এখন সব ছাত্রী রাই পাবে বার্ষিক 50000 টাকা | AICTE Pragati Scholarship for Girls 2022 for Technical Diploma/ Degree Course, Eligibility, Amount, Last Date more!

NSP Scholarship 2022 | AICTE Pragati Scholarship for Girls 2022 in Bengali | NSP Scholarship Amount

নারী শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়ই বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। আমরা পূর্বে এমন বেশ কিছু Scholarship এর কথা আলোচনা করেছি যা ছাত্রীদের উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত দেওয়া হয় আজ আমরা আলোচনা করতে চলেছে এমন এক Scholarship এর সম্বন্ধে যা কেন্দ্র সরকার কর্তৃক প্রদত্ত এবং এই Scholarship শুধুমাত্র যেসব ছাত্রীরা Technical Degree বা Diploma Course করেছেন তারাই আবেদন করতে পারবেন। আজ আমরা জানতে চলেছি Pragati Scholarship 2022 – AICTE Scholarship Scheme for Girl Child Diploma/Degree এর সমন্ধে বিস্তারিত তথ্য।

AICTE Pragati Scholarship for Girls কী ?

মহিলাদের মধ্যে কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং ভবিষ্যতে কর্মজীবনে প্রবেশ করে স্বাবলম্বী হওয়ার জন্য শিক্ষা একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। নারী শিক্ষা বৃদ্ধি এবং নারীদের কারিগরি শিক্ষা বিষয়ে আগ্রহী করে তোলার জন্য All India Council for Technical Education (AICTE) একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। ভারতবর্ষের যে সমস্ত ছাত্রীরা সাধারণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষা সম্পন্ন করে অনুমোদিত কোন শিক্ষা প্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা বিষয়ে অথবা Diploma Degree অর্জনের জন্য ভর্তি হবে তাদেরকে বার্ষিক 50000 টাকা বৃত্তি প্রদান করা হবে।

AICTE Pragati Scholarship for Girls 2022 প্রদানের উদ্দেশ্য কি ?

এই Scholarship প্রকল্পের প্রধান উদ্দেশ্য হলো নারী শিক্ষার বিকাশ ঘটানো, উচ্চশিক্ষায় নারী সমাজকে উদ্বুদ্ধ করা এবং একটি আর্থিক সহায়তা প্রদান করা যাতে বর্তমান সমাজে মহিলারা একটি কারিগরি শিক্ষা বিষয়ক ডিগ্রী অর্জন করে ভবিষ্যত জীবনে স্বাবলম্বী হতে পারে।

AICTE Pragati Scholarship for Girls 2022 Important Dates :-

AICTE Pragati Scholarship for Girls 2022 Online Application Starting  15/11/2022
AICTE Pragati Scholarship for Girls 2022 Online Application Closing  30/11/2022

AICTE Pragati Scholarship for Girls 2022 এর জন্য কারা আবেদন করতে পারবেন ?

ভারতবর্ষের মহিলা শিক্ষার্থীরা যারা ন্যূনতম উচ্চ বিদ্যালয়ের শিক্ষা সম্পন্ন করে AICTE অনুমোদিত কলেজ/প্রতিষ্ঠানে কোন Diploma Degree Course অথবা Technical Education (কারিগরি শিক্ষা ) বিষয়ে পড়াশোনা শুরু করেছে সেই সমস্ত শিক্ষার্থীরা এই Scholarship এর জন্য আবেদন করতে পারবে।

AICTE Pragati Scholarship for Girls 2022 এর Selection Process :-

বিগত পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং বার্ষিক আয় এর উপর ভিত্তি করে Merit List  প্রকাশ করা হয়। প্রত্যেক বছর সমগ্র ভারত বর্ষ থেকে মোট 5000 জন মহিলা শিক্ষার্থীকে এই Scholarship প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়। প্রত্যেকটি রাজ্যের জনসংখ্যার ওপর ভিত্তি  করে প্রতিটি রাজ্যের জন্য Scholarship সুবিধাভোগীর সংখ্যা নির্দিষ্ট করা রয়েছে। তবে কেন্দ্রশাসিত অঞ্চল গুলির ক্ষেত্রে কোন নির্দিষ্ট Scholarship কোটা নেই। নিচে প্রতিটি রাজ্যের জন্য নির্ধারিত Scholarship সুবিধাভোগীর সংখ্যা দেওয়া হয়েছে –

State  Available Quota 
Audhra Pradesh 566
Bihar 52
Chandigarh (UT) 50
Chattisgarh 62
Delhi (NCT) 50
Goa 50
Gujarat 219
Haryana 134
Himachal Pradesh 50
Jharkhand 50
Karnataka 398
Kerala 196
Madhya Pradesh 285
Maharashtra 553
Odisha    134
Puducherry (UT) 50
Punjab   124
Rajasthan 152
Tamil Nadu 800
Telangana 424
Uttar Pradesh 422
Uttarakhand 50
West Bengal   129
Total  5000

AICTE Pragati Scholarship for Girls 2022 Distribution Process :-

Scholarship এর জন্য নির্বাচিত ছাত্র-ছাত্রীদেরকে DBT (Direct Benefit Transfer) মোডে সরাসরি তাদের ব্যাংক একাউন্টে Scholarship এর টাকা প্রদান করা হবে। নির্বাচিত ছাত্র-ছাত্রীদের নাম Public Financial Management System (PFMS) এ প্রেরণ করা হবে।

AICTE Pragati Scholarship for Girls 2022 এর Scholarship Amount/Benefit:-

এই Scholarship এর জন্য নির্বাচিত শিক্ষার্থীরা প্রত্যেক বছর 50 হাজার টাকা করে বার্ষিক বৃত্তি পাবে। কলেজের ফি, বই কেনার খরচ, পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন সামগ্রী কেনার খরচ অথবা ল্যাপটপ বা ডেস্কটপ কেনার খরচ ইত্যাদি সবকিছুই এই স্কলারশিপের অন্তর্ভুক্ত রয়েছে।

AICTE Pragati Scholarship for Girls 2022 Eligibility:-

  • একজন আবেদনকারীকে সাধারণ উচ্চবিদ্যালয়ে পড়াশোনা সম্পন্ন করে Diploma Degree Course অথবা Technical Education কারিগরি শিক্ষা বিষয়ে ভর্তি হতে হবে।
  • মেয়ে প্রার্থীদের অবশ্যই All India Council for Technical Education (AICTE) অনুমোদিত কলেজ/প্রতিষ্ঠানে পড়াশোনা করতে হবে।
  • প্রার্থীদের পরিবারের বার্ষিক আয়ের 8 লক্ষ টাকার কম হতে হবে।
  • আবেদনকারী বিবাহিত হলে, বাবা-মা অথবা শ্বশুর-শাশুড়ির আয় যেটি বেশি হবে সেটি বিবেচনা করা হয়।

AICTE Pragati Scholarship for Girls 2022 Application Process:-

  • Scholarship এর আবেদনের জন্য প্রথমে National Scholarship Portal এর অফিশিয়াল ওয়েবসাইট এর লিঙ্কটিতে “scholarships.gov.in” ক্লিক করতে হবে।
  • এরপরে হোমপেজের ‘New Registration’ অপশনে ক্লিক করতে হবে; এবং ‘New User অপশনটি বেছে নিতে হবে।
  • এরপরে “Terms and Conditions” গুলি একসেপ্ট করে নিয়ে “Continue” বাটনে ক্লিক করতে হবে।
  • কিছুক্ষন পর একটি Registration Form আসবে। প্রয়োজনীয় সমস্ত তথ্য গুলি সঠিকভাবে সঠিক জায়গায় পূরণ করে From টি পূরণ সম্পন্ন করতে হবে।
  • Form টি পূরণ করা হয়ে গেলে REGISTER  অপশনটিতে ক্লিক করতে হবে। এবারে ছাত্র-ছাত্রীদেরকে Application  ID Number এবং Password দিয়ে দেওয়া হবে।
  • Scholarship এর আবেদনের জন্য পূর্বোক্ত Website টিতে পুনরায় ক্লিক করতে হবে।
  • এরপরে Application ID Number এবং Password দিয়ে লগইন করতে হবে।
  • Pragati Scholarship 2021 – AICTE Scholarship Scheme for Girl Child (Diploma) সিলেক্ট করে নিতে হবে।
  • এরপরে একটি নতুন ফর্ম আসবে, সেখানে আবেদনকারীর নাম, জন্মতারিখ, আধার নম্বর, মোবাইল নম্বর, ই-মেইল আইডি ইত্যাদি তথ্য গুলি দিয়ে ফরমটি পূরণ করতে হবে।
  • প্রয়োজনীয় Documents গুলো স্ক্যান করে আপলোড করতে হবে।
  • ফরমটি পূরণ করা হয়ে গেলে ‘SUBMIT‘ বাটনে ক্লিক করতে হবে।

 AICTE Pragati Scholarship for Girls 2022 Renewal:-

Scholarship  Renew করার জন্য শিক্ষার্থীদের তাদের বিগত পরীক্ষার মার্কশীট এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের থেকে প্রাপ্ত একটি চিঠি National Scholarship Portal এ আপলোড করতে হবে। পোর্টাল এর তরফ থেকে শিক্ষার্থীদের একটি Renewal Receipt Copy দেওয়া হবে।

AICTE Pragati Scholarship for Girls 2022 Important Documents:- 

আবেদনের সময় যে সমস্ত Documents গুলি প্রয়োজন সেগুলি হল –

  • মাধ্যমিক পরীক্ষার মার্কশীট
  • উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশীট
  • চলতি বছরে ইস্যু করা একটি বার্ষিক আয় সার্টিফিকেট,
  • কোর্সের জন্য ভর্তির প্রমাণপত্র
  • চলতি বছরে প্রদান করা টিউশন ফি,
  • আধার সংযোজিত ব্যাংক অ্যাকাউন্ট পাস বই
  • শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এর থেকে গৃহীত একটি সার্টিফিকেট
  • কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
  • আধার কার্ড

AICTE Pragati Scholarship for Girls 2022 এর টাকা কখন (Duration)  এবং কোন  সময়ের জন্য দেওয়া হয় ?

Degree Course সম্পন্ন হওয়া পর্যন্ত এই Scholarship  প্রক্রিয়া চলতে থাকবে। যে সমস্ত মহিলা শিক্ষার্থীরা তাদের Degree Course এর প্রথম বর্ষে এই Scholarship এর জন্য আবেদন করবে তারা সর্বাধিক চার বছর পর্যন্ত Scholarship পাবে এবং যারা Degree Course  দ্বিতীয় বর্ষে আবেদন করবে তারা আগামী 3 বছর পর্যন্ত এই Scholarship পাবে।

AICTE Pragati Scholarship for Girls 2022 এর Bank Account সম্বন্ধিত Details:-

Scholarship পেতে গেলে শিক্ষার্থীদের একটি সেভিংস ব্যাংক একাউন্ট থাকতে হবে। ছাত্র-ছাত্রীদের নিজেদের নামে অথবা পিতা-মাতার সঙ্গে Joint Account থাকলেও চলবে।

AICTE Pragati Scholarship for Girls 2022 এর Terms and Conditions:-

  • শিক্ষার্থীদের কে সাধারণ উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা শেষ করে আগামী দুই বছরের মধ্যে Diploma Course এর জন্য ভর্তি হতে হবে।
  • বছরের একটি নির্দিষ্ট সময়ে এই Scholarship এর আবেদনের জন্য আহ্বান জানানো হয়। তাই যোগ্য শিক্ষার্থীদের কে এ বিষয়ে সজাগ থাকতে হবে।
  • যদি একজন শিক্ষার্থী সংরক্ষিত ক্যাটাগরিতে থাকে এবং সাধারণ ক্যাটাগরির মেধা তালিকায়ও Scholarship জন্য যোগ্য হয় তবে তাকে সাধারণ বিভাগের অধীনে গণনা করা হবে।
  • শিক্ষার্থীদের কে প্রতিটি বার্ষিক পরীক্ষায় অথবা সেমিস্টারের পরীক্ষায় ধারাবাহিকভাবে উত্তীর্ণ হতে হবে। কোন পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলে Scholarship প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে।
  • অনলাইনে আবেদন করার সময় সমস্ত তথ্য গুলি সঠিকভাবে প্রদান করতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র অথবা ভুল তথ্য প্রদান করলে আবেদন প্রত্যাখ্যান করা হবে।
  • শিক্ষার্থীরা যদি অন্য কোন রাজ্য স্তরীয় অথবা কেন্দ্র স্তরীয় কোন Scholarship পেয়ে থাকে তবে তারা এই Scholarship এর জন্য আবেদন করতে পারবে না। যদি এমনটা দেখা যায় যে কোনো শিক্ষার্থী এই Pragati Scholarship পাওয়ার পাশাপাশি অন্য কোন Scholarship পাচ্ছে তবে সেই শিক্ষার্থীর Pragati Scholarship প্রক্রিয়াটি বন্ধ হয়ে যাবে এবং যে পরিমাণ টাকা তারা পেয়েছে তার সম্পূর্ণ ফেরত দিতে হবে।
  • যদি কোনো শিক্ষার্থীর এই Scholarship প্রকল্প সম্বন্ধে কোন প্রশ্ন থাকে তবে তারা AICTE Portal এ তাদের প্রশ্নগুলি নথিভূক্ত করতে পারে। যোগ্য প্রার্থীদের Merit List প্রকাশের পর আগামী এক মাস পর্যন্ত প্রার্থীরা তাদের অভিযোগগুলি জানাতে পারবে।
  • একটি পরিবারের সর্বাধিক 2 জন শিক্ষার্থী এই Scholarship এর জন্য আবেদন করতে পারবে।

AICTE Pragati Scholarship for Girls 2022 Contact Details:-

  • Email ID:- helpdesk[at]nsp[dot]gov[dot]in 
  • Phone Number:- 0120 – 6619540
  • Official Website:- https://scholarships.gov.in/  

AICTE Pragati Scholarship for Girls 2022 Important Link:-

AICTE Pragati Scholarship for Girls 2022 Official Notification Download Link Click Here
Apply Now  Click Here
Google News  Follow Us 
Join Us on Telegram  Click Here

FAQ :-

1. AICTE Pragati Scholarship for Girls 2022 এর জন্য কিভাবে আবেদন করতে হবে ?

ANS :- Pragati Scholarship এর জন্য আবেদন করতে চাইলে আবেদনকারীদের National Scholarship Portal    (NSP)  এর মাধ্যমে আবেদন করতে হবে। National Scholarship Portal এর লিংক – “www.scholarships.gov.in“।

2. যদি কোন শিক্ষার্থী Pragati এবং Saksham Scholarships উভয়ের ক্ষেত্রেই যোগ্যতা অর্জন করে তবে কি সে উভয় Scholarship এর জন্য আবেদন করতে পারবে ?

ANS :- না, আবেদনকারীদের যেকোনো একটি Scholarship এর জন্য আবেদন করতে হবে।

3. AICTE Pragati Scholarship এর Official Email ID কোনটি ?

ANS :- যদি কোনো শিক্ষার্থীর এই Scholarship প্রকল্প সম্বন্ধে কোন প্রশ্ন থাকে তবে তারা AICTE পোর্টালে তাদের প্রশ্নগুলি নথিভূক্ত করতে পারে। এছাড়াও শিক্ষার্থীরা নিচে দেওয়া ইমেইল আইডিতে ও তাদের অভিযোগগুলো জানাতে পারবে “[email protected]”।

4. ছাত্র-ছাত্রীরা AICTE Pragati Scholarship এর টাকা কিভাবে পাবে ?

ANS :- Scholarship এর  জন্য নির্বাচিত ছাত্র-ছাত্রীদেরকে DBT (Direct Benefit Transfer) মোডে সরাসরি তাদের ব্যাংক একাউন্টে Scholarship এর  টাকা প্রদান করা হবে। নির্বাচিত ছাত্র-ছাত্রীদের নাম Public Financial Management System (PFMS) এ প্রেরণ করা হবে।

5. AICTE Pragati Scholarship for Girls 2022 Last Date কবে ?

ANS:- 15/11/2022

6. AICTE Pragati Scholarship for Girls 2022 গ্রহণ  কবে থেকে শুরু হয়েছে?

ANS:- 31/10/2022

7. AICTE Pragati Scholarship for Girls 2022 Official Website কোনটি?

ANS:- https://scholarships.gov.in/  

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 821

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *