ভারতবর্ষে শিক্ষাক্ষেত্রে বরাবরই ST/SC অন্তর্ভুক্ত শিক্ষার্থীরা পিছিয়ে রয়েছে । যার ব্যতিক্রম আমরা বিভিন্ন উচ্চশিক্ষায় এবং Professional Course এও দেখা যায় না। সমগ্র ভারতবর্ষের ST/SC অন্তর্ভুক্ত শিক্ষার্থীদের বিভিন্ন Professional Course গ্রহণে উৎসাহিত করার জন্য ভারত সরকার বিভিন্ন সময় নিয়ে এসেছে বিভিন্ন পরিকল্পনা । তার মধ্যে অন্যতম একটি PG Scholarships for Professional Courses for SC/ST ।
সূচি
PG Scholarships for Professional Courses for SC/ST কী ?
তপশিলি শ্রেণীভূক্ত পরিবারের শিক্ষার্থীদেরকে (SC/ST) আর্থিক সহায়তা প্রদান করার জন্য ভারত সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে এবং বিভিন্ন ধরনের Scholarship প্রকল্প প্রচলন করেছে। এগুলির মধ্যে একটি অন্যতম স্কলার্শিপ প্রকল্প হল PG Scholarships for Professional Courses for SC/ST Post Graduation Degree তে তপশিলি পরিবারের শিক্ষার্থীদের কে মাসিক বৃত্তি প্রদানের একটি অভিনব প্রচেষ্টা হলো এই ‘PG Scholarships for Professional Courses for SC/ST‘। তপশিলি পরিবারের যেসমস্ত ছাত্রছাত্রীরা Post Graduation Degree তে কোন একটি কারিগরি শিক্ষা বা পেশাদারী শিক্ষা বিষয়ে পড়াশোনা করবে তারা সকলেই এই Scholarship এর জন্য আবেদন করতে পারবে।
Daily GK এবং Current Affair এর MCQ প্রশ্ন Practice করার জন্য ক্লিক করুন
Scholarship Name | PG Scholarships for Professional Courses for SC/ST | Official Link |
Starting Date | – | |
Last Date | 30/11/2021 |
PG Scholarships for Professional Courses for SC/ST প্রদানের উদ্দেশ্য কি ?
এই Scholarship প্রদানের মূল উদ্দেশ্য হলো তপশিলি পরিবারের ছাত্র-ছাত্রীদেরকে আর্থিক সহায়তা প্রদান করা। প্রত্যেক বছর সমগ্র ভারত বর্ষ থেকে নতুন করে 1000 জন তপশিলি ছাত্রছাত্রীকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হয় যারা Undergraduate Course সম্পন্ন করার পর Post Graduation Degree তে কোন একটি পেশাদারী বিষয়ে বা কারিগরি বিষয়ে পড়াশোনা করছে।
কারা কারা PG Scholarships for Professional Courses for SC/ST এর জন্য আবেদন করতে পারবে ?
ভারতবর্ষের তপশিলি পরিবারের যেসমস্ত ছাত্রছাত্রীরা Undergraduate Course সম্পন্ন করার পরে Post Graduation Degree তে কোন একটি কারিগরি শিক্ষা বা পেশাদারী শিক্ষা বিষয়ে কোনো একটি সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে রেগুলার বেসিসে ভর্তি হবে তারা সকলেই এই Scholarship এর জন্য আবেদন করতে পারবে।
Begum Hazrat Mahal National Scholarship এর জন্য কেমন করে আবেদন করবেন ?
PG Scholarships for Professional Courses for SC/ST এর Distribution Process :-
Scholarship এর জন্য নির্বাচিত ছাত্র-ছাত্রীদেরকে DBT (Direct Benefit Transfer) Mode এ সরাসরি তাদের ব্যাংক একাউন্টে Scholarship এর টাকা প্রদান করা হয় । নির্বাচিত ছাত্র-ছাত্রীদের নাম Public Financial Management System (PFMS) এ প্রেরণ করা হয়ে থাকে ।
PG Scholarships for Professional Courses for SC/ST এর Scholarship Amount :-
- যেসমস্ত তপশিলি (ST, SC) ছাত্রছাত্রীরা Post Graduation Degree তে E./M.Tech বিষয়ে পড়াশোনা করবে তারা প্রতি মাসে 7800 টাকা করে পাবে এই Scholarship এর মাধ্যমে।
- E./M.Tech বিষয় ছাড়া অন্য যেকোনো বিষয়ে Post Graduation Degree করতে চাইলে তপশিলি ছাত্রছাত্রীরা প্রতিমাসে 4500 টাকা করে পাবে।
PG Scholarships for Professional Courses for SC/ST এর Eligibility Criteria :-
- আবেদনকারীকে সর্বপ্রথম একটি তপশিলি পরিবারের (SC/ST) অন্তর্গত হতে হবে।
- আবেদনকারীকে Undergraduate Degree সম্পন্ন করে Post Graduate Degree তে কোন একটি পেশাদারী বিষয়ে অথবা কারিগরি বিষয়ে পড়াশোনা শুরু করতে হবে।
- শিক্ষার্থীরা যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে সেটি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার দ্বারা স্থাপিত হতে হবে।
- বিশ্ববিদ্যালয়ের National Importance থাকতে হবে।
- বিশ্ববিদ্যালয়গুলিকে UGC Act. 2(f) এবং 12(B) বিভাগের অধীনে হতে হবে।
- UGC Act, 1956 এর তিন নম্বর ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলোকে UGC থেকে অনুদান পাওয়ার যোগ্য হতে হবে।
- তবে Distance মাধ্যমে পড়াশোনা করার জন্য এই প্রকল্পের অধীনে কোন Scholarship এর সুবিধা নেই।
এবার Swami Vivekananda Merit cum Means Scholarship পান মাত্র 60 % নম্বরেই , জানুন বিস্তারিত
PG Scholarships for Professional Courses for SC/ST এর Application Process :-
- National Scholarship Portal এর Official Website এর লিঙ্কটিতে “www.scholarships.gov.in” ক্লিক করতে হবে।
- এরপরে “Terms and Conditions” গুলি Accept করে নিয়ে “Continue” বাটনে ক্লিক করতে হবে।
- পরের পেজটিতে একটি ফর্ম আসবে। প্রয়োজনীয় সমস্ত তথ্য গুলি যেমন বাসস্থানের অবস্থা, Scholarship এর প্রকৃতি Scholarship Scheme এর বিভিন্ন প্রকারভেদ, Mobile Number, জন্ম তারিখ, Email ID ইত্যাদি তথ্যগুলি সঠিকভাবে সঠিক জায়গায় পূরণ করে Form টি সম্পন্ন করতে হবে।
- এরপরে ব্যাংক সংক্রান্ত তথ্য , যেমন –অ্যাকাউন্ট নম্বর, ব্যাংকের শাখার নাম, IFSC কোড ইত্যাদি তথ্যগুলি সঠিকভাবে পূরণ করতে হবে।
- ফরমটি পূরণ করা হয়ে গেলে “REGISTER” অপশনটিতে ক্লিক করতে হবে।
- এরপরে প্রার্থীদের Application ID এবং Password তাদের মোবাইল নম্বরে পাঠিয়ে দেওয়া হবে। এই Application ID দিয়ে পোর্টালে Log In করতে হবে।
- মোবাইল নম্বর ভেরিফিকেশনের জন্য একটি OTP আসবে। OTP টি সঠিকভাবে পূরণ করে লগইন করতে হবে।
- এরপরে প্রার্থীদের ব্যক্তিগত তথ্য, বিদ্যালয় সংক্রান্ত তথ্য পূরণ করে প্রয়োজনীয় Documents গুলি আপলোড করতে হবে।
PG Scholarships for Professional Courses for SC/ST এর Renewal :-
- Scholarship টি Renew করার জন্য প্রার্থীদেরকে পরবর্তী সেমিস্টার কিংবা পরবর্তী বর্ষে উন্নীত হতে হবে।
- শিক্ষাপ্রতিষ্ঠান পরিবর্তন করলে অথবা কোর্স পরিবর্তন করলে Scholarship প্রক্রিয়াটি বন্ধ হয়ে যেতে পারে।
- পূর্ববর্তী বছরের পুরস্কার প্রাপকরা Canada ব্যাংকের মনোনীত ব্যাংক শাখার মাধ্যমে UGC এর প্রথা মেনে Scholarship টি Renew করতে পারবে।
- এছাড়াও শিক্ষার্থীদের ভালো চরিত্র এবং সৎ আচরণ বজায় রাখতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠান যথাযথ উপস্থিতি বজায় রাখতে হবে
- UGC কর্তৃক সমগ্র Scholarship প্রক্রিয়াটি বাস্তবায়ন ও পর্যবেক্ষণ করা হবে।
Nabanna Scholarship (নবান্ন বৃত্তি 2021-2022) কি ,তারিখ, যোগ্যতা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য
Important Documents PG Scholarships for Professional Courses for SC/ST এ আবেদনের জন্য :-
- বিশ্ববিদ্যালয়থেকে পাওয়া Undergraduate Degree এর Attested Copy ,
- Matriculation Certificate ,
- যে প্রতিষ্ঠানে শিক্ষার্থী PG লেভেলে ভর্তি হয়েছে তার যাচাই করণের শংসাপত্র,
- Aadhaar Card
PG Scholarships for Professional Courses for SC/ST এর (Duration) টাকা কখন এবং কোন সময়ের জন্য দেওয়া হয় ?
এই Scholarship শুধুমাত্র Post Graduate Degree এর জন্য দেওয়া হয়। এই কারণে Post Graduate Degree Course চলাকালীন সর্বাধিক দুই বছর পর্যন্ত শিক্ষার্থীরা এই Scholarship পাবে। কিন্তু যদি ছাত্রছাত্রীরা কোন বছর বা সেমিস্টারের পরীক্ষা তে ব্যর্থ হয় তবে Scholarship প্রক্রিয়াটি বন্ধ হয়ে যাবে।
বিদেশে পড়ার ইচ্ছা ? National Overseas Scholarship (NOS) 2021-22 এর সম্বন্ধে বিশদে জানুন
PG Scholarships for Professional Courses for SC/ST এর Terms and Conditions :-
- Distance মাধ্যমে পড়াশোনা করার ক্ষেত্রে কোনো রকম Scholarship প্রদান করা হয় না।
- A., M.Sc., M.Com., MSW, Mass Communication, Journalism কোর্সগুলিকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়নি।
- শিক্ষার্থীদের কে প্রতিটি সেমিস্টার অথবা বর্ষের পরীক্ষা তে উত্তীর্ণ হতে হবে। কোন পরীক্ষায় ব্যর্থ হলে Scholarship প্রক্রিয়াটি বন্ধ হয়ে যাবে।
- শিক্ষার্থীরা ব্যক্তিগত কোনো কারণে পড়াশোনা বন্ধ করলে এই প্রকল্পের সুবিধা তাদের জন্য বন্ধ হয়ে যাবে।
- পরবর্তীতে যদি কখনো এমনটা দেখা যায় যে শিক্ষার্থীরা কোন ভুল তথ্য প্রদান করে Form Fill Up করেছে অথবা তাদের ব্যাংক সংক্রান্ত তথ্য কোনো অসঙ্গতি রয়েছে তবে সে ক্ষেত্রেও Scholarship বন্ধ হয়ে যাবে।
FAQ :-
1. Post Graduate Degree তে পড়াশোনা করছে এমন সকলেই কি এই Scholarship পাবে ?
ANS :- না, এই Scholarship শুধুমাত্র তপশিলি (ST,SC) জাতি ভুক্ত ছাত্র-ছাত্রীদের জন্য। General কিংবা OBC ক্যাটাগরির ছাত্রছাত্রীদের জন্য এই Scholarship এর উপলব্ধ নয়।
2. Distance মাধ্যমে পড়াশোনা করলে কি এই Scholarship পাওয়া যায় ?
ANS :- না, Distance মাধ্যমে পড়াশোনা করলে এই Scholarship পাওয়া যায় না। এই Scholarship শুধুমাত্র রেগুলার বেসিসে পড়াশোনা করা ছাত্র-ছাত্রীদের জন্য।
National Means-cum-Merit Scholarship Scheme (NMMS) 2021-22 Application Process ও অন্যান্য তথ্য
3. কী কী বিষয়ে Post Graduation Course করলে এই Scholarship পাওয়া যায় ?
ANS :-যেকোনো কারিগরি শিক্ষা বা পেশাদারী শিক্ষা বিষয়ে Post Graduation Course করলে এই Scholarship পাওয়া যায়। তবে M.A., M.Sc., M.Com., MSW, Mass Communication, Journalism Course গুলিকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়নি।
4. বেসরকারি সংস্থার কলেজ/বিশ্ববিদ্যালয়গুলির ক্ষেত্রে কি এই Scholarship প্রযোজ্য ?
ANS :- না, বেসরকারি সংস্থার কলেজ/বিশ্ববিদ্যালয়গুলির ক্ষেত্রে এই Scholarship দেওয়া হয় না। শুধুমাত্র রাজ্য সরকার কেন্দ্র সরকার অনুমোদিত কোন কলেজ থেকে Post Graduation Course করলে তপশিলি ছাত্রছাত্রীরা Scholarship পাবে।
5. এই Scholarship এর মাধ্যমে কি হোস্টেল খরচ কিংবা কন্টিজেন্সি দেওয়া হয় ?
ANS :- এই Scholarship প্রকল্পে Post Graduation ডিগ্রিতে M.E./M.Tech বিষয়ে পড়াশোনা করলে প্রতি মাসে 7800 টাকা করে দেওয়া হয় এবং M.E./M.Tech বিষয় ছাড়া অন্য যেকোনো বিষয়ে Post Graduation ডিগ্রি করলে তপশিলি ছাত্রছাত্রীরা প্রতিমাসে 4500 টাকা করে পেয়ে থাকে। এই প্রকার মাসিক বৃত্তি ছাড়া অন্য খরচ যেমন হোস্টেল খরচ, টিউশন ফি, চিকিৎসা খরচ, বাসস্থানের খরচ ইত্যাদি বিষয়ে অতিরিক্ত কোন খরচের টাকা দেওয়া হয় না।
6. উপযুক্ত যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীরা যদি দ্বিতীয় বর্ষের কোর্স চলাকালীন Scholarship এর জন্য আবেদন করতে চায় তবে কি তারা এই Scholarship পাবে ?
ANS :- না। বর্তমান শিক্ষাবর্ষে শুধুমাত্র স্নাতকোত্তর Course এর প্রথম বর্ষের শিক্ষার্থীরা এই Scholarship এর জন্য আবেদনের যোগ্য ।
Atul Maheshwari Scholarship এর Important Date, Online Application, Syllabus সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য জানুন
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।