RRB Group D Exam কিছুক্ দিনের মধ্যেই অনুষ্ঠিত হওয়ার কথা। পূর্বোক্ত Notice অনুসারে এই Exam হওয়ার কথা ছিল গত 23/02/2022 তে। কিন্তু বিভিন্ন কারণ বশত এই Exam টি পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করে RRB কর্তপক্ষ।
প্রসঙ্গত RRB Group D Exam এর জন্য নতুন Date ধার্য করার জন্য এ কমিটি গঠন করা হয় এবং কমিটির সিদ্ধান্ত অনুসারে। 10/03/2022 এ Officially Date ঘোষণা করা হয়। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এইবার দুটি নয় একটি মাত্র CBT Test এর আয়োজন করা হবে। Official Notice অনুসারে প্রথম পর্যায় এর CBT Test এর আয়োজন করা হবে July মাস থেকেই। যদিও এখনো পর্যন্ত তেমন কোনো নির্দিষ্ট Date জানানো হয়নি। এ সম্পর্কে ভবিষ্যতে আপডেট করা হলে আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের জানিয়ে দেব । আপডেটেড তথ্য বাংলায় পাওয়ার জন্য ফলো করুন আমাদের ওয়েবসাইটসহ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল গুলি।
মোটামুটি এক থেকে দুই মাস চলবে প্রথম পর্যায়ের CBT Test । যদি আপনি RRB Group D Exam Pattern সম্বন্ধে না জেনে থাকেন তাহলে আপনাদের জানিয়ে রাখি RRB Group D Exam সম্বন্ধে আমরা আগেই বিস্তারিত আলোচনা করেছি। এই সম্বন্ধে বিস্তারিত জানার জন্য নিম্নের প্রদান করা Highlight Textএ ক্লিক করুন।
সাধারণত RRB Group D Exam এর Admit Card Exam শুরুর 1/2 সপ্তাহ আগেই Publish করা হয়ে থাকে। এ সম্পর্কে আমরা বিস্তারিত জানব Official Notice Publish হলে।
RRB Group D Exam 2022 Important Links:-
RRB Group D Official Website | Click Here |
Google News | Follow Us |
FAQ:-
1. RRB Group D Exam 2022 কবে থেকে শুরু হতে চলেছে?
ANS:- July মাস থেকে।
2. RRB Group D Exam 2022 Admit Card Publish করা হবে কবে?
ANS:-এখনো জানানো হয়নি।
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।