দক্ষিণ মালদা কলেজে অ্যাডমিশন নেবে কিভাবে ? |South Malda College Admission 2022 Dates, Eligibility for UG & PG Course!

উত্তরবঙ্গের এক  প্রাচীন শহর সহ জেলা হল Malda। 1947 সালে South Malda নামে College প্রতিষ্ঠিত করা হয় Malda জেলায় । South Malda College টি মালদা জেলা চাঁচল শহরে অবস্থিত। একসময় এই College টি North Bengal University এর অধীনে থাকলেও বর্তমানে তা মালদা জেলার University of Gour Banga এর অন্তর্গত । South Malda College মালদা জেলার পুরনোতম মহাবিদ্যালয় গুলির মধ্যে একটি যা ছাত্র -ছাত্রীদের বিভিন্ন Steam এ Undergraduate ও Postgraduate Degree Course এ পড়ার সুযোগ প্রদান করে থাকে । বাকিতথ্য আপনারা নিম্নে এই আর্টিকেলের মাধ্যমেই জানতে পারবেন  তাই শেষ পর্যন্ত নিবন্ধটি খুব মনোযোগ দিয়ে পড়ুন।

South Malda College 2022 Admission Overview:-

Name of College  South Malda  College
Affiliated University  University of Gour Banga
College Type  Govt. Aided
Course  Undergraduate
Admission Criteria Merit Based
Steam Science, Arts, Commerce
Degree General, B.A, B.Sc, B.Com
Counselling Institute Based
Scholarship Yes
Campus Area   
Facilities  Library,Laboratory, Union
Official website http://chanchalcollege.ac.in/

South Malda College 2022 Important Dates:- 

Under Graduate Course 1st Year Admission
Online Application Starting for UG Courses 18/07/2022
Online Application Closing for UG Courses 05/08/2022
Online Merit List Releasing 16/08/2022
UG Courses Admission Closing 15/09/2022
UG Courses 1st Semester Starting 19/09/2022
Post Graduate Course 1st Year Admission 
UG Courses Final Result Declaration 31/08/2022
Online Application Starting for PG Courses 01/09/2022
Online Application Closing for  PG Courses 15/09/2022
Online Merit List Releasing 20/09/2022
PG Courses Admission Closing 21/10/2022
PG Courses 1st Semester Starting 01/11/2022

বিশেষ দ্রষ্টব্য:- Merit List Publishing এর সম্বন্ধে জানার জন্য নিবন্ধের নিচের দিকে Link Section দেওয়া Link থেকে Official Website ভিসিট করুন।

South Malda College Course:- 

Chanchal college  3টি Steam এ পড়ার সুযোগ প্রদান করে। General Degree সহ আরো 18 টি Subject এ  ছাত্র- ছাএীদের Under Graduate Honours Degree তে পড়ার সুযোগ রয়েছে । Specialization সহ Course এর সম্বন্ধে বিস্তারিত জানার জন্য নিম্নে প্রদান করা চার্টটি দেখুন:

Course  Specialise Degree
B. A Bengali
English
Sanskrit
Arabic
History
Political Science
Philosophy
Sociology
Geography
Education
Defence Studies
NCC
B. Sc Physic
Chemistry
Mathematics
B. Com Economic,Commerce/ Equivalent, Statistics,
Mathematic, Accounting

বিশেষ দ্রষ্টব্য:  ছাত্র -ছাত্রীরা সমস্ত বিষয় নিয়েই Pass Degree তে ভর্তি হতে পারবেন । এই বিষয়ে বিস্তারিত জানার জন্য কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন । নিম্নে কলেজ কর্তৃপক্ষের যোগাযোগের সমস্ত বিবরন প্রদান করা হয়েছে ।

South Malda College Admission 2022 Eligibility:-

Honours নিয়ে ভর্তি হওয়ার ক্ষেত্রে আবেদনকারী  ছাত্র -ছাত্রীকে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Best Five Subject এ মোট নম্বর 45% এর বেশী হতে হবে । Pass Degree এর ক্ষেত্রে নম্বরের তেমন কোনো উর্ধ্বসীমা নেই । Honours Degree তে Admission এর জন্য কত নম্বর প্রয়োজন অর্থাৎ cut-off কত হতে পারে তা Merit List অনুযায়ী নির্ধারিত হবে । তবে কিছুটা ধারণার অবশ্যই একবার কলেজ প্রতিপক্ষের সঙ্গে কথা বলতে পারেন ।

South Malda College Admission 2022 Application Process:-

যদিও বছর কয়েক আগে College এর Admission এর জন্য Form Fill Up Offline  এই অর্থাৎ College থেকেই করা যেতো কিন্তু গত কয়েক বছর থেকে COVID-19 এই মহামারীর কারণে  শিক্ষার্থীদের সুবিধার্থেAdmission Process টি সম্পূর্ণরূপে Online প্রক্রিয়ার মাধ্যমে চলছে । South Malda College Admission Process সম্বন্ধে বিস্তারিত নিম্নে প্রদান করা হয়েছে ।

  • College এ Admission এর আগে অবশ্যই  সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য সমূহ জেনে নিন। জানার পর ভিজিট করুন College এর Official Admission Portal এ। ( আপনাদের সুবিধার্থে Admission এর Direct Link নিম্নে প্রদান করা হয়েছে) ।
  • ইনস্টিটিউটের নির্দেশ অনুসারে সমস্ত প্রাসঙ্গিক-নথির প্রস্তুত করুন।
  • আপনার নতুন আবেদন পত্র রেজিস্টার করতে ফর্ম ফিলাপ মেনুতে যান।
  • আবেদন জমা দেওয়ার পরে ফর্ম নম্বর এবং স্বীকৃত নম্বর লিখুন বা ডাউনলোড করুন ।
  • নথি আপলোড করতে এবং আবেদন পত্র মুদ্রণের জন্য আবেদনকারী ড্যাশবোর্ডে যেতে login  এর নিচে ক্লিক করুন।
  • মেধা তালিকা প্রকাশের তারিখ পরীক্ষা করুন তারপর সেই নির্দিষ্ট তারিখে মেধা তালিকা দেখুন। ( মেধা তালিকা প্রকাশের জন্য সময়সূচী দেখুন) ।
  • মেধা তালিকা প্রকাশ হওয়ার পর ভর্তির তালিকা দেখুন( ভর্তি তারিখ ও সময়সূচির জন্য বিজ্ঞপ্তি দেখুন) ।
  • ভর্তি/ই- কাউন্সেলিং তালিকাটি পর্যায়ক্রমে কলের  বিবরণের বিবরণের জন্য দেখুন ভর্তির তালিকায় আপনার নাম বা এসএমএস পাওয়ার পর নির্ধারিত তারিখের মধ্যে ভর্তি হন ।
  • আপনার ড্যাশবোর্ডের login  করুন এবং সঠিক বিষয় সমন্বয় পরীক্ষা করুন এবং আপনার ভর্তির ফি প্রদান করুন।
  • ভর্তির ফি প্রদানের পর ভর্তি রশিদ ডাউনলোড করুন।
  • ইনস্টিটিউট কর্তৃপক্ষ দ্বারা যোগ্যনতি যাচাই করার পরে এই ভর্তি প্রক্রিয়াটি সম্পন্ন হবে। ( যাচাইয়ের তারিখ বা নথি গুলি জানতে কলেজের ওয়েবসাইট অনুসরণ করুন)

South Malda College Admission 2022 Fees:-

প্রতিবছর Application Fees কমবেশি বৃদ্ধি পায়। General Degree Course এর ক্ষেত্রে Course Fees 2150 টাকা থেকে শুরু হবে এবং Honours এর Course Fees 2500 টাকার মতো তবে যা Science ও Geography Honours এর ক্ষেত্রে 4,500 টাকা পর্যন্ত যেতে পারে । আবেদনকারীরা মাথায় রাখবেন যে এই Course Fees কিন্তু আপনাকে Application এর সময় লাগবে না । এই Fees আপনাকে প্রদান করতে হবে উক্ত College এ Documents Verification এর পর ।

South Malda College Scholarship:-

ছাত্র -ছাত্রীদের বরাবরই প্রশ্ন থাকে Scholarship এর সম্বন্ধে । যদিও কোন কোন শিক্ষাপ্রতিষ্ঠানে  ছাত্র -ছাত্রীদের কিছু কিছু বিশেষ রকমের Scholarship প্রদান করা হয় না কিন্তু I South MALDA College এর ক্ষেত্রে এমনটা নয় । South Malda College এ পাঠরত যেকোন  ছাত্র -ছাত্রী নিজের ইচ্ছামতো যেকোনো সরকারি এবং বেসরকারি Scholarship এর জন্য আবেদন করতে পারবেন ।  কলেজ  ছাত্র -ছাত্রীদের জন্য প্রদত্ত বিভিন্ন স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে নিম্নে দেওয়া লিংকে ক্লিক করুন ।

Click Here

South Malda College Facility:-

  • Boys Hostel:-কলেজে একটি Boys Hostel এর ব্যবস্থা আছে।
  • Girls Hostel:-কলেজে একটি Girls Hostel এর ব্যবস্থা আছে।
  • Library:-কলেজের সকল শিক্ষার্থীর জন্য একটি Library সুবিধা রয়েছে ।
  • Sports:-কলেজের সকল শিক্ষার্থীর জন্য খেলাধুলার সুবিধা রয়েছে।
  • Auditorium:-কলেজের  ইভেন্ট এবং সেমিনারের জন্য একটি অডিটোরিয়াম সুবিধা রয়েছে ।
  • Medical/ Hospital:-কলেজের শিক্ষার্থীর জন্য একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থা আছে।
  • IT Infrastructure:-কলেজে শিক্ষার্থীদের জন্য একটি চমৎকার IT  অবকাঠামো সুবিধা রয়েছে।
  • Laboratories:-কলেজের সকল বিভাগের ছাত্রছাত্রীর জন্য একটি গবেষণাগারে ব্যবস্থা আছে।

South Malda College Contact Details

Email:-[email protected]

South Malda College Address:-

RX78+x44, Chak Seherdi Rd,

Lakshmipur, West Bengal ,India

Pin:-732215

South Malda College Location:-

South Malda College Admission 2022 Important Links:-

South Malda college Admission 2022 Direct  Link Click Here
South Malda college Official Website Click Here
Goggle News Click Here
Join us on Telegram Click Here

  FAQ:-

1. South Malda College Admission Official Website কোনটি?

ANS:- http://southmaldacollege.in/

2. South Malda College  UG Degree Admission Starting Date কি?

ANS:- 18/07/2022

3. South Malda College 2022 UG Degree Admission Last Date কি?

ANS:- 15/09/2022

4. South Malda College 2022 PG Degree Admission Starting Date কি?

ANS:- 01/09/2022

5. South Malda College 2022 PG Degree Admission Last Date কি?

ANS:-  21/10/2022


Deprecated: Function wp_img_tag_add_loading_attr is deprecated since version 6.3.0! Use wp_img_tag_add_loading_optimization_attrs() instead. in /home/u764637979/domains/bongsedu.com/public_html/wp-includes/functions.php on line 5453

Deprecated: Function wp_get_loading_attr_default is deprecated since version 6.3.0! Use wp_get_loading_optimization_attributes() instead. in /home/u764637979/domains/bongsedu.com/public_html/wp-includes/functions.php on line 5453
Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 874

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *