Staff Selection Commission কর্তৃক প্রকাশিত হলো এক গুরুত্বপূর্ণ আপডেট।। সম্প্রতি SSC অফিশিয়াল ওয়েবসাইট এ SSC CHSL 2019 Examination এর সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করেছে। বেশ কয়েক মাস ধরে SSC CHSL 2019 এর পরীক্ষার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন “কবে তাদের Skill Test Result বেরোবে?”
গতকাল SSC এর Official Website এ SSC Junior Engineer (JE) 2022 Result Publish করেছে । এই Article এর মাধ্যমে আমরা SSC CHSL 2019 Skill Test Result সম্বন্ধে বিস্তারিত। কিছুদিন আগে আমরা আলোচনা করেছি SC JE 2020 Result সম্বন্ধে বিস্তারিত।
প্রসঙ্গত 13088 জন পরীক্ষার্থী পাস করেছে SSC CHSL 2019 Skill Test এএবং SSC CHSL 2019 Skill Test Exam 30/09/2021 তে নেওয়া হয় ।
SSC CHSL 2019 Skill Test Result Checking Process:-
- SSC এর অফিশিয়াল ওয়েবসাইট https://ssc.nic.in/ ভিজিট করুন।
- Homepage এ থাকা Result ট্যাব এ ক্লিক করুন।
- এখন ক্লিক করুন Combined Higher Secondary (10+2) Level Examination, 2019 – List of candidates qualified for appearing in Document Verification for the Post of LDC/JSA, PA/SA ( In Roll No. Order) এ ।
- আপনার Log In Details প্রদান করুন।
- আপনার সামনে চলে আসবে আপনার Result জেনে নিন।
লক্ষণীয় যে পরীক্ষার্থীরা তাদের Individual Rank 09/03/2022 থেকে 31/03/2022 পর্যন্ত Registration Number ও Password প্রদান এর মাধ্যমে জেনে নিতে পারবেন। এর পর Result আর Official Website এ পাবেন না।
আপনাদের সুবিধার্থে আমরা Download Section এ SSC CHSL 2019 Skill Test এর Result PDF প্রদান করেছি Download করে জেনে নিতে পারবেন।
Category অনুযায়ী SSC CHSL 2019 Skill Test এর Cut of Percentage এবং Candidates সংখ্যা নিম্নে চার্ট এর মাধ্যমে বর্ণনা করা হলো।
Category | Cut of Marks Percentage | Candidates সংখ্যা |
EWS | 10 | 2454 |
SC | 10 | 2147 |
ST | 10 | 873 |
ESM | 10 | 768 |
OH | 10 | 181 |
HH | 10 | 136 |
OBC | 10 | 3961 |
VH | 10 | 130 |
Other -PwD | 10 | 53 |
UR | 7 | 2385 |
Total | – | 13088 |
SSC CHSL 2019 Skill Test Result Important Links:-
SSC CHSL 2019 Skill Test Official Notice Download | |
SSC CHSL 2019 Skill Test Candidate List Download | |
SSC CHSL 2019 Official Website | |
Google News |
FAQ:-
1. SSC CHSL 2019 Result কোন Website থেকে জানা যাবে ?
2. SSC CHSL 2019 Result Date কি ?
3. কত জন পরীক্ষার্থী পাস করেছে SSC CHSL 2019 Skill Test ?
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।