আমরা আমাদের ওয়েবসাইটে পূর্বে রাজ্য সরকার, কেন্দ্র সরকার সহ প্রাইভেট সেক্টর প্রদত্ত Scholarship সম্পর্কে আলোচনা করেছি। আজ আমরা আলোচনা করতে চলেছি কেন্দ্র সরকারের এক বিশেষ ধরনের Prime Minister’s Scholarship for Armed Police Forces and Assam Rifles 2021 -2022 Scholarship এর সম্বন্ধে।
সূচি
Prime Minister’s Scholarship for Armed Police Forces and Assam Rifles Scholarship কী ?
ভারতবর্ষের প্রশাসনিক ক্ষেত্রে CRPF ও Assam Rifles এর ভূমিকা অগ্রগণ্য। কর্ম ক্ষেত্রে CRPF ও Assam Rifles এর জাওয়ানদের ক্ষেত্রে অনেক সময় প্রাণনাশ হয়ে থাকে , যার সরাসরি অপূরণীয় প্রভাব পড়ে শহীদ এর পরিবারের ওপর। এই বিষম পরিস্থিতিতে CRPF ও Assam Rifles এর পরিবারের সাহায্যের উদ্দেশ্যে বিধবা স্ত্রী ও Wards দের পড়াশোনার বিশেষ সুযোগ প্রদানের জন্য এই Scholarship এর প্রচলন করা হয়েছে।
Scholarship Name | Prime Minister’s Scholarship for Armed Police Forces and Assam Rifles Scholarship
| Official Link |
Starting Date | সাধারণত August মাসে | Apply Now
|
Last Date | 30/11/21 |
Daily GK এবং Current Affair এর MCQ প্রশ্ন Practice করার জন্য ক্লিক করুন
Prime Minister’s Scholarship for Armed Police Forces and Assam Rifles 2021 -2022 Scholarship এর উদ্দেশ্য কী ?
এই Scholarship প্রদানের মূল উদ্দেশ্য শহীদের পরিবারকে শিক্ষা লাভে সাহায্য করা। অনেক সময় টাকার অভাবে বা অন্যান্য কারণে শহীদ পরিবারের বিধবা স্ত্রী বা Ward পড়াশোনা চালানো সম্ভব হয়না। এই সমস্যাকে সমাধান করার জন্যই এই Scholarship এর প্রচলন করা হয়েছে ।
কারা Prime Minister’s Scholarship for Armed Police Forces and Assam Rifles Scholarship এর জন্য আবেদন করতে পারবেন ?
যুদ্ধক্ষেত্রে বা কোন বিষয়ে পরিস্থিতিতে CRPF ও Assam Rifles জওয়ান এর প্রাণনাশ হলে সেই জওয়ান এর বিধবা স্ত্রী বা Ward তার (ছেলে /মেয়ে) এই Scholarship এর জন্য আবেদন করতে পারবেন ।
বিদেশে পড়ার ইচ্ছা ? National Overseas Scholarship (NOS) 2021-22 এর সম্বন্ধে বিশদে জানুন
Prime Minister’s Scholarship for Armed Police Forces and Assam Rifles Scholarship এর Scholarship Amount :-
- এই Scholarship এর মাধ্যমে ছাত্রীদের জন্য বার্ষিক 36,000 টাকা বরাদ্দ রয়েছে যেখান থেকে প্রতি মাসে 3000 টাকা করে দেওয়া হয়।
- এই Scholarship এর মাধ্যমে ছাত্রদের জন্য বার্ষিক 30000 টাকা বরাদ্দ করা হয়েছে এক্ষেত্রে তাদেরকে প্রতিমাসে 2500 টাকা করে দেওয়া হয়।
Prime Minister’s Scholarship for Armed Police Forces and Assam Rifles Scholarship এর (Eligibility Criteria )প্রয়োজনীয় যোগ্যতা :-
CAPF এবং AR বিভাগের যে সমস্ত কর্মীরা তাদের কর্মক্ষেত্রে মারা গেছেন বা কর্ম ক্ষেত্রে শারীরিক ভাবে অক্ষম হয়ে পড়েছেন তাদের স্ত্রী অথবা সন্তানরা এই Scholarship এর জন্য আবেদনের যোগ্য । CAPF এবং AR বিভাগের কর্মীদের স্ত্রী এবং সন্তানরা এই স্কলারশিপের জন্য যোগ্য। এছাড়া ইচ্ছুক প্রার্থীদের দ্বাদশ শ্রেণী অথবা গ্রাজুয়েশনের 60% নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে এবং কোন প্রফেশনাল বা টেকনিক্যাল কোর্সে ভর্তি হতে হবে।.
Prime Minister’s Scholarship for Armed Police Forces and Assam Rifles Scholarship এর Application Process:-
- National Scholarship Portal এর অফিশিয়াল ওয়েবসাইট এর লিঙ্কটিতে “www.scholarships.gov.in” ক্লিক করতে হবে।
- এরপরে “Terms and Conditions” গুলি একসেপ্ট করে নিয়ে “Continue” বাটনে ক্লিক করতে হবে।
- পরের পেজটিতে একটি ফর্ম আসবে। প্রয়োজনীয় সমস্ত তথ্য গুলি যেমন বাসস্থানের অবস্থা, স্কলারশিপ এর প্রকৃতি স্কলারশিপ স্কিমের বিভিন্ন প্রকারভেদ, মোবাইল নাম্বার, জন্ম তারিখ, ইমেইল আইডি ইত্যাদি তথ্যগুলি সঠিকভাবে সঠিক জায়গায় পূরণ করে ফরমটি সম্পন্ন করতে হবে।
- এরপরে ব্যাংক সংক্রান্ত তথ্য যেমন অ্যাকাউন্ট নম্বর, ব্যাংকের শাখার নাম, IFSC কোড ইত্যাদি তথ্যগুলি সঠিকভাবে পূরণ করতে হবে।
- ফরমটি পূরণ করা হয়ে গেলে “REGISTER” অপশনটিতে ক্লিক করতে হবে।
- এরপরে প্রার্থীদের অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড তাদের মোবাইল নম্বরে পাঠিয়ে দেওয়া হবে। এই অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে পোর্টালে লগইন করতে হবে।
- মোবাইল নম্বর ভেরিফিকেশনের জন্য একটি OTP আসবে। OTP টি সঠিকভাবে পূরণ করে Log Inকরতে হবে।
এরপরে প্রার্থীদের ব্যক্তিগত তথ্য, বিদ্যালয় সংক্রান্ত তথ্য পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট গুলি আপলোড করতে হবে।
এবার Swami Vivekananda Merit cum Means Scholarship পান মাত্র 60 % নম্বরেই , জানুন বিস্তারিত
Prime Minister’s Scholarship for Armed Police Forces and Assam Rifles Scholarship এর Renewal Process :-
- Scholarship টি প্রত্যেক বছর Renew করার জন্য ছাত্র-ছাত্রীদেরকে বিগত পরীক্ষায় 50% নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে।
- নির্বাচিত ছাত্রছাত্রীরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে একটি ব্যক্তিগত চিঠি গ্রহণ করবে,
- বার্ষিক পরীক্ষায় সেমিস্টারে 50% নম্বর নিয়ে উত্তীর্ণ হতে পারলে ছাত্র-ছাত্রীরা ওই চিঠির মাধ্যমে স্কলার্শিপ রিনিউ করার ফরম পূরণ করতে পারবে।
- স্কলারশিপের জন্য নির্বাচিত হই সমস্ত ছাত্রছাত্রীকে PFMS (Public Finance Management System) এর মাধ্যমে সরাসরি তাদের ব্যাংক একাউন্টে স্কলারশিপের টাকা প্রদান করা হবে।
Important Documents Prime Minister’s Scholarship for Armed Police Forces and Assam Rifles Scholarship এ আবেদনের জন্য :-
- সার্ভিস সার্টিফিকেট
- উচ্চমাধ্যমিক বা গ্রাজুয়েশন বা ডিপ্লোমা কোর্স এর মার্কশিট এবং সার্টিফিকেট,
- PPO অথবা ডিসচার্জ সার্টিফিকেট, (A থেকে F ক্যাটাগরির ছাত্রছাত্রীদের জন্য জরুরী)
- মৃত্যুর সার্টিফিকেট (A এবং C ক্যাটাগরির ছাত্রছাত্রীদের জন্য জরুরী)
- বীরত্ব পুরস্কারের সার্টিফিকেট (E ক্যাটাগরির ছাত্রছাত্রীদের জন্য জরুরী)
- রাজ্য পুলিশ কর্মীদের পরিবারের জন্য – উগ্রপন্থীদের হামলায় অথবা নকশালী হামলায় মারা গেছে এর প্রমাণস্বরূপ একটি সার্টিফিকেট।.
Nabanna Scholarship (নবান্ন বৃত্তি 2021-2022) কি ,তারিখ, যোগ্যতা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য
Important Documents Prime Minister’s Scholarship for Armed Police Forces and Assam Rifles Scholarship এর (Duration) টাকা কখন এবং কোন সময়ের জন্য দেওয়া হয় :-
বিভিন্ন কোর্সের ওপর ভিত্তি করে এই Scholarship এর মেয়াদ রয়েছে। প্রয়োজনীয় যোগ্যতা গুলি অর্জন করলে কোর্স শেষ করা পর্যন্ত ছাত্র ছাত্রীরা এই স্কলার্শিপ পাবে। তবে একজন শিক্ষার্থীকে সর্বাধিক পাঁচ বছর পর্যন্ত এই স্কলারশিপ দেওয়া হয়।
Bank Account Related গুরুত্বপূর্ণ তথ্য Prime Minister’s Scholarship for Armed Police Forces and Assam Rifles Scholarship এ আবেদনের জন্য :-
- ছাত্র-ছাত্রীদের নিজেদের নামে একটি একটিভ ব্যাংক একাউন্ট থাকতে হবে।
- ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আঁধার কার্ড সংযুক্ত থাকতে হবে।
- ছাত্র-ছাত্রীদের ব্যাংক একাউন্ট এমন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে হতে হবে যেখানে Electronic Clearing System (ECS) বা Core Banking এর সুবিধা রয়েছে।
- ছোটখাট অ্যাকাউন্টের ক্ষেত্রে, এটিকে প্রধান অ্যাকাউন্টে রূপান্তরিত করা উচিত।
Kanyashree Prakalpa কি ? কেমন করে আবেদন করবেন সমস্ত তথ্য জানুন
FAQ:-
1. ডিপ্লোমা কোর্সে কি এই PM Scholarship এর জন্য আবেদন করা যায় ?
ANS :- না, PM Scholarship কোনরকম ডিপ্লোমা কোর্সের জন্য দেওয়া হয় না। শুধুমাত্র কোনো প্রফেশনাল কোর্স কিংবা কোন টেকনিক্যাল কোর্সের জন্য স্কলারশিপ দেওয়া হয়।
2. প্রাইম মিনিস্টার স্কলারশিপ এর জন্য কি অফলাইনে আবেদন করা যায় ?
ANS :- না, এই স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন করার কোন ব্যবস্থা নেই। সকল প্রার্থীদের কে National scholarship Portal এর অফিশিয়াল ওয়েবসাইট https://scholarships.gov.in/ এ গিয়ে আবেদন করতে হবে।
3. বিদেশে পড়াশোনা করলে কি PM scholarship পাওয়া যায় ?
ANS :- না, বিদেশে পড়াশোনা করলে এই প্রাইম মিনিস্টার স্কলারশিপ পাওয়া যায় না।
4. পোস্ট গ্রাজুয়েশন কোর্স এ কি স্কলারশিপ পাওয়া যায় ?
ANS :- না, পোস্ট গ্রাজুয়েশন কোর্স এর জন্য এই স্কলারশিপ পাওয়া যায় না। শুধুমাত্র MCA অথবা MBA -র মতো প্রফেশনাল কোর্সের জন্য এই স্কলারশিপ দেওয়া হয়।
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।