SBI ভারতবর্ষের সর্ব বৃহৎ Public Sector Bank। ভারতবর্ষের অর্থনীতিতে এই Bank অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেসব চাকরি প্রার্থীরা Banking Sector এ কাজ করতে চান তার মধ্যে সিংহভাগেরই ইচ্ছে থাকে SBI তে কাজ করার। প্রতিবছর মোটামুটি SBI এর পক্ষ থেকে এই Recruitment টি প্রকাশ করা হয়ে থাকে। আগের বছরের এই Recruitment এর মাধ্যমে নিয়োগ করা হয়েছিল 5454 Vacancy তে এই সেই সংখ্যা বেশ কিছুটা কমে গেছে। তুমি যদি SBI Clerk Recruitment 2022 এ আবেদন করতে চাও , অবশ্যই সম্পূর্ণ আর্টিকেল টি ভালোভাবে পড়ো।
SBI Clerk Recruitment 2022 Overview:-
Recruiting Organisation | State Bank of India (SBI) |
Post Name | Clerk |
Vacancies | 5008 |
Salary | 29,000 |
Job Location | All India |
Last Date | 27/09/2022 |
Mode of Application | Online |
Official Website | https://sbi.co.in/web/careers/current-openings |
SBI Clerk Recruitment 2022 কী?
SBI Clerk Notification এর মাধ্যমে Junior Associates পদে নিয়োগ করা হয়ে থাকে যাদের মূল কাজ Customer Support ও Sales। এই Recruitment এর সমস্ত দায়িত্ব বর্তায় SBI কর্তৃপক্ষের ওপর। এই Recruitment টি প্রতিবছরই হাজার হাজার চাকরিপ্রার্থীদের কর্ম সংস্থান প্রদান করে থাকে । যেকোনো বিষয়ে Graduation পাস করলেই তুমি আবেদন করতে পারবে এই Recruitment এর জন্য। এই Recruitment এর সম্বন্ধে বিস্তারিত নিম্নে আলোচনা করা হল।
SBI Clerk Recruitment 2022 Important Dates:-
SBI Clerk Recruitment 2022 Notification Releasing | 06/09/2022 |
SBI Clerk Recruitment 2022 Online Application Starting | 07/09/2022 |
SBI Clerk Recruitment 2022 Online Application Closing | 27/09/2022 |
PET Call Letter Releasing | |
Pre-Examination Training Dates | |
Preliminary Exam Call Letter Releasing | |
SBI Clerk Preliminary Exam | November 2022 |
SBI Clerk Mains Exam | December/January 2023 |
SBI Clerk Recruitment 2022 Vacancy সংখ্যা:-
Junior Associates (Customer Support & Sales) Vacancy | |
State | Vacancy |
Gujarat | 353 |
Daman & Diu | 04 |
Andhra Pradesh | 00 |
Karnataka | 316 |
Madhya Pradesh | 389 |
Chhattisgarh | 92 |
West Bengal | 340 |
A&N Islands | 10 |
Sikkim | 26 |
Odisha | 170 |
Jammu & Kashmir | 35 |
Haryana | 05 |
Himachal Pradesh | 55 |
Chandigarh | 00 |
Punjab | 130 |
Tamil Nadu | 355 |
Pondicherry | 07 |
Delhi | 32 |
Uttarakhand | 120 |
Telangana | 225 |
Rajasthan | 284 |
Kerala | 270 |
Lakshadweep | 03 |
Uttar Pradesh | 631 |
Maharashtra | 747 |
Goa | 50 |
Assam | 258 |
Arunachal Pradesh | 15 |
Manipur | 28 |
Meghalaya | 23 |
Mizoram | 10 |
Nagaland | 15 |
Tripura | 10 |
Total | 5008 |
Category | Backlog Vacancy |
SC/ST/OBC | 204 |
PwD | 92 |
XS | 182 |
Total | 478 |
SBI Clerk Recruitment 2022 Eligibility:-
Nationality :-
আবেদনকারীকে অবশ্যই ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হতে হবে। যদি নেপাল ভুটান বাংলাদেশের কোন নাগরিকের কাছে Valid Certificate থেকে থাকে সে ও আবেদন করতে পারবে SBI Clerk Recruitment 2022 এর জন্য।
Educational Qualification:-
- আবেদনকারীকে Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ে Graduation পাস করতে হবে।
- আবেদনকারীরা যে রাজ্য বা অঞ্চলের জন্য আবেদন করবেন সে রাজ্য বা অঞ্চল এর Official Language লিখতে ও পড়তে জানতে হবে।
- যেসব আবেদনকারীরা Final Year/Semester এ পড়ছেন তারা আবেদন করতে পারবেন এই Recruitment এর জন্য কিন্তু এ জন্য আবেদনকারীকে 31 August,2022 এর আগে Graduation পাস এর Proof Submit করতে হবে।
SBI Clerk Recruitment 2022 এ আবেদনের জন্য Age Limit:-
যেসব আবেদনকারীরা আবেদন করবেন এই Recruitment এর জন্য তাদের বয়স হতে হবে 20 থেকে 28 এর মধ্যে। Category অনুযায়ী আবেদনকারীরা Age Relaxation এর সুবিধা পাবেন এ সম্বন্ধে বিস্তারিত জানার জন্য নিম্নে প্রদান করা চার্ট টি দেখুন।
Category | Upper Age Limit |
SC/ST | 33 |
OBC | 31 |
PWD (General) | 38 |
PWD (SC/ST) | 43 |
PWD (OBC) | 41 |
Jammu & Kashmir Migrants | 33 |
Ex-Servicemen/Disabled Ex-Servicemen | প্রতিরক্ষা পরিষেবাগুলিতে প্রদত্ত পরিষেবার প্রকৃত সময়কাল + 3 বছর8 বছর অক্ষম প্রাক্তন সৈনিকদের জন্য যারা SC/ST এর অন্তর্গত সর্বোচ্চ সাপেক্ষে। 50 বছর বয়স। |
Widows, Divorced women( No remarried) | GEN- 35 YearsOBC- 38 YearsSC/ST- 40 Years |
SBI Clerk Recruitment 2022 Salary:-
- একজন প্রার্থী 6 মাস শিক্ষানবিশ সময়কালের জন্য পরিবেশন করা হবে।
- SBI Clerk Recruitment এর Pay Scale হল Rs.17900-1000/3-20900-1230/3-24590-1490/4-30550-1730/7-42600-3270/1-45930-1990/1-47920 এ সম্বন্ধে বিস্তারিত আপনারা জানতে পারবেন Download Section এ প্রদান করা Official Notice থেকে।
SBI Clerk Recruitment 2022 Application Fees:-
প্রয়োজনীয় Application Fees আবেদনকারীরা শুধুমাত্র Credit/Debit Card বা Net Banking এর মাধ্যমে প্রদান করতে পারবে।Category অনুযায়ী Application Fees নিম্নে বর্ণনা করা হলো।
Category | Application Fees in INR |
General/OBC/EWS | 750 |
SC/ ST/ PWD/XS | Not Applicable |
SBI Clerk Recruitment 2022 Application Process:-
SBI Clerk Recruitment 2022 এর জন্য Application শুধুমাত্র Online এর মাধ্যমে সম্ভব SBI Career এর Official Website থেকে এই Recruitment এর জন্য আবেদন করতে পারবেন। নিম্নে Step by Step Process সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।
- সর্বপ্রথম ভিজিট করুন SBI এর Career Portal sbi.co.in/web/careers/current-openings
- Homepage এর নীচে থাকা Click Here for New Registration’ অপশনে ক্লিক করুন এখন।
- আবেদনকারীর নাম, Mobile Number, Email ID ইত্যাদি প্রদান করুন।
- এখন আপনার Registration Number ও Password তৈরি হয়ে গেছে ।
- প্রাপ্ত তথ্য প্রদান করে আপনার Application Form এর Dashboard ওপেন করুন।
- Personal Details, Work Experience, Educational Qualifications প্রদান করুন।
- একবার Preview বাটনে ক্লিক করে জেনে নিন সব কথা ঠিকঠাক প্রদান করেছেন কিনা যদি কিছু ভুল হয়ে থাকে Edit বাটনে ক্লিক করে ঠিক করে নিন।
- এখন আপনাকে প্রদান করতে হবে প্রয়োজনীয় Application Fees।
- এখন আপনার Application Form Successfully Submit হয়েছে। চাইলে আপনি আপনার Application Form এর PDF Copy বের করে Print Out ও করে নিতে পারবেন।
SBI Clerk Recruitment 2022 এর Selection Process:-
মূলত দুইটি Phrase এ সম্পন্ন হবে SBI Clerk 2022 এর Selection Process।
যথা Preliminary ও Mains Exam। যদিও Loca Language বলতে ও লিখতে পারার একটি Exam গ্রহণ করা হয়ে থাকে এ সম্বন্ধে বিস্তারিত নিম্নে আলোচনা করা হল।
- Online Preliminary Exam:- যেসব চাকরিপ্রার্থীদের আবেদন করেছেন SBI Clerk 2022 এর জন্য তাদের সবার নাম Shortlisted করা হবে Application Form পূরণ, Eligibility এর ভিত্তিতে এবং তারা অবতীর্ণ হবে Online Preliminary Exam এর জন্য ।Exam Center এর সম্বন্ধে বিস্তারিত নিম্নে আলোচনা করা হবে।
- Online Mains Exam:-যেসব পরীক্ষার্থীরা Preliminary Exam পাস করেছে তারা শুধুমাত্র Mains Exam প্রদান করতে পারবে। Mains Exam এর Result এর ভিত্তিতে তৈরি করা হবে Final Merit List ।
- Final Merit List এর পর আবেদনকারীর Local Language লিখতে ও বলতে পারার ক্ষমতা যাচাই করা হবে এরপর পাস করা আবেদনকারী দের Seat Allotment Preference ও Merit List অনুযায়ী আবেদনকারী Posting হবে।
SBI Clerk Recruitment 2022 Exam Pattern:-
SBI Clerk Recruitment দুটি Phrase এ সম্পন্ন হবে। মাথায় রাখবেন এ ক্ষেত্রে আবেদনকারীদের কোন Interview প্রদান করতে হবে না।
SBI Clerk Preliminary Exam Pattern:-
- Mode of Exam:- CBT তথা Online এ গ্রহণ করা হবে Preliminary Exam।
- Questions:- মোট 100 টি প্রশ্ন থাকবে।
- Duration:- Preliminary Exam এর জন্য পরীক্ষার্থীরা হাতে পাবে 60 Minutes তথা 1 ঘন্টা সময়।
- Marking System:- প্রতি সঠিক উত্তরে পরীক্ষার্থীরা পাবে 1 নম্বর।
- Negative Marking:- প্রতি ভুল উত্তরে পরীক্ষার্থীদের 0.25 মার্কস কাটা হবে।
- এ সম্বন্ধে বিস্তারিত আপনারা জানতে পারবেন নিম্নে প্রদান করা চার্ট এর মাধ্যমে।
Sl No. | Section | Question | Marks | Duration (Minutes) |
1 | English | 30 | 30 | 20 |
2 | Quantitative Aptitude | 35 | 35 | 20 |
3 | Reasoning | 35 | 35 | 20 |
Total | 100 | 100 | 60 |
SBI Clerk Mains Exam Pattern:-
- Mode of Exam:- CBT তথা Online এ গ্রহণ করা হবে Mains Exam।
- Questions:- মোট 200 টি প্রশ্ন থাকবে।
- Duration:-Mains Exam এর জন্য পরীক্ষার্থীরা হাতে পাবে 2 ঘন্টা 40 মিনিট সময়।
- Language:- Hindi এবং English ঐ ভাষাতেই পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবেন।
- Marking System:- প্রতি সঠিক উত্তরে পরীক্ষার্থীরা পাবে 1 নম্বর।
- Negative Marking:- প্রতি ভুল উত্তরে পরীক্ষার্থীদের 0.25 মার্কস কাটা হবে।
এ সম্বন্ধে বিস্তারিত আপনারা জানতে পারবেন নিম্নে প্রদান করা চার্ট এর মাধ্যমে।
Section | Marks | Duration (Minutes) |
General English | 40 | 35 |
Quantitative Aptitude | 50 | 45 |
Reasoning Ability and Computer Aptitude | 60 | 45 |
General/Financial Awareness | 50 | 45 |
Total | 200 | 2 Hours 40 Minutes |
SBI Clerk Recruitment 2022 Syllabus:-
SBI Clerk Recruitment 2022 Preliminary Syllabus:-
- Reasoning:- Logical Reasoning, Input-Output, Coding-Decoding, Alphanumeric Series, Data Sufficiency, Seating Arrangement, Syllogism, Blood Relations ইত্যাদি।
- Numerical Ability:-Simplification,Number System, Profit & Loss, SI & CI, Time & Distance, Work & Time, Data Interpretation, Ratio, Proportion, Percentage, ইত্যাদি।
- English Language:– Reading Comprehension, Cloze Test, Fill in the blanks ইত্যাদি।
SBI Clerk Recruitment 2022 Mains Syllabus:-
- Quantitative Aptitude:- Data Sufficiency, Data Interpretation, Quadratic Equation, Time & Distance, Work, Profit & Loss, Simple and Compound Interest, Ratio & Proportion, Averages, Percentages, Simplification, Number Series ইত্যাদি।
- English:-Reading Comprehension, Synonyms, Antonyms, Para Jumbles, Cloze Test ইত্যাদি।
- General/Financial Awareness:- Current Affairs, Static GK, Banking/Financial terms ইত্যাদি।
- Reasoning Ability:– Machine Input/Output, Syllogism, Blood Relation, Inequalities, Puzzles, Coding-Decoding ইত্যাদি।
- Computer Awareness:- Basics of Computer: Hardware, Software, Generation of Computers, DBMS, Networking, MS Office, Important Abbreviations ইত্যাদি।
SBI Clerk Recruitment 2022 Exam Centre:-
State Code | State/UT | Exam Centre |
11 | Andaman & Nicobar Island | Port Blair |
12 | Andhra Pradesh | Chirala, Guntur, Kadapa, Kakinada, Kurnool, Nellore, Rajahmundry, Srikakulam, Tirupati, Vijayawada, Vishakhapatnam, Vizianagaram |
13 | Arunachal Pradesh | Naharlagun |
14 | Assam | Dibrugarh, Guwahati, Jorhat, Silchar, Tezpur |
15 | Bihar | Arrah, Aurangabad (Bihar), Bhagalpur, Darbhanga, Gaya, Muzaffarpur, Patna, Purnea |
16 | Chandigarh | Chandigarh-Mohali |
17 | Chhattisgarh | Bhilai Nagar, Bilaspur, Raipur |
18 | Goa | Panaji |
19 | Gujarat | Ahmedabad-Gandhinagar, Anand, Jamnagar, Mehsana, Rajkot, Surat, Vadodara |
20 | Haryana | Ambala, Faridabad, Gurugram, Hisar, Karnal, Kurukshetra, Rohtak, Sonipat, Yamuna Nagar |
21 | Himachal Pradesh | Bilaspur, Hamirpur, Kangra, Kullu, Mandi, Shimla, Solan, Una |
22 | Jammu & Kashmir | Jammu, Samba, Srinagar |
23 | Jharkhand | Bokaro Steel City, Dhanbad, Hazaribagh, Jamshedpur, Ranchi |
24 | Karnataka | Ballari, Bengaluru, Belgaum, Davangere, Gulbarga, Hassan, Hubli- Dharwad, Mandya, Mangalore, Mysore, Shimoga, Udupi |
25 | Kerala | Alappuzha, Kannur, Kochi, Kollam, Kottayam, Kozhikode, Malappuram, Palakkad, Thiruvananthapuram, Thrissur |
26 | Lakshadweep | Kavaratti |
27 | Leh | Leh |
28 | Madhya Pradesh | Bhopal, Gwalior, Indore, Jabalpur, Sagar, Satna, Ujjain |
29 | Maharashtra | Amravati, Aurangabad (Maharashtra), Chandrapur, Dhule, Jalgaon, Kolhapur, Latur, Mumbai/ Thane/ Navi Mumbai, Nagpur, Nanded, Nashik, Pune, Solapur |
30 | Manipur | Imphal |
31 | Meghalaya | Shillong |
32 | Mizoram | Aizawl |
33 | Nagaland | Dimapur, Kohima |
34 | Delhi NCR | Delhi NCR (All NCR cities) |
35 | Odisha | Balasore, Berhampur (Ganjam), Bhubaneshwar, Cuttack, Dhenkanal, Rourkela, Sambalpur |
36 | Puducherry | Puducherry |
37 | Punjab | Amritsar, Bhatinda, Jalandhar, Ludhiana, Mohali, Pathankot, Patiala, Sangrur |
38 | Rajasthan | Ajmer, Alwar, Bikaner, Jaipur, Jodhpur, Kota, Sikar, Udaipur |
39 | Sikkim | Bardang-Gangtok |
40 | Tamil Nadu | Chennai, Coimbatore, Erode, Madurai, Nagercoil, Salem, Thanjavur, Tiruchirapalli, Tirunelveli, Vellore, Virudhunagar |
41 | Telangana | Hyderabad, Karimnagar, Khammam, Warangal |
42 | Tripura | Agartala |
43 | Uttar Pradesh | Agra, Aligarh, Prayagraj (Allahabad), Bareilly, Faizabad, Ghaziabad, Gonda, Gorakhpur, Jhansi, Kanpur, Lucknow, Mathura, Meerut, Moradabad, Muzaffarnagar, Noida & Gr. Noida, Varanasi |
44 | Uttarakhand | Dehradun, Haldwani, Roorkee |
45 | West Bengal | Asansol, Durgapur, Greater Kolkata, Hooghly, Kalyani, Siliguri |
SBI Clerk Recruitment 2022 Admit Card:-
SBI Clerk এর Admit Card SBI এর Website থেকে Download করতে পারবেন । পাওয়া তথ্য অনুসারে Admit Card পরীক্ষার্থীরা মোটামুটি পরীক্ষা শুরু হওয়ার এক মাস আগে থেকেই Download করতে পারবেন। পরীক্ষার্থীরা তাদের Registration Number ও Password প্রদানের মাধ্যমে সহজেই তাদের Admit Card Download করতে পারবেন Official Website থেকে।
SBI Clerk Recruitment 2022 Result:-
Preliminary ও Mains উভয় Exam এর Result Online এ ঘোষণা করা হবে। PDF আকারে পরীক্ষার্থীরা তাদের Result Download করতে পারবে Official Website থেকেই। পরীক্ষার্থীদের Result সহ Score Card Download করার জন্য Login করতে হবে এবং সঙ্গে Roll Number, Registration Number, DOB,Captcha Code প্রদান করতে হবে।
SBI Clerk Recruitment 2022 Important Links:-
SBI Clerk 2022 Official Notification Download Link | Click Here |
Apply Now | Click Here |
Google News | Follow Us |
Join Us on Telegram | Click Here |
FAQ:-
ANS:- Download Section থেকে। ANS:- October/November 2022 ANS:- sbi.co.in/web/careers/current-openings ANS:- 27/09/2022 ANS:- 07/09/20221. SBI Clerk Recruitment 2022 Notification Download করা যাবে কেমন করে?
2. SBI Clerk Recruitment 2022 Admit Card কবে Publish করা হবে?
3. SBI Clerk Recruitment 2022 Official Website কোনটি ?
4. SBI Clerk Recruitment 2022 Online Application Last Date কি?
5. কবে থেকে SBI Clerk Recruitment 2022 এর Registration শুরু হয়েছে?
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।