পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীরা চাকরির খোঁজে আছেন তাদের জন্য অত্যন্ত খুশির খবর। রাজ্য সরকারের পক্ষ থেকে আপনাদের কথা মাথায় রেখেই এ বছর এর Ration Dealer Recruitment নিয়ে এসেছে। একদম এই সুযোগ4 হাতছাড়া করবেন না কারণ অনেক সময় পর রাজ্য সরকারের তরফ থেকে যত বেশি সংখ্যায় Ration Dealer নিয়োগের Recruitment প্রকাশ করা হয়েছে। শুধুমাত্র প্রতি জেলাতে নয় প্রতিটি ব্লকেই নিয়োগ করা হবে নতুন Ration Dealer Recruitment।
সূচি
Ration Dealer Recruitment 2022 West Bengal কী?
রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। এই Recruitment এর মাধ্যমে পশ্চিমবঙ্গের সমস্ত ন্যায্য মূল্যের Ration দোকান এর Dealership প্রদান করা হবে। কিছুদিন আগেই রাজ্য সরকারের Department of Food & Supplies Government of West Bengal তথা খাদ্য দপ্তরের তরফ থেকে Madhyamik পাস পরীক্ষার্থীদের জন্য এই Recruitment প্রকাশ করা হয়েছে। যদি আপনি বেকার হয়ে থাকেন তাহলে অবশ্যই আবেদন করুন কারণ এই Recruitment এর মাধ্যমে খুব সহজেই আপনি মাসে লাখ লাখ টাকা আয় করতে পারবেন নিজ বাড়ি থেকেই এ সম্বন্ধে বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ আর্টিকেল টি পড়ুন।
Ration Dealer Recruitment 2022 West Bengal Important Dates:-
Ration Dealer Recruitment 2022 West Bengal Application Starting | 12/05/2022 |
Ration Dealer Recruitment 2022 West Bengal Application Closng | 03/06/3022 |
শুরু হয়ে গেছে Delhi Police এ Head Constable পদে নিয়োগ , কেমন করে আবেদন করবেন?
Ration Dealer Recruitment 2022 West Bengal Vacancy :-
অফিশিয়ালি পাওয়া তথ্য অনুসারে মোটামুটি 7000 এর মত রেশন Delear নিয়োগ করা হবে। অফিসের ওয়েবসাইট এর সম্বন্ধে তথ্য প্রদান করা হয়নি। এ সম্বন্ধে বিস্তারিত তথ্য আপনারা জানতে পারবেন আপনাদের জেলার খাদ্য দপ্তরে যোগাযোগ করে ।
আপনাদের সুবিধার্থে একটি রক্ত জানিয়ে রাখেন যদি আপনার নিকটস্থ Ration Dealer Service প্রদান বন্ধ করাতে করে দেয় তাহলে আপনি নিকটস্থ Food Supplies Office নিজে যোগাযোগ করেও আবেদন করতে পারবেন।
Ration Dealer Recruitment 2022 West Bengal Eligibility:-
- আপনি যে পঞ্চায়েতে Ration দোকান খুলতে চাইছেন,সেই অঞ্চলের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- যেকোনো Computer Related Course Certificate থাকলে ভালো হয়।
- আপনার কাছে নিজের Godown থাকতে হবে।
- Ration এর দোকান চালানোর জন্য প্রয়োজনীয় সামগ্রী থাকতে হবে।
- আবেদনকারীকে Ration দোকান চালাতে সক্ষম হতে হবে।
Ration Dealer Recruitment 2022 West Bengal Salary:-
আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি কোন Ration Dealer কেই Salary প্রদান করা হয় না। Ration Dealer দের Commision প্রদান করা হয় কাজের ভিত্তিতে এছাড়াও বেশকিছু মাধ্যমে Dealer রা আয় করে থাকে। সহ মত দেখা যায়যে কোন Dealer মাসে অন্ততপক্ষে 25,000 টাকা আয় করে থাকে যার সর্বাধিক পরিমাণ 1.5 Lakh এর ও বেশী হতে পারে।
WBP Latest Recruitment শুরু হয়ে গেছে, কেমন করে আবেদন করবেন?
Ration Dealer Recruitment 2022 West Bengal Application Process:-
Ration Dealer Recruitment 2022 এর জন্য Application শুধুমাত্র Online বা Offline এর মাধ্যমে সম্ভব। নিম্নে উভয় পদ্ধতি Step by Step Application Process সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।
Ration Dealer Recruitment 2022 West Bengal Online Application Process:-
- ভিজিট করুন Department of Food & Supplies Government of West Bengal এর Official Website https://food.wb.gov.in/
- Homepage থেকে PDS LICENSING PDS LICENSING Option এ ক্লিক করুন।
- এখন ক্লিক করুন Apply for new Fair Price Shop Option এ।
- আপনার সামনে একটি Form আসবে Mobile Number প্রদান করুন এখন আপনার Mobile এ OTP সেটি প্রদান করুন।
- যত্ন সহকারে Application Form পূরণ করুন।
- প্রয়োজন অনুযায়ী প্রদান করুন আপনার Application Fees।
- প্রয়োজন অনুসারে আপনার Application Form টি Download ও Print Out কপি বের করুন।
Ration Dealer Recruitment 2022 West Bengal Offline Application Process:-
- আপনার নিকটস্থ Food Supply Office থেকে Application Form সংগ্রহ করুন।
- সাবধানতার সঙ্গে পূরণ করুন Application Form টি।
- প্রয়োজনীয় সমস্ত Documents গুলি Attach করুন সঙ্গে।
- এবং Application Form টি জমা করুন
Bank এ চাকরী করতে চান, IBPS RRB Registration শুরু হয়ে গেছে, জানুন বিস্তারিত
Ration Dealer Recruitment 2022 West Bengal আবেদনের জন্য Important Documents:-
- Madhyamik Admit Card
- Passport Size Photo এবং Signature
- Identity Card (Voter Card/Ration Card/Aadhar Card) ইত্যাদি।
- Educational Qualification সম্বন্ধিত Details
- Last 6 months Bank Account Statement
- Caste Certificate বা Addition Documents থাকলে
Ration Dealer Recruitment 2022 West Bengal Selection Process:-
মূলত Merit List এর মাধ্যমে Selection Process সম্পূর্ণ হবে। যদি আপনার মার্কস এ Madhyamik এর নম্বর বেশি হয়ে থাকে তাহলে আপনাকে প্রথম ডাকা হবে।
Ration Dealer Recruitment 2022 West Bengal Important Dates:-
Ration Dealer Recruitment 2022 Official Notice Download Link | |
Ration Dealer Recruitment 2022 Application Form Download Link | |
Official Website | |
Google News |
Indian Institute of Banking Finance এ 50,000 এর ও বেশী Salary এর চাকরী, জানুন বিস্তারিত
FAQ:-
1. Ration Dealer Recruitment 2022 West Bengal Online Application কোন Website থেকে করা যাবে?
ANS:- https://food.wb.gov.in/
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।