প্রতিনিয়ত SSC এর বিভিন্ন পরীক্ষার জন্য খেঁটে চলা চাকরি প্রত্যাশী প্রার্থীদের জন্য সুখবর ! একের পর এক প্রকাশিত হচ্ছে SSC এর থমকে থাকা বিভিন্ন পরীক্ষার Result । ইতিমধ্যে প্রকাশিত কমিশনের পক্ষ থেকে Combined Graduate Level Examination 2020 এর Tier-I পরীক্ষার Result । স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT) মাধ্যমে গত 13.08.2021 তারিখ থেকে 24.08.2021 তারিখ পর্যন্ত সম্মিলিত CGL 2020 এর Tier-I Exam নেওয়া হয়েছিল ।
Tier-I পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে সফল প্রার্থীদের Short List করা হয়েছে । CGL 2020 Tier-I Exam Result এর লিস্টে থাকা সমস্ত প্রার্থীরা CGL 2020 এর Tier-II এবং Tier-III পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন । Assistant Audit Officer & Assistant Accounts Officer এর জন্য আলাদা, Junior Statistical Officer (JSO) এর জন্য আলাদা এবং অন্যান্য সমস্ত পোষ্টের জন্য একটি আলাদা Cut Off Marks এর লিস্ট নির্ধারণ করা হয়েছে ।
Daily GK এবং Current Affair এর MCQ প্রশ্ন Practice করার জন্য ক্লিক করুন
যেহেতু Tier-I CBT পরীক্ষা একাধিক শিফটে পরিচালিত হয়েছিল, প্রার্থীদের স্কোর করা নম্বরগুলি 07.02.2019 তারিখে কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত সূত্র অনুসারে স্বাভাবিক করা হয়েছে । পরীক্ষার পরবর্তী ধাপের Tier-II এবং Tier-III প্রার্থীদের যোগ্যতা বিচার করতে CGL 2020 Tier-I Exam Result এ এই ধরনের স্বাভাবিক মার্ক ব্যবহার করা হয়েছে ।
সূচি
SSC CGL 2020 Tier-I পরীক্ষার Result:-
CGL 2020 এর Tier-I পরীক্ষার Assistant Audit Officer & Assistant Accounts Officer, Junior Statistical Officer এবং অন্যান্য সমস্ত পোষ্টের জন্য যে পৃথক 3 টি CGL 2020 Tier-I Exam এর Result প্রকাশ করা হয়েছে তা নিম্নে প্রদান করা হলো আপনারা চাইলে লিঙ্কে ক্লিক করে নিজের রেজাল্ট চেক অথবা ডাউনলোড করে নিতে পারেন ।
- Result of Combined Graduate Level Examination (Tier-I), 2020 – List-1: Candidates qualified in Tier-I for appearing in Tier-II [Paper-I, Paper-II and Paper-IV {General Studies (Finance & Accounts)}] and Tier-III
- Result of Combined Graduate Level Examination (Tier-I), 2020 – List-2: Candidates qualified in Tier-I for appearing in Tier-II [Paper-I, Paper-II and Paper-III (Statistics)] and Tier-III
- Result of Combined Graduate Level Examination (Tier-I), 2020 – List-3: Candidates qualified in Tier-I for appearing in Tier-II (Paper-I and Paper-II) and Tier-III
GMCH Chandigarh Recruitment 2021 | 162 টি Fresh Vacancy তে নিয়োগ, জানুন আবেদন প্রক্রিয়া
SSC CGL 2020 Tier-I পরীক্ষার Cut Off Marks:
CGL 2020 এর Tier-II এবং Tier-III-এর জন্য যোগ্য প্রার্থীদের পোস্ট ভিত্তিক CGL 2020 Tier-I Exam Result এর Cut Off Marks নিম্নরূপ-
Assistant Audit Officer & Assistant Accounts Officer:
ক্যাটাগরি | কাট -অফ-মার্ক | প্রার্থীর সংখ্যা |
SC | 145.28912 | 970 |
ST | 140.97604 | 465 |
OBC | 161.36748 | 1784 |
EWS | 164.00018 | 728 |
UR | 167.45963 | 1228 |
OH | 135.76854 | 102 |
HH | 109.04331 | 101 |
PWD | 95.12633 | 51 |
মোট | —- | 5429 |
* উপরে দেখানো UR প্রার্থীদের ছাড়াও, 42-SC, 15-ST, 779-OBC, 503-EWS, 2-OH এবং 1-HH প্রার্থীদের UR এ Cut Off এর যোগ্যতা তাদের নিজ নিজ বিভাগের অধীনে দেখানো হয়েছে ।
Swami Vivekananda Scholarship 2021 এর Eligibility Criteria, Scholarship Amount, Last Date?
Junior Statistical Officer (JSO):
ক্যাটাগরি | কাট -অফ-মার্ক | প্রার্থীর সংখ্যা |
SC | 124.61824 | 2241 |
ST | 122.40547 | 958 |
OBC | 147.63201 | 3395 |
EWS | 146.01050 | 1925 |
UR | 153.08245 | 2544 |
OH | 120.17292 | 114 |
HH | 108.73007 | 35 |
মোট | —- | 11212 |
* উপরে দেখানো UR প্রার্থীদের ছাড়াও, 182-SC, 48-ST, 2119-OBC, 1183-EWS এবং 9-OH প্রার্থীদের UR এ Cut Off এর যোগ্যতা তাদের নিজ নিজ বিভাগের অধীনে দেখানো হয়েছে ।
ক্যাটাগরি | কাট -অফ-মার্ক | প্রার্থীর সংখ্যা |
SC | 100.93079 | 21663 |
ST | 93.75569 | 10351 |
OBC | 119.23278 | 36611 |
EWS | 109.21110 | 15718 |
UR | 132.37260 | 20572 |
ESM | 74.87478 | 5216 |
OH | 85.99074 | 1759 |
HH | 40.00000 | 1357 |
VH | 95.75915 | 488 |
PWD | 40.00000 | 400 |
মোট | —- | 114135 |
* উপরে দেখানো UR প্রার্থীদের ছাড়াও, 3275-SC, 1014-ST, 19684-OBC, 7446-EWS, 93-ESM, 138-OH, 10-HH, 67-VH এবং 4-অন্যান্য PwD প্রার্থীদের UR-এ Cut Off এর যোগ্যতা তাদের নিজ নিজ বিভাগের অধীনে দেখানো হয়েছে ।
WBJEE ANM GNM 2021 এর Counselling Dates, Counselling Process, Important Dates সহ জানুন !
SSC CGL 2020 Tier-II এবং Tier-III Exam সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ-
- CGL 2020 এর Tier-II এবং Tier-III Exam যথাক্রমে 28.01.2022 তারিখ এবং 29.01.2022 তারিখ থেকে 06.02.2022 তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ঘোষণা করা হয়েছে, কিন্তু অবশ্যই যা সময় সাপেক্ষে কোভিড -19 মহামারী এবং বর্তমান অবস্থা এবং সরকারি নির্দেশিকার অপর নির্ভরযোগ্য ।
- যোগ্য প্রার্থীদের Admission Certificate গুলি CGL 2020 এর Tier-II পরীক্ষা পরিচালনার প্রায় 03 – 07 দিন আগে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে ।
- যদি কোনো প্রার্থী, তার Admit Card ডাউনলোড করতে সমস্যার সম্মুখীন হন, তাহলে তাকে অবিলম্বে সংশ্লিষ্ট আঞ্চলিক অফিসে যোগাযোগ করতে হবে । অ্যাডমিট কার্ড ডাউনলোড নিশ্চিত করার দায়িত্ব শুধুমাত্র প্রার্থীদের নিজের ।
- SSC CGL 2020 এর যোগ্য এবং অ-যোগ্য প্রার্থীদের মার্কস 03.11.2021 তারিখে কমিশনের ওয়েবসাইট https://ssc.nic.in -এ প্রদান করা হবে ।
প্রার্থীরা 03.12.2021 তারিখ থেকে 24.12.2021 তারিখ পর্যন্ত তাদের রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে তাদের প্রাপ্ত নম্বরগুলি দেখে নিতে পারবে ।
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।