বিভিন্ন কারণে কমে গিয়েছে রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের বিভিন্ন Recruitment। বর্তমানকালে ছাত্রছাত্রীদের কাছে এই বিষয়টি হয়ে দাঁড়িয়েছে দুশ্চিন্তার কারণ। বর্তমান কাল শুধুমাত্র Indian Railways একমাত্র সরকারি সংস্থা রয়েছে যা প্রতিবছর Indian Railways এর বিভিন্ন Zone এ হাজার হাজার চাকরিপ্রার্থীদের চাকুরীতে যোগদানের সুযোগ প্রদান করেছে। বছরের শুরুতেই ঘোষণা করা হয়েছিল জেলার পক্ষ থেকে হাজার হাজার প্রার্থী জন্য Recruitment ঠিক সেইভাবেই কিছুদিন আগেই South East Central Railway (SECR), Department of Personnel, Raipur Division এর পক্ষ থেকে বিস্তারিত জানতে সম্পূর্ণ আর্টিকেল টি পড়ুন।
South East Central Railway Recruitment 2022 Important Dates:-
South East Central Railway Recruitment 2022 Online Application Starting | 25/04/2022 |
South East Central Railway Recruitment 2022 Online Application Closing | 24/05/2022 |
শুরু হয়ে গেল SSC Phrase 10 এর মাধ্যমে কয়েক হাজারেরও বেশি পদে নিয়োগ, জানুন বিস্তারিত
South East Central Railway Recruitment 2022 Vacancy সংখ্যা :-
DRM Office, Raipur Division | |
Post | Vacancy |
Welder Gas and Electric | 119 |
Turner | 76 |
Fitter | 198 |
Electrician | 154 |
Stenographer (English) | 10 |
Stenographer (Hindi) | 10 |
Computer Operator and Programme Assistant | 10 |
Health and Sanatory Inspector | 17 |
Machinist | 30 |
Mechanic Diesel | 30 |
Mechanic Repair and Air Conditioner | 12 |
Mechanic and Auto Electrical and Electronics | 30 |
Total | 696 |
Purulia Asha Karmi Recruitment 2022 : শতাধিক আশা কর্মী নিয়োগ শেষ হচ্ছে মাত্র কয়েকদিনেই !
Wagon Repair Shop, Raipur Division | |
Welder | 140 |
Turner | 15 |
Fitter | 140 |
Electrician | 15 |
Mechanist | 20 |
Stenographer (Hindi) | 02 |
Computer Operator and Programme Assistant | 05 |
Total | 337 |
South East Central Recruitment 2022 এর Eligibility:-
Educational Qualification:-
- আবেদনকারীকে অবশ্যই Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে 55% মার্কস সহ Madhyamik বা সমমানের পরীক্ষা পাস করতে হবে।
- সঙ্গে Relevant ITI Trade এ পাস করতে হবে Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে।
South East Central Recruitment 2022 এ আবেদনের Age Limit:-
যেসব আবেদনকারীরা আবেদন করতে চাইছেন এই Recruitment এর জন্য মাথায় রাখবেন আপনাদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন বয়স হতে হবে 24 ও 15 এর মধ্যে । Category অনুযায়ী আবেদনকারীরা বয়স এ ছাড় পাবে , এ সম্বন্ধে বিস্তারিত আপনারা জানতে পারবেন Download Section এ প্রদান করা Official Notice এ ।
National Technical Research Institute তে IT পাসেই 80, 000টাকার চাকরী, জানুন বিস্তারিত
South East Central Recruitment 2022 এর Application Fees:-
Not Applicable
South East Central Recruitment 2022 এর Stipend :-
Officially এ সম্বন্ধে বিস্তারিত কিছু আলোচনা করা হয়নি। তাও Stipend হিসেবে পেতে পারেন 10,000 থেকে 15,000 এর মধ্যে। মোটামুটি এক বছর ঘরে আপনি পাবেন এই Stipend ।
South East Central Recruitment 2022 এর Application Process:-
- যেই সব আবেদনকারীরা এই Recruitment এর জন্য আবেদন করতে চাইছেন তাদের সর্বপ্রথম ভিজিট করতে হবে Apprentice এর Official Website www.ongcapprentices.ongc.co.in
- First Time User হলে সর্বপ্রথম Registration সম্পন্ন করুন।
- প্রাপ্ত Details প্রদান করে Application Form টি পূরণ করুন যথাযথ তথ্য সহকারে ও Application Form টি Submit করুন।
- এবার Application Form টি Download করুন এবং প্রয়োজনে Print Out কপি বের করুন।
South East Central Recruitment 2022 এ আবেদনের জন্য Important Documents:-
- Educational Qualification Details
- Applicant Color Photo
- Identity Proof যেমন Aadhar Card, Pan Card Passport ইত্যাদি।
এখন BA পাস করেই Hindustan Urvarak Rasayan Limited এ সরকারী কাজের সুযোগ , জানুন বিস্তারিত
South East Central Recruitment 2022 এর Selection Process:-
South East Central Railway Recruitment 2022 মূলত Merit List প্রস্তুত এর মাধ্যমে সম্পন্ন হবে।
South East Central Recruitment 2022 এর Important Links:-
South East Central Railway Recruitment 2022 Official Notification Download | Click Here |
Apply Now | Click Here |
Google News | Follow Us |
শুরু হয়ে গেছে Ayush Department এ প্রচুর ডাক্তার নিয়োগ , জানুন বিস্তারিত
FAQ:-
1. South East Central Railway Recruitment 2022 Notification Download করবেন কিভাবে?
ANS:- Download Section এ প্রদান করা Official Notice টি দেখুন।
2. South East Central Railway Recruitment 2022 কবে থেকে Start হবে?
ANS:- 25/04/2022
3. South East Central Railway Recruitment 2022 Last Date কি?
ANS:- 15/05/2022
4. ONGC Apprentice Recruitment 2022 Official Website কি?
ANS:- https://secr.indianrailways.gov.in/
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।