছিল সেই সমস্ত ডকুমেন্টগুলির একটি করে কপি ফর্মের সাথে জমা করতে হবে।
ONGC Scholarship এর Renewal :-
শিক্ষার্থীরা তাদের বিগত সেমিস্টারের পরীক্ষা অথবা বার্ষিক পরীক্ষায় কমপক্ষে 60 শতাংশ নম্বর নিয়ে অথবা দশটি গ্রেড পয়েন্ট এর মধ্যে কমপক্ষে 6 টি গ্রেড পয়েন্ট অর্জন করলে পরের বছরে তাদের স্কলার্শিপ রিনিউ করতে পারবে। স্কলারশিপ পোর্টাল এর মধ্যে নিজেদের অ্যাপ্লিকেশন আইডি দিয়ে লগইন করে শিক্ষার্থীরা তাদের স্কলার্শিপ রিনিউ করতে পারে।
বিদেশে পড়ার ইচ্ছা ? National Overseas Scholarship (NOS) 2021-22 এর সম্বন্ধে বিশদে জানুন
ONGC Scholarship এর আবেদনের জন্য Important Documents:-
ONGC Scholarship এর জন্য আবেদনের সময় General, SC/ST এবং OBC অন্তর্ভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে যেসমস্ত ডকুমেন্টগুলির প্রয়োজন তা নিম্নরূপ-
- বয়সের প্রমাণপত্র হিসেবে জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট এবং মার্কশিট ।
- ইঞ্জিনিয়ারিং কিংবা MBBS ডিগ্রির ছাত্র-ছাত্রীদের উচ্চমাধ্যমিক পরীক্ষার মার্কশীট ও সার্টিফিকেট এবং Geology/Geophysics অথবা MBA বিষয়ে মাস্টার্স ডিগ্রির ছাত্র-ছাত্রীদের জন্য গ্রেজুয়েশন ডিগ্রির সার্টিফিকেট ।
- কাস্ট সার্টিফিকেট (General, SC/ST এবং OBC দের ক্ষেত্রে) ।
- আবেদনকারীর পরিবারের বার্ষিক আয়ের এর সার্টিফিকেট (ইংরেজি কিংবা হিন্দি ভাষাতে) ।
- PAN Card (কার্ড না থাকলে কার্ড প্রাপ্তির সম্ভাব্য তারিখ)।
- ব্যাংক একাউন্ট সংক্রান্ত তথ্য যেখানে ব্যাংক আধিকারিকদের দ্বারা একটি ECS ফ্রম এটাস্টেট করে নিতে হবে।
- আধার কার্ড (Aadhar Card) ।
- শিক্ষার্থীদের একটি অঙ্গীকার পত্র ।
ONGC Scholarship এর (Duration) টাকা কোন সময়ে দেওয়া হয় ?
শিক্ষার্থীরা Course টি করার সময়ে এই ONGC Scholarship এর জন্য আবেদন করেছে সেই Course টি সম্পন্ন হওয়া পর্যন্ত তারা প্রত্যেক বছর এই স্কলারশিপ পেতে থাকবে। তবে Scholarship Renew করার জন্য শিক্ষার্থীদের প্রতিটি সেমিস্টারের পরীক্ষা অথবা বার্ষিক পরীক্ষায় 60% নম্বর নিয়ে অথবা 6 টি গ্রেড পয়েন্ট সহকারে উত্তীর্ণ হতে হবে ।
PG Indira Gandhi Single Girl Child Scholarship (2021-22) এর মাধ্যমে এখন সহজেই পেয়ে যান 72000 টাকা
ONGC Scholarship এর Terms and Conditions:-
- আবেদন সম্পন্ন হলে ECS ব্যবস্থার মাধ্যমে সরাসরি শিক্ষার্থীদের ব্যাংক একাউন্টে Scholarship এর টাকা প্রদান করা হবে।
- শিক্ষার্থীরা ধারাবাহিক ভাবে পরবর্তী সেমিস্টার এ বা পরবর্তী বর্ষে উত্তীর্ণ হতে না পারলে Scholarship এর প্রক্রিয়াটি বন্ধ হতে পারে।
- ONGC Scholarship প্রাপকদের মধ্যে প্রতিটি ক্যাটাগরি থেকে 50% সিট মহিলা শিক্ষার্থীদের জন্য সংরক্ষণ করা হয়ে থাকে ।
- যদি এমনটা দেখা যায় যে কোনো শিক্ষার্থী ONGC Scholarship গ্রহণ করার পাশাপাশি অন্য কোনো Scholarship পাচ্ছে তবে এই স্কলারশিপটি তার জন্য বন্ধ হয়ে যাবে এবং এখনো পর্যন্ত সে Scholarship এর যত টাকা পেয়েছে তার সমস্ত অংশ ONGC Foundation– এ ফেরত দিতে হবে।
- ONGC Scholarship এর জন্য নির্বাচিত শিক্ষার্থীরা অন্য কোনো Scholarship এর জন্য আবেদন করতে পারবে না। তবে যদি কেউ রাজ্য সরকারের তরফ থেকে টিউশন ফি অথবা কোন প্রকার শিক্ষামূলক ঋণ গ্রহণ করে থাকে তবে তারা এই Scholarship এর জন্য যোগ্যতা অর্জন করবে।
National Means-cum-Merit Scholarship Scheme (NMMS) 2021-22 Application Process ও অন্যান্য তথ্য
FAQ :-
1. ONGC Scholarship এর জন্য Eligible কারা?
ANS:- ST,SC,OBC অন্তর্ভুক্ত মেধাবী ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবেন।
2. ONGC Scholarship কি?
ANS:- Oil and Natural Gas Corporation Limited ট্রাস্ট কর্তৃক প্রদত্ত Scholarship ONGC Scholarship ।
3. ONGC Scholarship এর Renew এর জন্য কেমন করে আবেদন করবেন?
ANS:- অফিসাল সাইট https://ongcscholar.org/ এর মাধ্যমে ।
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।