সম্ভবত 2021 এর অন্তিম এবং সব থেকে বেশী পদের জন্য Officially Notice প্রকাশ করেছে South East Central Railway Recruitment Cell। কিছুদিন আগেই South East Central Railway 1788 টি Apprentice পদের জন্য Notification জারি করেছে। আজ আমরা এই Recruitment এর সম্বন্ধে ডিটেলসে জানতে চলেছে।
Official Notice Publication Date | 12th November,2021 |
Opening Date and Time | 15th November,2021 |
Closing Date and Time | 14th December,2021
|
সূচি
South Eastern Railway Recruitment Apprentice 2021 এর Vacancy সংখ্যা ;-
সম্পুর্ণ 30 টির ও বেশি পদের ভিন্ন ভিন্ন পদের জন্য মোট 1788 টি পদের জন্য । নিম্নে বিভিন্ন পদ এবং পদের অন্তর্গত Vacancy সংখ্যা আলোচনা করা হলো।
পদ | সংখ্যা |
Kharagpur Workshop | 360 |
Signal and Telecom (Workshop)/Kharagpur | 87 |
Track Machine Workshop/Kharagpur | 120 |
SSE (Works)/Engg/Kharagpur | 28 |
Carriage & Wagon Depot/Kharagpur | 121 |
Diesel Loco Shed/Kharagpur | 50 |
Senior Dee (G)/Kharagpur | 90 |
TRD Depot/Electrical/Kharagpur | 40 |
EMU Shed/Electrical/TPKR- | 40 |
Electric Loco shed/Santragachi | 36 |
Senior DEE (G)/Chakradharpur | 93 |
Electronic Traction Depot/Chakradharpur | 30 |
Carriage & Wagon Depot/Chakradharpur | 65 |
Electric Loco Shed/Tata | 72 |
Engineering Workshop/Sini | 100 |
Track Machine Workshop/Sini | 7 |
SSE (Works)/Engg/Chakradharpur | 26 |
Electric Loco Shed/Bondamunda | 50 |
Diesel Loco Shed/Bondamunda | 52 |
Senior DEE (G)/Adra | 30 |
Carriage & Wagon Depot/Adra | 30 |
Carriage & Wogon Depot/Adra | 65 |
Diesel Loco Shed/BKSC | 33 |
TRD Depot/Electrical/ADRA | 30 |
Electric Loco Shed/BKSC | 31 |
Flash Butt Welding Plant/Jharsuguda | 25 |
SSE (Works)/Engg/ADRA | 24 |
Carriage & Wagon Depot Ranchi | 30 |
Senior DEE (G)/Ranchi | 30 |
TRD Depot/Electrical/Ranchi | 10 |
SSE (Works)/Engg/Ranchi | 10 |
Total | 1788 |
South Eastern Railway Recruitment Apprentice 2021 এর Educational Qualifications :-
Madhyamik বা সমমানের ডিগ্রী পাস করতে হবে ন্যূনতম (50% মার্কস এর সঙ্গে )ও ITI পাশ হতে হবে।
South Eastern Railway Recruitment Apprentice 2021 এর বয়সসীমা (Age Limit) :-
01.11.2021 এর হিসাব অনুযায়ী বয়স অন্ততপক্ষে 15 বছর হতে হবে , সর্বাধিক বয়স 24 বছর হতে পারে।
South Eastern Railway Recruitment Apprentice 2021 এর Salary :-
Central Government এর Apprenticeships এর নিয়ম অনুযায়ী।
South Eastern Railway Recruitment Apprentice 2021 এর Application Fees :-
General ও OBC ক্যান্ডিডেট দের ক্ষেত্রে 800 টাকা এবং ST/SC ক্যান্ডিডেট দের কাছে থেকে 400 টাকা নেওয়া হবে । মনে রাখবেন সমস্ত টাকা Online এ Pay করতে হবে।
Daily GK এবং Current Affair এর MCQ প্রশ্ন Practice করার জন্য ক্লিক করুন
South Eastern Railway Recruitment Apprentice 2021 এর Application Process :-
যোগ্য আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইন মোডে apprenticeshipindia.org তাদের আবেদন জমা দিতে হবে। সমস্ত ক্ষেত্রে সম্পূর্ণ অনলাইন আবেদন, 11.09.2021 থেকে 10/10/2021 পর্যন্ত 23.59 ঘন্টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে জমা দেওয়া যেতে পারে।
South Eastern Railway Recruitment Apprentice 2021 এর Selection Process :-
- ITI ও Madhyamik এর নম্বরের ওপর গুরুত্ব প্রদান করা হবে
- মেডিকেল পরীক্ষা।
- ডকুমেন্ট ভেরিফিকেশন।
South Eastern Railway Recruitment Apprentice 2021 এর Selection Helpline Number:-
07752-243635 (শুধুমাত্র অফিস আওয়ারে)
South Eastern Railway Recruitment Apprentice 2021 এর Official Notification:-
এবার মাত্র 40,000 টাকায় সম্পূর্ণ করুন নিজের B.Ed Degree !
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।